রাফখাতা:৪

মিসু ১৩ জুলাই ২০১৩, শনিবার, ১২:০০:৫৭পূর্বাহ্ন একান্ত অনুভূতি, বিবিধ ১৬ মন্তব্য

আজকাল প্রায় মাঝ রাতে ঘুম ভেঙে যাচ্ছে । অন্ধকারে চোখ খুলে বোঝার চেস্টা করি আমি কী বেঁচে আছি না কী মরে গেছি । মরে গেলে মানুষ কোথায় যায় তাও বোঝার চেস্টা করি । কিছু ভালো লাগেনা তখন । চেতনা শূন্য হয়ে পড়ি । মাথার ভেতর একটা পোকার দাপাদাপি বাড়তে থাকে । কত কিছু করা হলোনা জীবনে । কত চাওয়া যে না পাওয়ার তালিকায় যোগ হয়ে গেছে সে হিসেব কষতে গিয়ে ক্লান্ত হয়ে যাই।

পাহাড়ের চুড়োয় উঠে চিত্কার করে বলে হলোনা , পৃথিবীটা এখন আমার পকেট বন্দী , গহীণ জঙ্গলে প্রিয় মানুষটার হাত ধরে নাম না জানা পাখীদের ডাক শোনা হোলনা ,
পুরো একটা রাত সমুদ্রের পারে বসে চাঁদের আলোয় সমুদ্রের ঢেউ গোনা হলোনা ।

এসব কথা ভাবলেই আমার গলার কাছে বাষ্প আটকে যায় , জ্বালা করতে থাকে চোখ।
অনেক অপূর্ণতা বুকে নিয়েই মানুষ মরে যায়। হয়ত আমিও একসময় চলে যাব।

১জন ১জন
0 Shares

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ