রক্তের নদী \\

সঞ্জয় মালাকার ১০ অক্টোবর ২০১৯, বৃহস্পতিবার, ০৩:২৭:৫৩পূর্বাহ্ন কবিতা ২১ মন্তব্য

রক্তের নদী,,
সন্ত্রাসবাদ দমনের ধর্ষিত হয় আমার মা,বোন
লাখো কোটি জনমত,
মানবতার মুখোশে নিশ্চিহ্ন আজ বাংলার জনপদ!

পেস কনফারন্সে আর মানুষের স্লোগান
ভন্ডামীর নেই শেষ,
আগুন গুলি আর ছুরির আঘাতে
মানুষ মরছে তো বেশ,
হাজার বছরের স্মৃতিতে প্রাণের প্রিয় দেশ
সে মানুষ বাঁচিতে মরিয়া হয়েছে নিরুউদ্দেশ!

রক্তের ভয়েছে খেলা মরিয়া হয়েছে মানুষ
মৃত্যুর পর করে জাতিসংঘ সমাবেশ!,

১০০২জন ৮৯৮জন
0 Shares

২১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ