
রক্তের নদী,,
সন্ত্রাসবাদ দমনের ধর্ষিত হয় আমার মা,বোন
লাখো কোটি জনমত,
মানবতার মুখোশে নিশ্চিহ্ন আজ বাংলার জনপদ!
পেস কনফারন্সে আর মানুষের স্লোগান
ভন্ডামীর নেই শেষ,
আগুন গুলি আর ছুরির আঘাতে
মানুষ মরছে তো বেশ,
হাজার বছরের স্মৃতিতে প্রাণের প্রিয় দেশ
সে মানুষ বাঁচিতে মরিয়া হয়েছে নিরুউদ্দেশ!
রক্তের ভয়েছে খেলা মরিয়া হয়েছে মানুষ
মৃত্যুর পর করে জাতিসংঘ সমাবেশ!,
২১টি মন্তব্য
সুরাইয়া পারভিন
চমৎকার উপস্থাপন
সঞ্জয় মালাকার
অসংখ্য ধন্যবাদ আপু ।
রেহানা বীথি
ভালো লিখলেন
সঞ্জয় মালাকার
ধন্যবাদ দিদি, শুভেচ্ছা ও ভালোলাগা রই।
ইঞ্জা
স্বাধীনতা পরবর্তীতে খুন হত্যা, ধর্ষণ সব সময়ই হয়ে এসেছে, আমি বিশ্বাস করি আমাদের সমাজ ব্যবস্থায় খারাপ, নাহলে এইসব হতে পারেনা।
দারুণ লিখেছেন দাদা।
সঞ্জয় মালাকার
হু -একদম ঠিক বলেছেন দাদা ,
ধন্যবাদ দাদা, অজস্র শুভেচ্ছা ও ভালোবাসা।
ইঞ্জা
শুভকামনা
আহমেদ ফাহাদ রাকা
মৃত্যুর পরও চলে জাতিসংঘের সমাবেশ
লিখেছেন দাদা বেশ
এভাবেই চলবে হবে নাকো শেষ
এজন্যই এটা বাংলাদেশ
সঞ্জয় মালাকার
চমৎকার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে, দাদা।
আরজু মুক্তা
ঠিকই বলেছেন। মৃত্যুর পর সব কাজ। তার আগে শোধরাবার নাম গন্ধ নেই।
সঞ্জয় মালাকার
হু, আপু ওটা আমাদে স্বভাব হয়ে মৃত্যুর পর মায়া জাগানো।
ধন্যবাদ দিদি অনেক অনেক শুভেচ্ছা।
মাছুম হাবিবী
কত অদ্ভুত আমরা। বেঁচে থাকলে মানুষের কদর করি নাহ। মরে গেলে হাউমাউ করি। বাস্তব একটি লেখা বেশ লিখেছেন। শুভ কামনা প্রিয়টি
সঞ্জয় মালাকার
ঠিকই বলেছেন দাদা আমরা মরে গেলেই মায়া জাগাই, বেঁচে থাকতে না।
ধন্যবাদ দাদা আপনার জন্যও অনেক অনেক অনেক শুভ কামনা।
বন্যা লিপি
এভাবেই আছি আমরা, পিঠে কুলো আর কানে তুলো। এ আমার দেশের মাটি ধুলো। রক্ত আর নোনা ঘামে জমে ওঠে ঋৃণ শত শত।
দারুন করে লিখেছেন।
সঞ্জয় মালাকার
এ আমার দেশের মাটি ধুলো। রক্ত আর নোনা ঘামে জমে ওঠে ঋৃণ শত শত।
সত্যি দিদি এ ঋণের ভার কমছে না প্রতিনিয়ত বেড়েই চলেছে ।
ধন্যবাদ দিদি, অনেক অনেক শুভেচ্ছা।
চাটিগাঁ থেকে বাহার
এভাবে দেখতে দেখতেই হয়তো একদিন হারিয়ে যাবো দুনিয়া থেকে।
সঞ্জয় মালাকার
হু ঠিক বলেছে দাদা, হয়তো একদি হারিয়ে যাবো রক্ত আর নোনা ঘামের জমে থাকা ঋণের বোঝা লয়ে।
ধন্যবাদ দাদা শুভকামনা রইলো।
মনির হোসেন মমি
এ রক্তের হলি খেলা কবে যে হবে বন্ধ! দারুণ হয়েছে কবিতা।
সঞ্জয় মালাকার
খুব শিঘ্রই হোক এই আশাবাদী আমরা চিরদিন।
ধন্যবাদ দাদা অজস্র কোটি বার।
নিতাই বাবু
“রক্তের নদী,,
সন্ত্রাসবাদ দমনের ধর্ষিত হয় আমার মা,বোন
লাখো কোটি জনমত,
মানবতার মুখোশে নিশ্চিহ্ন আজ বাংলার জনপদ!”
এদেশের সবখানের সব জায়গায় এখন এমনই হচ্ছে আর চলছে। পরিবর্তন দেখছি না। মনে হয় পরিবর্তন আর কখনো হবেও না।
সঞ্জয় মালাকার
দাদা দেশ এবং মানুষের কল্যাণে আমরা সকল স্হানে পরিবর্তন চাই, মানুষ জাগুক নতুন আলোয় সত্যের সূচনা লয়ে।
অসংখ্য ধন্যবাদ দাদা শুভকামনা।