
দুপুর হলে মধুমতি গান ধরে।
পাড়ায় পাড়ায় ফুটে টগর, জুঁই আর চামেলি।
নির্জন দুপুরের ভ্যাপসা উষ্ণতায় এসবের গন্ধে মম করে।
সে গন্ধে প্রেমের কবিতা লিখে, নীলু।
মধুমতি এসে কবিতার ছন্দ মিলায়।
রাতের তুমুল ঝড় হাওয়ায় গাছের পাতা ঝরে পড়ে আছে লালমাটির বুকে।
ঝরে গেছে বসন্তের শিমুল, পলাশ।
একে একে নৈশব্দের মতো পাহাড়ের বুক চিরে ঝর্ণা নামে।
মনু মাঝি বাঁশির সুরে ভাটিয়ালি গান গেয়ে বেড়ায়।
গাছের ডালে ডালে নব পল্লবের সমাহার।
নববধূর চোখেমুখে লেগে আছে দোল পঞ্চমীর আবির।
ফুলের গায়ে প্রজাপতি আর ভ্রমরের আলিঙ্গন।
একে একে নেমে আসে চোখের পাতায় নেশা।
রোদেলা দুপুর।
মাদকীয় ঘ্রাণে,
শতবর্ষের পুরনো ইমারতের কারুকার্যে আলতো রাঙা পায়ের পদচিহ্ন রেখে উদাসী বালিকা ছুটে চলে।
মাঠভর্তি বোরো ধান।
কাব্যপাঠের মন্ত্রমুগ্ধ উচ্চারণে ধেয়ে আসে জলকেলি হাঁসের উষ্ণ ডানার স্পৃহনীয় সুগন্ধি।
রংতুলির ক্যানভাসে অপেক্ষার প্রহর শেষে
সূর্য ডুবে।
একে একে পাখিরা ঘরে ফেরে।
সেজে উঠে কবিতার পাণ্ডুলিপি।
ধূপের গন্ধে জেগে উঠে সন্ধ্যা।
আরতিতে সুধা মাখে রাই।
দিনশেষে আমি কেবল তোমায় হারাই।
.
ছবিঃ সংগৃহীত।
১৫টি মন্তব্য
তৌহিদুল ইসলাম
নীলু এবং মনুর প্রকৃতি প্রেম কাব্যে লেখায় ফুটে উঠেছে আবহমান বাংলার চিত্রকথা। আপনার লেখা একারনেই আমার অনেক ভালো লাগে দাদা।
শুভকামনা রইলো।
প্রদীপ চক্রবর্তী
শুভেচ্ছা, দাদা।
ভালো লাগলো আপনার সুনিপুণ মতামত।
আরজু মুক্তা
আপনার কবিতা মানে মানস পটে ভেসে ওঠা ছবি।
দিন শেষে হারালেও স্বপ্নে যেনো আসে।
শুভ কামনা দাদা
প্রদীপ চক্রবর্তী
বাহ্!
প্রাপ্তি ধন্য।
ভালো থাকুন, দিদি।
বোরহানুল ইসলাম লিটন
’প্রকৃতির সাথে প্রেমের খেলা
দেখতে দেখতে কেটে যায় বেলা’
অতিশয় হৃদয়গ্রাহী নিবেদন।
আন্তরিক শুভ কামনা জানবেন সতত।
প্রদীপ চক্রবর্তী
বেশ বলেছেন।
শুভেচ্ছা আপনাকে।
সুপর্ণা ফাল্গুনী
লেখায় প্রকৃতি আর প্রেম এমন ভাবে উপস্থাপন করেন যে মনে প্রশান্তির পরশ বুলিয়ে যায়। চমৎকার কবিতা বরাবরের মতই। অফুরন্ত শুভেচ্ছা ও শুভকামনা রইলো। ভালো থাকুন নিরাপদে থাকুন
প্রদীপ চক্রবর্তী
মুগ্ধ আপনার মতামতে।
এ যেন অনুপ্রেরণা পেলাম।
.
শুভেচ্ছা রইলো, দিদি।
ছাইরাছ হেলাল
দোলের আবিরের উষ্ণতা লেখায় টের পাচ্ছি।
প্রদীপ চক্রবর্তী
হ্যাঁ,দাদা।
পঞ্চমীর দোল। গগনে চাঁদ আর নববধূ ললাট জুড়ে ছোঁয়ে আছে সে দোলের আবির।
.
শুভকামনা।
রোকসানা খন্দকার রুকু
প্রকৃতি আর প্রেম মিলেমিশে সুন্দর কবিতা।
শেষটুকু কষ্টকর।
দিনশেষে তাকে হারিয়ে ফেলার কষ্টটুকু মেনে নেয়া কঠিন।
প্রদীপ চক্রবর্তী
দিনশেষে তাকে হারিয়ে ফেলার কষ্টটুকু মেনে নেয়া কঠিন।
একদম ঠিক বলেছেন, আপু।
শুভকামনা রইলো।
ভালো থাকুন।।
ইঞ্জা
রংতুলির ক্যানভাসে অপেক্ষার প্রহর শেষে
সূর্য ডুবে।
একে একে পাখিরা ঘরে ফেরে।
সেজে উঠে কবিতার পাণ্ডুলিপি।
সুনিপুণ, মন্ত্রমুগ্ধ হলাম দাদা।
গল্প কই দাদা, গল দিন।
প্রদীপ চক্রবর্তী
প্রাপ্তি ধন্য হলাম, দাদা।
আপনার পাঠে আমিও মুগ্ধ।
.
হ্যাঁ, দাদা।
গল্প নিয়ে হাজির হবো দু একে।
.
ভালো থাকুন।
ইঞ্জা
অপেক্ষায় রইলাম। 😁