
হে ক্লান্ত পাখি
একটি গান শুনিয়ে যাও
ফিলিস্তিনের রক্তাক্ত প্রান্তরে
যে রমণী কেঁদে ছিলো আকাশ ছুঁয়ে
যার আঁচল থেকে জন্মেছিল
জ্বলন্ত বারুদের রক্ত গোলাপ
ঢেউয়ে ঢেউয়ে উঠে ছিল বেদনার সুর
সেই বিষণ্ণ সুরে আমারে কাঁদাও।
হে ক্লান্ত পাখি
একটি গান শুনিয়ে যাও
যে গানের তরঙ্গে কেঁপে
পাহাড়ে পাহাড়ে ক্ষুধিত হয়েছিলো
পৃথিবীর প্রথম শিলালিপি
পর্বত প্রকোষ্ঠ ভেঙে
গলে গলে পড়ছিল রক্ষীতা নদী
সে নদীর মহামায়ায় আমারে ভাসাও।
হে ক্লান্ত পাখি
সুরের সন্ধ্যা হয়ে আমারে ভাসাও
যে গান শুনেনি কেউ কোনওদিন
সেই গান আমারে শোনাও ।
দালান জাহান
সখিপুর
১১টি মন্তব্য
নিতাই বাবু
আমিও শুনতে চাই কবি। তা কি কোনদিন কান পেতে শুনতে পারবো?
দালান জাহান
সুরের সঙ্গমে গর্ভবতী বীণা
পিপাসিত ধর্মালয়ে
আজও গান গেয়ে হেঁটে যায় বিপ্লবী মার্ক্স।
সূর্যফুল সূর্যফুল রোদনে রোদনে সূর্যমুখী হও
ঐ সমুদ্রের কান্না উলঙ্গ করে একমুঠো জল
পাগলিনীর গর্ভাশয়ে সে গান আজও বাজে
শুধু শব্দের অন্ধকারে
আমরা আমাদের কানকে পাকস্থলী বলি।
ধন্যবাদ দাদা। ভালোবা।
বন্যা লিপি
সুরের সন্ধা হয়ে আমারে ভাসাও…….
লেখনি ভালো লেগেছে। শুভ কামনা।
দালান জাহান
ধন্যবাদ কবি অনেকঅনেক কৃতজ্ঞতা
শাহরিন
পাখির সুরের মূর্চ্ছনায় সবার প্রানে শান্তি বয়ে আসুক। শুভ কামনা অনেক।
শামীম চৌধুরী
খুব ভালো লাগলো কবিতাটি। সত্যিই তো যদি সুরের সন্ধ্যা হয়ে একটি গান আমাদের শুনাতো।
জাহিদ হাসান শিশির
ভালো লাগলো।
পাখির কথা লিখেছেন বলে শামীম ভাই দেখি বিরাট খুশি হয়েছেন। উনি পাখি খুব ভালোবাসেন কিনা- তাই।
ইঞ্জা
ভালো লাগা রইলো ভাই, অনেকদিন পর এলেন ব্লগে?
আরজু মুক্তা
ভালো লাগলো আপনাকে ব্লগে দেখে আর কবিতা পড়ে।
জিসান শা ইকরাম
এমন গান গাইলে আপনি একা শুনবেন? আমাদেরও শুনিয়েন।
সুন্দর কবিতা।
শুভ কামনা।
মনির হোসেন মমি
চমৎকার শব্দমালা নিয়ে একটি শান্তি বাণী বহনের কবিতা। খুব ভাল লাগল।