
সোনা-রঙের এ-দু’চোখ
শূন্যতায় ভেসে যায় কুল-উপকুলে,
রং-তুলি হীন শূন্য ক্যানভাসে খুঁজে ফেরে
একটি নক্ষত্র-চিহ্ন হৃদয়ের বন্দরে বন্দরে;
লুটেরারা দখলে নিচ্ছে অগাধ-অজস্র ধন-সম্পদ দেহ-মন,
গড়ছে অজস্র হেরেম, তুমুল প্রাসাদ, বিত্তের বৈভব,
বেন্টলি হ্যারিয়ার বিএমডব্লিউ মার্সিডিজ
আরও আরও চাই এর দুনিয়ায়।
মজলুমের নিঃশ্বাসে কেঁপে উঠে দিকচক্রবাল
সারি সারি বৃত্ত নুইয়ে যাচ্ছে প্রবল ঝড়ে,
নোঙর ছেড়া সাম্পান আজ দিক-শূন্য
ঘোলা জল-স্রোতের ঘূর্ণিপাকে,
হায়েনাদের কদর্য আস্ফালনের ভয়াবহ জাগরণ;
ভাবনারা পুড়ে খাক, বিমূঢ় চাহনির বিষাদ মঞ্জিলে
স্বপ্নপুরণ, কখন কোথায় হারিয়েছে কে জানে!!
ছবি নেটের।
২৪টি মন্তব্য
ফয়জুল মহী
অসাধারণ লিখনশৈলি
ছাইরাছ হেলাল
ধন্যবাদ আপনাকে।
আলমগীর সরকার লিটন
বেশ ভাবনাময় কবি দা
ছাইরাছ হেলাল
নিয়মিত পড়ছেন দেখে ধন্যবাদ দিচ্ছি।
সুপর্ণা ফাল্গুনী
লুটেরারা দখলে নিচ্ছে অগাধ-অজস্র ধন-সম্পদ দেহ-মন,
গড়ছে অজস্র হেরেম, তুমুল প্রাসাদ, বিত্তের বৈভব,
বেন্টলি হ্যারিয়ার বিএমডব্লিউ মার্সিডিজ
আরও আরও চাই এর দুনিয়ায়। সহমত পোষণ করছি ভাইয়া। এসব লোকেরাই দখল করে নিচ্ছে সবকিছু। যারা সাধারণ মানুষ তারা চেয়ে চেয়ে দেখছে আর হা- হুতাশ করছে। ক্যানভাসটা তাই শূন্য ই রয়ে যায়। ভালো থাকবেন সবসময় শুভ কামনা রইলো
ছাইরাছ হেলাল
শুধুই অসহায়ত্ব আমাদের, শুধুই দেখে যাওয়া, ক্যানভাস শূন্য-ই থেকে যাচ্ছে।
আপনি ভাল থাকবেন।
সুপায়ন বড়ুয়া
“সোনা-রঙের এ-দু’চোখ
শূন্যতায় ভেসে যায় কুল-উপকুলে,
রং-তুলি হীন শূন্য ক্যানভাসে খুঁজে ফেরে
একটি নক্ষত্র-চিহ্ন হৃদয়ের বন্দরে বন্দরে; “
সহমত ভাইজান হতাশায় নিমজ্জিত মানুষ চতুর্দিকে
অন্ধকার দেখে। তাদের আলোর দিশা বড়ই প্রয়োজন
এই করোনা সময়ে।
শুভ কামনা।
ছাইরাছ হেলাল
কবে যে এই শূন্য ক্যানভাস মনের আনন্দে উপছে পড়বে জানি না।
হতাশা ঘিরে আছে সারাক্ষণ।
নিরাপদে থাকবেন।
নিতাই বাবু
বর্তমান অবস্থা আর কবি ভাবনা হুবহু একইরকম।
শুভকামনা থাকলো শ্রদ্ধেয় কবি মহারাজ।
ছাইরাছ হেলাল
বস কিছু দেখে দেখে এর বাইরে গিয়ে তো কিছু আর ভাবতে পারছি না,
ক্যানভাস শূন্য-ই থেকে যাচ্ছে।
ভাল থাকবেন।
আরজু মুক্তা
এই দখলদারিত্ব খাইছে। আমরাও যেটুকু কষ্ট করে করি, পারলে ওটাও বিনা বাধায় নিয়ে গেলেই খুশি।
প্রকৃতি এদের কেনো যে প্রতিশোধ নেয়না?
ছাইরাছ হেলাল
নষ্টেরা হামলে পড়েছে সব কিছু ছিনিয়ে নিতে, আমরা খুব ই অসহায়।
কোন ছবি -ই আর আঁকতে পারছি না।
ভাল থাকবেন আপনি।
তৌহিদ
নিজের মনের মত একটি বন্দর যেখানে লোভলালসা, কুটিলতার কিছুই নেই এমনটা কেবল ক্যানভাসেই আঁকা বা খুঁজে পাওয়া সম্ভব, বাস্তবে বড্ড মুশকিল। বিত্ত বৈভব না থাকলে আমরা অসামাজিক আখ্যা দেই।
ভালো থাকুন ভাইজান।
ছাইরাছ হেলাল
কঠিন বাস্তবতা আমাদের সব কিছু বেহাল করে দিচ্ছে।
মনে মর করে আর কিছুই আঁকা হচ্ছে না ঐ ক্যানভাসে।
ধন্যবাদ আপনাকে।
নাসির সারওয়ার
চিন্তার বিষয়!
আমারও একটু খাই খাই রোগ আছে। তবে সমস্যা হোল আমার হাতের নাগালে কিছু পাইনা। ভাবছি এইবার ইলেকশনে দাড়াবো।
সুপর্ণা ফাল্গুনী
ভাইয়া তো দারুন হাসালেন। 🤣🤣 ধন্যবাদ আপনাকে। ইলেকশনে দাঁড়ান আমরা পাশেই আছি
ছাইরাছ হেলাল
এই কবি বিশাল এলেমদার!!
ছাইরাছ হেলাল
এমন ছহি শর্টকাট তরিকা একমাত্র কবির পক্ষেই আবিষ্কার করা সম্ভব।
কবি আছে যেখানে আমরা যাই সেখানে!!
বহু কাল পরে, পথ ভুলে না হলেই হয়।
ইদের শুভেচ্ছা কবিকে।
সাবিনা ইয়াসমিন
ভাবনার তুলির আঁচড়ে আঁকি অদেখা অধরা চিত্র,
ভাঙা মাস্তুল, ছেড়া পাল, পঁচে যাওয়া দড়ির বাঁধনে কি আটকে থাকে হৃদ-সাম্পান!
নাই-নাই খাই-খাই এর ভীড়ে,
উন্মুক্ত বন্দর এড়িয়ে, জলদস্যুর পাতানো ম্যাপ ভুলে পাড়ি দিতে হবে অগুনতি পানিপথ।
নক্ষত্রের চিহ্ন দেখতে হলে নিস্তব্ধ আকাশের সাথে করতে হবে নিঃশর্ত সন্ধি।
ছাইরাছ হেলাল
দড়ি ছেড়া সাম্পান কী আটকাতে পারে না, ডুবে যাওয়া ছাড়া!!
মেঘাকাশে নক্ষত্র উধাও। ডুবে যাওয়াই নিয়তি।
শুভেচ্ছা ইদের।
প্রদীপ চক্রবর্তী
সত্যিই কিছু স্বপ্ন অজানা অদেখায় হারিয়ে গিয়েছে।
আর এটাই বাস্তবতা, দাদা।
ছাইরাছ হেলাল
হারানো কে ফিরে পাওয়া যায় না। ঠিক বলেছেন।
ভাল থাকুন, আপনি।
সুরাইয়া পারভীন
রং তুলি হীন শূন্য হৃদ ক্যানভাস
এই তো কেমন অসহায়ত্বের-
হাহাকারের কষ্ট যন্ত্রণার চিত্র এঁকে
পরিপূর্ণ করলেন শূন্য ক্যানভাস
ছাইরাছ হেলাল
আসলে ক্যানভাস শূন্য থাকে না, আমাদের দেখার ভিন্নতার জন্য।
নিরাপদে থাকবেন।