
হৃদয়ের সবটুকু স্পন্দন, নৈঃশব্দে হেঁটে চলে যায়,
বস্ত্রহীন তপ্ত রোদ্দুরে, খানাখন্দকে যেটুকু স্পন্দন-জল
অগোচরে লুকিয়ে ছিল, শুষে নিয়েছে তার সবটুকু;
স্বপ্নে ভরা, স্বপ্নে গড়া উচ্চাকাঙ্ক্ষার কী-বোর্ড, কী-বোর্ডের
উচ্চাকাঙ্ক্ষা, যেভাবে যতটুকু পারি ছুটিয়েছি, নেপোলিয়নের পণে,
সব কিছু শিখে নেবো, দেখে নেবো, দেখিয়ে দেবো! লিখে-ও ফেলবো!
এ যেন বর্ষার আকাল বালখিল্যতা, অবুঝ কবির !!
স্বপ্নের, স্বপ্নদের এ-ঘর ও-ঘর ঘুরে ফিরে দেখেছি/দেখছি
নিপুণ ধৈর্যে, শব্দ থেকে শব্দান্তরে ছুটে বেড়িয়েছি,
সত্য চোখে তুলে নিয়েছি দারুণ দারুণ কিছু শব্দ-ছবি;
সুখ-সুখ বেঁচে থাকার দুটো বন্ধনী এক হতে দেখিনি,এক করতেও পারিনি,
আগামীর আর একটি স্বপ্ন-দিন এলো বলে, রাতের থেকেও বড়;
ছবি নেটের।
১৪টি মন্তব্য
রিতু জাহান
অগোচরে যে জল লুকানো, তার যেনো কোনো মধ্যাকর্ষণের টান নেই,,, নেই ভাটি বা উজানের টান। শুধু গুমরে ওঠে, ডুকরে ওঠে,,
কথার শব্দে সে শব্দ বোনে,, স্বপ্নে আসে স্বপনে যায়। সুখ স্বপ্নের ডানায় তার ভর শুধু।
ভালো লাগা রইলো,,,
ছাইরাছ হেলাল
একটু একটু করে মন্তব্যে ফিরছেন দেখে আনন্দিত হচ্ছি। আমাদের এখানে আর একটু সময় দিন, সম্ভব হলে।
(আপনার লেখা/ মন্তব্য কিছুটা বুঝতে পারি, তাতে মনে হচ্ছে আপনি লেখাদের থেকে সাময়িক বাইরে চলে গেছেন,
ব্যাপার না, পাঠক আপনার পাশেই থাকছে)
স্বপ্নেই আমরা বাঁচি, স্বপ্ন ই আমাদের বাঁচায়।
চকমকি পাথরের মত স্বপ্ন-ইচ্ছে পুষে রাখছি/রেখেছি আন্দোলিত বুকের মাঝে…………………
আজকে লিখবো/লিখছি।
ভাল থাকুন নিয়ম করে, একটু নিয়ম মেনে, নিয়ম ভেঙ্গে ও।
রিতু জাহান
আমি সত্যিই লেখায় ফিরতে চাই,,, কিন্তু কোথাও যেনো গুমট অস্থিরতা আমাকে মারছে প্রতিনিয়ত।
ছাইরাছ হেলাল
যাদের লেখা, লেখার পরে ও আরও কিছু বুঝতে পারি আপনি তেমন জন।
তাই অমন করে বলা। আপনি অবশ্যই লেখায় ফিরবেন, ফিরতে পারবেন ও।
ব্যাপার না।
সাবিনা ইয়াসমিন
যে স্বপ্ন গুলো রাতের সীমা অতিক্রম করবে
এমন এক স্বপ্ন চাই
যে স্বপ্নে জোৎস্নাভেঁজা সুখ-সুখ অনুভব জড়িয়ে রবে
এমন কিছু স্বপ্নের বীজ চাই
রাতের কোলাহল থেমে যাবে, ঘুমিয়ে থাকবে ক্লান্ত নেপোলিয়ন… এমন এক মোহনীয় বাঁশি চাই,
আধারের সূর্য পথ ভুলে ছুটে যাক গ্রহান্তরে
স্বপ্ন-আলোয় ভরা হাজারো দিনের মতোন এক স্বপ-দিন আসুক,
একদিন আসুক কেবলই স্বপ্ন- ডোবা,
স্বপ্ন ছুঁয়ে স্বপ্নে বাঁচার দিন…
কীবোর্ড সামলে রাখুন মহারাজ, উচ্চাকাঙ্ক্ষার সিঁড়ি বেয়ে শেষে স্বর্গে না পৌঁছে যায়!
ছাইরাছ হেলাল
স্বপ্ন স্বপ্ন চাওয়াগুলো স্বপ্নেই উঁকি দেয়,
হারিয়ে যায় দিনের শুরুতে,
কিছু বেঁচে যাওয়া স্বপ্ন পথ দেখায়
দূর থেকে দূরান্তের, স্বপ্নেই বাঁচি, স্বপ্নেই হাসি।
স্বর্গে তো পরীরা থাকে পরীমনিদের সাজে!! মন্দ কী!!
আরজু মুক্তা
আমরা স্বপ্নের থেকেও বড়। এক এক করে স্বপ্নগুলো আসুক। আগামীর হয়ে। দুরন্ত কিন্তু দুর্ভেদ্য নয়। স্বপ্নই তো বাঁচায়।
শুভ কামনা
ছাইরাছ হেলাল
স্বপ্ন নিয়েই আমরা বাঁচি, বাঁচতে চাই, যদিও তা অধরা-ই থেকে যায়।
তবুও স্বপ্নেই স্বপ্ন দেখি।
শুভেচ্ছা আপনাকে।
হালিমা আক্তার
স্বপ্ন গুলো ছড়িয়ে পড়ুক সীমা থেকে সীমাহীন। স্বপ্ন নিয়ে বাঁচতে চাই। স্বপ্নের আলো ছড়িয়ে পড়ুক সব ক্লান্তির অবসরে। শুভ কামনা রইলো।
ছাইরাছ হেলাল
স্বপ্ন আসুক আলোর ফুলঝুরি নিয়ে, আলোকিত হোক স্বপ্নের আঁধার। সুন্দর মন্তব্য।
আপনার জন্য ও শুভ কামনা।
সৌবর্ণ বাঁধন
সুখ ও বেঁচে থাকার বন্ধনী কখনো এক হয়না। হয়তো এটা প্রকৃতির নিয়ম নয়। শুভেচ্ছা জানবেন।
ছাইরাছ হেলাল
এক হয় না বলেই অপেক্ষা আক্ষেপের প্রত্যাশা বেড়েই যায়।
ভাল থাকুন।
সুপর্ণা ফাল্গুনী
বেঁচে থাকার জীয়ন কাঠি চাওয়াপাওয়া, আশা, স্বপ্ন দেখাতেই লুকিয়ে থাকে। সুখ আর বেঁচে থাকা কখনো এক সূতোয় বাঁধা পড়ে না তাই হয়তো প্রত্যাশা, আক্ষেপের আগুনে পুড়ে পুড়ে ছাই হই। অবিরত শুভ কামনা
ছাইরাছ হেলাল
অপূর্ণতা আমাদের পথ আগলে দাঁড়ায়, এ দেয়াল আমরা পেরিয়ে যাই বা মুখ থুবড়ে পড়ি,
এই তো জীবন। ধন্যবাদ আপনাকে।