রঙ, স্বপ্ন এবং না-ফেরা
—————————————-
অতঃপর গত হয়ে যায় না-ফেরা।
অস্থির পায়চারি ভুলে যায় একসময় কারণগুলো।
একটা ভূমি, চারটে দেয়াল, উপরে শুধু আকাশ
মেঘের পরে মেঘ।
ছাদহীন খাদহীন দুরন্ত সময়।
কখনও প্রেমের কবিতা পড়েছো?
লিখেছো কখনও দু’লাইন?
টুকে রেখেছো ছেঁড়া কাগজের টুকরোয় টুকটাক রেখাপাত?
অনিমেষ চোখ, একাধিক স্বপ্ন, স্বাধীন….
না-ফেরা গত হয়ে যায়, স্বপ্নরা নয়
ওরা ওড়ে।
তারপর একে একে স্থির হতে থাকে
হলদে নীল লাল এবং অন্যান্য রঙ।
২০টি মন্তব্য
জিসান শা ইকরাম
স্বপ্ন কখনো চলে যায় না,
নিরবিচ্ছিন্ন ভাবেই থাকে তা স্বপ্নীল মানুষ এর সাথে।
কবিতা ভালো লেগেছে।
শুভ কামনা।
রেহানা বীথি
ধন্যবাদ ভাইয়া।
সুরাইয়া পারভিন
কখনও প্রেমের কবিতা পড়েছো?
লিখেছো কখনও দু’লাইন?
টুকে রেখেছো ছেঁড়া কাগজের টুকরোয় টুকটাক রেখাপাত?
অনিমেষ চোখ, একাধিক স্বপ্ন, স্বাধীন,,, চমৎকার শব্দের গাঁথুনি
রেহানা বীথি
অনেক ভালোবাসা।
সঞ্জয় মালাকার
স্বপ্ন কখনো চলে যায় না,
কখনও প্রেমের কবিতা পড়েছো?
লিখেছো কখনও দু’লাইন?
টুকে রেখেছো ছেঁড়া কাগজের টুকরোয় টুকটাক রেখাপাত?
শব্দে ঠাঁসা দারুণ ভাষা, প্রেম মুগ্ধ কবিতায়।
চমৎকার লিখনী দিদি ভালো লাগা অফুরন্ত।
রেহানা বীথি
অনেক ধন্যবাদ দাদা
কামাল উদ্দিন
…………..লেখা তো হয়, ছাপার অযোগ্য বলে এক সময় হয়তো ডাষ্টবিনেই ঠাই হয় ওদের, কবিতায় ভালোলাগা জানিয়ে গেলাম আপু।
রেহানা বীথি
অনেক ধন্যবাদ
নাজমুল হুদা
শব্দের গাঁথুনি দিয়ে খুবই আবেগঘন স্মৃতিচারণ।
ভালো লেগেছে –
“একটা ভূমি, চারটে দেয়াল, উপরে শুধু আকাশ”
রেহানা বীথি
অনেক ধন্যবাদ
ছাইরাছ হেলাল
স্বপ্ন-ই আমাদের বাঁচিয়ে রাখে, স্বপ্ন আছে বলেই প্রেম-ভালোবাসা আছে।
অধরা স্বপ্ন, স্বপ্ন হয়েই আমাদের ভালোবেসে যায়।
লেখা বেশি ভাল হচ্ছে, ঘটনা কি!
হয়ত কোন স্বপ্নের হাতছানি;
রেহানা বীথি
হতেও পারে! হা হা..
অনেক ধন্যবাদ
এস.জেড বাবু
একটা লিখা-
যেখানে সবগুলি শব্দের মূল্যমান সীমাহীন-
স্বপ্নেরা থাক-
অন্তত কিছু আত্মা দেহ ছেড়ে পালায় না স্বপ্ন আছে বলেই।
শুভেচ্ছা আপু
রেহানা বীথি
অনেক শুভেচ্ছা ভাইয়া
তৌহিদ
একটি ভুমি, চারটি দেয়াল। লেখায় কি কবরকে বুঝিয়েছেন?
কত স্বপ্ন, কত স্মৃতি সব অধরাই রয়ে যায়। না ফেরার দেশে শুধু উড়ন্ত মেঘমালার দিকে তাকিয়ে থাকা।
দারুণ লেখা আপু।
রেহানা বীথি
অনেকটাই।
ভালো থাকবেন ভাই।
হালিম নজরুল
“অস্থির পায়চারি ভুলে যায় একসময় কারণগুলো”
——–ভাল লাগলো।
রেহানা বীথি
অনেক ধন্যবাদ।
রুমন আশরাফ
“কখনও প্রেমের কবিতা পড়েছো?
লিখেছো কখনও দু’লাইন?
টুকে রেখেছো ছেঁড়া কাগজের টুকরোয় টুকটাক রেখাপাত?”
মন ছুঁয়ে গেলো। খুব সুন্দর কবিতা।
রেহানা বীথি
অনেক ধন্যবাদ।