
[এই কবিতাটি আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ও প্রাণাধিক প্রিয় জনাব Md. Asaduzzaman Forazi স্যারের প্রথিতযশা রত্নগর্ভা জননীর করকমলে উৎস্বর্গীত]
হৃদয় গভীরে যত ছিলো আর রহিয়াছে যতখানি,
শ্রদ্ধা তব চরণে আজিকে শোন ওগো মা জননী
জানিনা কোন সে মধুর লগ্নে কোন সে শুভক্ষণে
জন্ম দিয়াছ রত্ন তোমার পুলক আঁকিয়া মনে ।।
আকাশে সেদিন উঠেছিল কি পূর্ণ তিথির রবি
বাতাসে কি সুর তুলেছিলো কোন পূণ্য-যশা কবি
কোন সাধনার ফসল তোমার কোলে দিয়াছেন প্রভু
ধরনীতে তাঁর আলোর শিখা নিভিবেনা জানি কভু।।
যে আলোর দ্বীপ গর্ভে ধরিয়া যত্নে করিয়া লালন
বিশ্বব্যাপীয়া ছড়ায়ে দিয়াছ মানুষে করিতে পালন
সেই প্রদীপ্ত জ্ঞানের মশাল নিরন্তর ঐ পথে
তোমার শিক্ষা চলেছে বিলায়ে ক্লান্তিবিহীন রথে।।
প্রাচ্য হইতে পাশ্চাত্যে তাঁর জয়রথ ছুটিয়া চলে
বড় প্রত্যাশা প্রথিতযশা আশার বাণী সে বলে
কত অবারিত স্বপ্ন সুধায় রাঙানো হৃদয় তাঁহার
ওগো জননী জন্মধাত্রী তুলনা নাহি যে তোমার ।।
তোমারি অঙ্কোপরেতে জন্মি বিশ্ব উঠিছে ছাড়িয়া
সে কোন শক্তি-সাধনে জ্ঞানের সীমানা গিয়াছে ফাড়িয়়া,
দিকে দিকে তাঁর জয়গান বাজে আকাশ বাতাস ভরি
তাঁরি কল্যাণে মানবতা আজ খুঁজিয়া পেয়েছে তরী।।
দুঃস্থ অচল অসহায় জনে করিয়া আপন সাথী
আপনার সাথে নিয়াছে টানিয়া ভুলিয়া দিবস-রাতি
অন্তর্জামী বসিয়া আরশে গর্বে ফুলাইয়া বুক
বলিতেছে ডেকে সৃষ্টি জগতে দেখ তোরা চেয়ে দেখ।।
মানুষে আমি যে দিয়াছিনু ঢেলে আমার মমতা যত
মানুষই কেবল আমার মুকুট রাঙাইলো অবিরত
সকল সৃষ্টি সৃজিয়াছি আমি তাই মানবের তরে
সম্মান জানাও তোমরাও আজ ওই সেরা জননীরে।।
রত্নগর্ভা জননী আমার লও তবে আজ সালাম
তোমারে স্মরিতে বিনম্র চিত্তে তাইতো জড়ো হলাম
আমরা ধরেছি উর্ধ্বে উঠিয়ে তোমার স্মৃতির পাল
এ মহাবিশ্বে তোমার কীর্তি রয়ে যাবে চিরকাল ।।
Photo :: Legend with his great mother.
২২টি মন্তব্য
ছাইরাছ হেলাল
প্রাণকাড়া শ্রদ্ধা ও ভালোবাসা আপনার প্রাণ প্রিয় স্যারের জন্য।
প্রায় হারিয়ে যাওয়া ভাষায় কত সুন্দর করে লেখা যায় এটি তার উদাহরণ।
অনন্য অর্ণব
অসংখ্য ধন্যবাদ দাদাভাই 😍
মোঃ মজিবর রহমান
এই রত্নগর্ভা মা ও তাঁর ছেলে শ্রধ্বেয় স্যারকে শ্রদ্ধা অবনত মস্তকে। আপনার লেখাটি অতিশয় ভাল লাগা রইল প্রিয়ে।
অনন্য অর্ণব
মানুষ দেখেছি আমি এটা আমার পরম সৌভাগ্য। একজন ফরাজী স্যার না থাকলে হয়তো এই আমি আজকের জায়গায় আসতে পারতাম না। আমি চির কৃতজ্ঞ।
এস.জেড বাবু
শ্রদ্ধা জানানোর শব্দ কৌশল দেখেই শ্রদ্ধা জাগে মনে।
অভূতপূর্ব অসাধারণ লেখনি
অনন্য অর্ণব
অসংখ্য ধন্যবাদ ভাই ❤️ ভালোবাসা রেখে গেলাম।
হালিম নজরুল
চমৎকার মাতৃবন্দনা।কিছু গুরুচণ্ডালী ত্রুটি লক্ষ্যণীয়।
অনন্য অর্ণব
নতুন হাতে লেখা। সাধু চলিত মিশ্রণ আছে। একটু সময় নিয়ে এডিট করবো ইনশাআল্লাহ।
তৌহিদ
আপনার স্যারের জন্য একরাশ শ্রদ্ধা। সকল রত্নগর্ভা মায়েরা সুখে থাকুন এটাই কাম্য।
ভালো থাকবেন।
অনন্য অর্ণব
তৌহিদ ভাই অসংখ্য ধন্যবাদ। স্যারের জন্য দোয়া করবেন। এটাই কামনা করি।
সাবিনা ইয়াসমিন
প্রতিটি সন্তানের কাছে তার মা সম্মানিত হন। কিন্তু যখন আরেকজনের মাকে সম্মানিত আসনে অধিষ্ঠিত করা হয়, তখন সেই মা / জননী রত্নগর্ভা হবেন। আপনার শ্রদ্ধেয় স্যারের মায়ের প্রতি সালাম জানাই, আপনাকেও শুভেচ্ছা সুন্দর ভাবে লেখাটি উৎস্বর্গ করার জন্যে।
শুভ কামনা 🌹🌹
অনন্য অর্ণব
অসংখ্য ধন্যবাদ আপু। ভালো থাকবেন সবসময় 😍
জিসান শা ইকরাম
স্যারের মা কে উৎসর্গকৃত কবিতাটি অত্যন্ত ভালো লেগেছে।
শ্রদ্ধা দুজনার প্রতিই।
আপনার জন্য শুভ কামনা।
অনন্য অর্ণব
ভালোলাগা অনিমেষ 😍
মনির হোসেন মমি
বিনম্ভ্র শ্রদ্ধা স্যারের মায়ের প্রতি। তাইতো শুনি-আমাকে একটি শিক্ষিত মা দাও আমি তোমাদের একটি শিক্ষিত জাতি দেব।
অনন্য অর্ণব
ভালোবাসা রেখে গেলাম দাদাভাই 😍
সুরাইয়া পারভিন
প্রথমে কৃতজ্ঞতাসহ শ্রদ্ধা জানায় সেই মা’কে যিনি এমন একজন সন্তান পৃথিবীতে এনেছেন। আর সেই স্যারের প্রতি রইলো অজস্র শ্রদ্ধা ও কৃতজ্ঞতা।যিনি মানব সেবায় নিয়োজিত করেছেন নিজেকে।
চমৎকার উপস্থাপন
অনন্য অর্ণব
অসংখ্য ধন্যবাদ প্রিয় ❤️ ভালোবাসি তোকে অনেক বেশি। ভালো থাকিস সবসময় 😍
শিরিন হক
বিনম্র শ্রদ্ধা
অনন্য অর্ণব
আপনার প্রতি ও বিনম্র শ্রদ্ধা আপু। ভালো থাকবেন সবসময় 😍
শামীম চৌধুরী
কবিতাটিতে বিদ্রোহীর ভাব আছে।
অনন্য অর্ণব
হা হা হা 😀 দাদাভাই যে কি বলেন 😀 অবশ্য নজরুল আমার খুব প্রিয় ❤️