
রাত, তুমি নাগালের বাহিরে ঘুমাচ্ছো;
তোমাকে স্পর্শ করলেই আঁতকে উঠি।
তোমার আলোহীন মঞ্চে-
বিশুদ্ধ ফুলের উপর নিষিদ্ধ প্রতীক চিহ্ন,
কি করে সহ্য করো তুমি?
বুকে পিঠে অজ্ঞাত শকুনদের লালাচিত্র।
আবার——
তোমার গভীরতায় একাকীত্বের হাতছানি;
কেউ কেউ গভীরতাকে আলিঙ্গন করে
গরম দীর্ঘশ্বাসে বৈধ কবিতার ঘ্রাণ শুঁকে
অথচ, তুমি কারো না কারো নাগালের বাহিরে।
রাত তোমাকে
অসংখ্য দু’পায়া আজো ঘুম পাড়াচ্ছে;
নিষিদ্ধ চাহিদা দীর্ঘায়ু করে নিতে
যৌবনে হানা দেয় শকুন জোড়ার চেঁচামেচি।
অন্ধকারের বৈধতা গ্রাস করে
হঠাৎ এক প্রভাতের লাল সূর্যে
ঝোপ থেকে ভেসে যায় করুণ মানবিক কন্ঠ
জানান দেয়-
আমি তোদের, মুখোশের মানবতায় শকুনের ফসল
আমি তোদের, সমাজে আজন্ম বেওয়ারিশ সীমানা।
নেত্রকোনা, ময়মনসিংহ।
১১টি মন্তব্য
তৌহিদ
মানুষের কামনা বাসনার আদি অন্ত বোঝা মুশকিল। নিজের রিপুকে নিয়ন্ত্রণ করা জরুরী। ভালো লেগেছে কবিতা নাজমুল।
ছাইরাছ হেলাল
সেই মানবিক করুন কণ্ঠের ডাক শুনতে পাই,
কিন্তু সেই মানবিকতার ভার আমরা কেউ-ই নিতে চাই না।
শুধু যথেচ্ছা ব্যবহার টুকু ছাড়া।
মাসুদ চয়ন
সুন্দর কাব্য প্রয়াস
মনির হোসেন মমি
অন্ধকারের বৈধতা গ্রাস করে
হঠাৎ এক প্রভাতের লাল সূর্যে
ঝোপ থেকে ভেসে যায় করুণ মানবিক কন্ঠ
জানান দেয়-
আমি তোদের, মুখোশের মানবতায় শকুনের ফসল
আমি তোদের, সমাজে আজন্ম বেওয়ারিশ সীমানা
চমৎকার বাক্য চয়ণ।
শামীম চৌধুরী
কবিতাটা ভালো লাগলো।
শিরিন হক
এই রাতের আধার- চিড়ে একটু পরে যেনো আলো ফুটবে।
খুব ভালো লিখেছেন।
শাহরিন
নিষিদ্ধ চাহিদা থেকেই যায় মানুষের। সকল ভদ্র সমাজের ভদ্র লোকের রাতের ছবি আরেক রকম।
আরজু মুক্তা
আঁধার আছে বলে রাতকে চিনা যায়।
রেহানা বীথি
ভালো লাগলো খুব
সাবিনা ইয়াসমিন
ভালো হতো যদি রাতের অন্ধকার রাতের সাথেই চলে যেত। রাত শেষ হলেও রাতের অবশিষ্টাংশ রয়ে যায় উচ্ছিষ্ট হয়ে। অন্ধকার আলোতে এলে উন্মুক্ত হয়ে যায় শকুনের অপকর্ম, আর মানবিক আর্তনাদে কেঁপে উঠে মানবতা।
কবিতায় ভাবনার তিব্রতা ফুটে উঠেছে। ধরে রাখো। শুভ কামনা অবিরত 🌹🌹
দালান জাহান
রাত তোমাকে
অসংখ্য দু’পায়া আজো ঘুম পাড়াচ্ছে;
আমারও তাই মনে হয়। ভালো লিখেছেন ক।