রঙ স্বপ্ন এবং না-ফেরা

রেহানা বীথি ৮ নভেম্বর ২০১৯, শুক্রবার, ১০:০২:১০অপরাহ্ন একান্ত অনুভূতি ২০ মন্তব্য

রঙ, স্বপ্ন এবং না-ফেরা
—————————————-
অতঃপর গত হয়ে যায় না-ফেরা।
অস্থির পায়চারি ভুলে যায় একসময় কারণগুলো।
একটা ভূমি, চারটে দেয়াল, উপরে শুধু আকাশ
মেঘের পরে মেঘ।
ছাদহীন খাদহীন দুরন্ত সময়।
কখনও প্রেমের কবিতা পড়েছো?
লিখেছো কখনও দু’লাইন?
টুকে রেখেছো ছেঁড়া কাগজের টুকরোয় টুকটাক রেখাপাত?
অনিমেষ চোখ, একাধিক স্বপ্ন, স্বাধীন….
না-ফেরা গত হয়ে যায়, স্বপ্নরা নয়
ওরা ওড়ে।
তারপর একে একে স্থির হতে থাকে
হলদে নীল লাল এবং অন্যান্য রঙ।

৫৩২জন ৪২৬জন
0 Shares

২০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ