রাশ মেলার বোষ্টমী

সাদিক মোহাম্মদ ৩ অক্টোবর ২০১৪, শুক্রবার, ০৯:৫৫:০৭অপরাহ্ন কবিতা ২ মন্তব্য

পথের প্রণয় আমাকে বাহির করেছে
ধুলোর মায়া জড়িয়েছে পায়

তুমি ঘর বাঁধতে বলো
তিন কোশ দূরে
রাশ মেলার সাথী হতে পারো না

আমি পথিক
গাঁদার গহনা জড়ানো বোষ্টমী চাই
এক দীর্ঘসুত্রী যাত্রায়

৫২২জন ৫২২জন
0 Shares

২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ