আজকাল প্রায় মাঝ রাতে ঘুম ভেঙে যাচ্ছে । অন্ধকারে চোখ খুলে বোঝার চেস্টা করি আমি কী বেঁচে আছি না কী মরে গেছি । মরে গেলে মানুষ কোথায় যায় তাও বোঝার চেস্টা করি । কিছু ভালো লাগেনা তখন । চেতনা শূন্য হয়ে পড়ি । মাথার ভেতর একটা পোকার দাপাদাপি বাড়তে থাকে । কত কিছু করা হলোনা জীবনে । কত চাওয়া যে না পাওয়ার তালিকায় যোগ হয়ে গেছে সে হিসেব কষতে গিয়ে ক্লান্ত হয়ে যাই।
পাহাড়ের চুড়োয় উঠে চিত্কার করে বলে হলোনা , পৃথিবীটা এখন আমার পকেট বন্দী , গহীণ জঙ্গলে প্রিয় মানুষটার হাত ধরে নাম না জানা পাখীদের ডাক শোনা হোলনা ,
পুরো একটা রাত সমুদ্রের পারে বসে চাঁদের আলোয় সমুদ্রের ঢেউ গোনা হলোনা ।
এসব কথা ভাবলেই আমার গলার কাছে বাষ্প আটকে যায় , জ্বালা করতে থাকে চোখ।
অনেক অপূর্ণতা বুকে নিয়েই মানুষ মরে যায়। হয়ত আমিও একসময় চলে যাব।
১৬টি মন্তব্য
জিসান শা ইকরাম
চেতনা শূন্য হয়ে এমন অদ্ভুত সুন্দর ভাবনা মাথায় আসে , এটি তো আমাকে অবাক করে দিল
মৃত্যু সবচেয়ে বড় নিয়তি , যেতেই হবে তার কাছে
এসব ভাবনা আপাতত স্থগিত করুন ।
শুভকামনা ।
মিসু
চিন্তা এসে যায় , বাদ দেয়া যাচ্ছে না ।
আদিব আদ্নান
আসলে এতটা বেদনা বিভুর হওয়ার কোন মানে নেই ।
মিসু
ইচ্ছে করে তো হচ্ছি না আদিব ভাই । মাঝে নাঝে নিয়ন্ত্রন থাকে না নিজের উপর ।
ছাইরাছ হেলাল
আমাদের চলে যাওয়াতে তেমন কিছুই ঘটার সম্ভবনা নেই ,
তাই থাকি না আরও কিছুটা সময় এই আনন্দ বেদনায় ।
মিসু
সময়টা খুব অস্থির ছাইরাছ হেলাল ভাই ।
কৃন্তনিকা
আমাদের সকলের জীবনই অপূর্ণতায় ভরা… 🙁
চলে তো সবাইকেই যেতে হবে,তাই না? 🙂
যতটুকু সময় আছি, জীবনটাকে উপভোগ করি…
মিসু
ভালো বলছেন , যেটুকু সময় বেচে থাকি , আনন্দ নিয়ে বেচে থাকা ।
শিশির কনা
অনেক অপূর্ণতা নিয়েই আসলে আমরা চলে যাই এক সময় । ভালো লিখেছেন মিসু ।
মিসু
আসলেই তাই শিশির কনা ।
এই মেঘ এই রোদ্দুর
ইনশাল্লাহ একদিন সবই হবে…………
পাহাড়ে গেলে আমারে নিয়া যাইয়েন………..
মিসু
হয়ত হবে , পাহাড়ে আপনিও যাবেন ? 🙂 আচ্ছা নিয়ে যাবো আপনাকেও 🙂
ব্লগার সজীব
অপূর্ণতা থাকবেই কিছু মিসু । এটিকেই জীবন বলে। ভালো থাকুন। (y) (y)
মিসু
অপূর্ণতার আর এক নামই হয়ত জীবন । -{@
বনলতা সেন
আমাদের ছেড়ে যাওয়া কিন্তু ঠিক হবে না ।
মিসু
যাচ্ছি না তো বনলতা , সাথেই তো আছি 🙂 (3