রহস্য

ছাইরাছ হেলাল ২৯ মে ২০১৪, বৃহস্পতিবার, ০৮:২২:৪৮অপরাহ্ন একান্ত অনুভূতি ২৫ মন্তব্য

সমর্পণের কোন মাত্রা থাকে কিনা জানতে পারিনি, সমর্পিত হয়ে ও।
সমর্পণের দূরবর্তী সাড়া লক্ষ্যে বা অলক্ষ্যে।

হে ঈশ্বর, তুলে নাও আমাকে বা ছুড়ে ফেল জনশূন্য পাহাড়ে ,
দুস্থ আমি, দ্রষ্টা বা জ্ঞানী নই মোটেই ।
পরমেশ্বরের সূচ্যগ্র রহস্যন্মোচন ! সে আমার কাজ নয় ;
বৃথাই ধ্বনিত হয় হৃদ-নিংড়ানো অন্তহীন অর্থহীন আর্তি ।

৫৫৬জন ৫৫৫জন
0 Shares

২৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ