
তরু আর তমালের মাঝে আজ-কাল খুব ভালোবাসা-বাসি চলছে। সোস্যাল মিডিয়ার মাধ্যমে পরিচয় তাদের। ইন্সট্রাগ্রাম থেকে মেসেঞ্জারে আসতে বেশি সময় লাগায়নি তারা। এতদিন দুজন দুজনকে ছবি আর ভিডিও কলে দেখছিলো, হঠাৎ সিদ্ধান্ত নিলো এবার সরাসরি দেখা-সাক্ষাৎ করে নিবে। একই শহরে থেকে দেখা না করে আর কয়দিন থাকা যায় ! দেখা করার দিন-সময় ঠিক হলো।
তমাল পড়বে লাল-সাদা চেক শার্ট, তরু সবুজ-সাদা সালওয়ার কামিজ। স্থান, ঢাকা শেরে বাংলানগর জাতীয় স্টেডিয়ামের পাঁচ নম্বর গেট।
তরু বেশ সাজুগুজু করে কাধে ভ্যানিটি ব্যাগ, চোখে সানগ্লাস আর হাতে মোবাইল সেট নিয়ে মনের খুশিতে রিক্সায় চেপে বসেছে। চোখে ভাসছে হাওয়ায় উড়তে থাকা তমালের মাথাভর্তি চুল সহ হাস্যময় মুখ। আহা তমাল ! কত্তো সুন্দর, মানুষ এতো সুন্দর হয় কি করে !!
নির্দিষ্ট স্থানে পৌছে, রিক্সায় বসেই তমালকে ফোন দিলো…
– হ্যালো জান, তুমি কোথায় ? আমি একটু আগে এসেছি। তোমায় দেখছিনা, কই তুমি ? রাস্তার ঐ পাশে ? হ্যালো.. হ্যালো .. উফফ কিচ্ছু শোনা যায়না, এতো গাড়ির হর্ণ ! তুমি একটু জোরে কথা বলো প্লিজ।
সামনের দিকে তাকাতেই তরু দেখতে পেলো, রাস্তার অপর সাইড দিয়ে লাল-সাদা চেক শার্ট পড়ে কানে মোবাইল রেখে তমাল ডানে-বামে তাকাচ্ছে। তারমানে, তরুকেই খুঁজছে। দেখতে ছবির মতো অতটা সুন্দর লাগছে না। আর উমমমম কি যেন নেই ! কি নেই, ভাবতে ভাবতেই মনে পড়লো, আরে ! তমালের মাথায় চুল এতো কমে গেলো কি করে !? গতরাতেও ভিডিও কলে দেখেছে ,মাথায় কত চুল ছিলো। আজ এতো কমে গেলো কিভাবে !? কমতো কম, আর পিছনদিকে পুরোটায় খালি !! ঠিক মনে হচ্ছে ক্ষয় হয়ে আসা চকচকে চাঁদ !!
বাড়ি ফিরে এসেছে দেখা না করেই। কি করবে! এতোদিন শুনেছে ডিজিটাল কায়দায় যারা প্রেম করে তারা নানাভাবে প্রতারণার শিকার হয়। আজ তার জীবনেও এমন কিছুই ঘটলো! তমাল কিনা শেষ পর্যন্ত পরচুলা পরে তার সাথে কথা বলতো!
অথচ ছবি বা ভিডিওতে তমালের হাওয়ায় উড়তে থাকা চুল দেখে তরু মনেমনে কতো কবিতা লিখেছে। আর দেখতেও কেমন, খাটো।
তরু ঘরে এসে খাটের উপর শুয়ে শুয়ে তমালের কথা ভাবছে আর রাগে নিজের মাথার চুল টানছে। মনটা ভীষণ খারাপ। এমন সময় মোবাইলটা বেজে উঠলো। একবার ভাবলো কল রিসিভ করবে না। পরে চিন্তা করলো, রিসিভ করে দেখি কি বলতে চায়। সম্পর্ক যখন রাখবোই না, শেষবারের মতো কথা বলেই বিদায় নেই। একহাত মাথার চুলে রেখে আরেক হাত দিয়ে কল রিসিভ করে হ্যালো বলতেই তমাল ঝড়ের বেগে কথা বলা শুরু করলো…
— জানু, তুমি কই ? দুই ঘন্টা হলো দাঁড়িয়ে আছি, কিন্তু তোমার কোনো দেখা পাচ্ছি না। তুমি কি আজ আসবে না ?
— তোমার কি মনে হয় ? আমার আসা উচিত ? তুমি যা করেছো তারপর যে কথা বলছি এটা তোমার সৌভাগ্য।
— সরি জানু, তোমার কাছে যাবার সময় ঐ লাল চেক শার্ট খুঁজে পাচ্ছিলাম না। আবার দেরি হয়ে যাচ্ছিলো। তাই নীল টি–শার্ট পড়ে এসেছি। তোমাকে বলতে ভুলে গেছি। সরি…
উফফফ, প্রচন্ড একটা টান লেগে তরুর হাতে অনেক গুলো চুল ছিড়ে এসেছে। তাহলে এই ব্যাপার ছিলো ! আমি কিনা কতো কিছু ভেবেছিলাম :/ ধ্যাৎ, মাঝখানে টেনশনে থেকে নিজের মাথার চুল ছেড়া শুরু করেছি।
— হ্যালো জান, আর একটু অপেক্ষা করো প্লিজ, আমি রাস্তায়। জ্যামে আটকা পড়েছি। চলে আসবো তাড়াতাড়ি।
তরু উড়ে চলেছে, ওর মনে দুঃখ হচ্ছে। কেন যে পাখি হয়ে জন্মালাম না ! আহারে, আমার তমাল জাদু ! আমি আসছি।
* মুঠো মুঠো স্বপ্ন দু’হাতে
ভাসা ভাসা প্রেমের খেয়ালে,
ছড়িয়ে দেবো আজ ভালোবাসা
তুমি-আমি দুজনেই….
আই লাভ ইউউউউ জাদু ❤❤
* ছবি-নেট থেকে।
৫৭টি মন্তব্য
প্রহেলিকা
🎖🎖🎖
মেডেল পাইসি।
সাবিনা ইয়াসমিন
আপনি !! মেডেল নিতে মাঝরাতে হাজির ! এখন মনে হচ্ছে আপনি আসলেই প্রহেলিকা 👻
প্রহেলিকা
মেডেল কিসমতে থাকলে আর ঠেকায় কে! ঢু মারতে আসি, মাঝেমাঝে দুই একটা মেডেল পেয়ে যাই! ও ওমন কিছু না!
সাবিনা ইয়াসমিন
আপনি আবার !! ভৌতিক দলে যোগ দিয়েছেন মনে হয়। আদা চায়ের প্রভাব, বুঝতে পারছি। 😎
প্রহেলিকা
এহ! ভূত আমারে দেখলেই ডরায়! আমি কি ভুতের চেয়ে কম না’কি! মাস্টার মশাই আসার আগেই যুগল বানান ঠিক করেন।
সাবিনা ইয়াসমিন
এত্ত বড় ভুল করলাম, আর এখন বলছেন। 😱😱
আজকে টিফিন অর্ধেক পাবেন।
প্রহেলিকা
এহ! আরো আগেই কইছি নিচের মন্তব্যে!
প্রহেলিকা
ডোন্ট জাজ এ বুক বাই ইটস কাভার এর কথা মনে পড়লো। সব জানু ফানুই উইড়া যাইতো যদি আসলেই চান্দি খালি থাকতো। কবে আবার চুলের সাথে সাথে ভালবাসাও কমতে থাকে কে জানে!
ভালবাসা যদি হয় ভালোবাসা
মারামারি হবে কিন্তু বেশ
যুগোল যদি যুগল না’হয়
তাইলেই জীবন শেষ।(বরবাদ)
সাবিনা ইয়াসমিন
আরে !! এখানে মন্তব্য ছিলো নাকি ! সামনের বেঞ্চে বসলে এই এক প্রবলেম। ফ্যানের বাতাসে চোখ বন্ধ হয়ে আসে। আচ্ছা, ধন্যবাদ পরে দিবো। আগে হাত মুখ ধুয়ে আসি।
সাবিনা ইয়াসমিন
কথাটা কিন্তু ঠিক বলেছেন। চুল কমলে ভালোবাসা কমতেও পারে। সব কিছুরই লিমিট থাকে 😂😂
প্রহেলিকা
বিটলামো একেই বলে! 😠
সাবিনা ইয়াসমিন
বিটলামোর কি দেখলেন? বিট লবন শুন্যের কাছে আছে। উনি কবি পোড়া খাওয়ার জন্যে লবন গুড়ো করছেন। সাবধানে থাকবেন। মাথার চুল কিন্তু সম্পদ 😉
প্রহেলিকা
সম্পদ লুকাই রাখতে হয়, মাথার মধ্যে থাকলে কবে উধাও হয়ে যায় কে জানে। তাই এই মূল্যবান সম্পদ মাথা থেকে খুলে অন্য কোথাও লুকিয়ে রেখেছি। এইবার আপনারা মিষ্টি প্রেমের গল্প ফল্প বাদ দিয়া ঝাল ফ্রাইয়ের গল্প দেন।
জিসান শা ইকরাম
এই ভাবে ভুলে ভালে কত তমাল তরুদের জন্য অপেক্ষা করে তপ্ত রোদের আগুনে শরীর পুড়িয়ে,
ভুলে ভরা এই জীবনে কত তমালদের হৃদয় তীরবিদ্ধ হয়ে, তার হিসেব কে রাখে।
এত্ত লাভ ইমু বাতাসে উড়িয়ে দেয়ার ছবি না দিয়ে চুলহীন টাক মাথার ভুল তমালের একটি ছবি দিলে মজা হইত।
তবে নেটে যা দেখি আমরা বাস্তবে অনেক ক্ষেত্রেই তা মেলেনা।
বিশাল বপু ওয়ালা কেউ নিজেকে সালমান খান হিসেবেও জাহির করতে পারে 🙂
এদিকটা সাবধানে ভেবে দেখা দরকার।
তরু যে শেষ পর্যন্ত তমালের কল রিসিভ করলো, এযাত্রা বেঁচে গেলো ওদের প্রেম,
নইলে তো এবারেই দ্যা এন্ড হয়ে যেতো,
জাদু যাদু মন্ত্রের মত হাওয়া হয়ে যেতো 🙂
হয়ত কোন অলৌকিক শক্তি তমালের কল রিসিভ করার জন্য তরুকে বলে দিয়েছিল।
ভালো লেগেছে আপনার গল্প।
যুগল- ১ যখন শিরোনাম,
ভবিষ্যতে আরো পাচ্ছি এমন মিষ্টি প্রেমের গল্প।
শুভ কামনা।
সাবিনা ইয়াসমিন
কখনো তমালদের ভুল হয়, কখনো তরুদের ভুল হয়। ভুল থেকে সব সময় ভুলই হবে তা কিন্তু না। ভুলে ভরা জীবনে ভালোবাসার জয় হোক। তরু তমাল ভালো থাকুক অদৃশ্য মমতায়।
টাক মাথাওয়ালা ছবি আমার সংগ্রহে ছিলো না। নইলে দিতাম।
ডিজিটাল প্রেম অনেকটা অনলাইনে শপিং করার মতো।ছবিতে থাকবে একটা ডেলিভারি আসতে পারে আরেকটা, জিনিস হাতে পাওয়ার আগ পর্যন্ত শিউর হওয়া যায় না। সিক্স প্যাক বডির সালমান খান ওয়ান প্যাকেও আসতে পারে। ( বিশাল বপুতে সিক্স ইন ওয়ান প্যাকেটে ) 😂😂
আপনার মতো মিষ্টি প্রেমের সিরিজ লিখতে পারবো না। ওটা আপনিই পারবেন। আমারটা হবে টক-ঝাল-মিষ্টি-তেতো-নোনতা…… ইত্যাদি।
ভালো থাকবেন। শুভ কামনা 🌹🌹
শুন্য শুন্যালয়
হি হি, যাদুসোনা তো আরেকটু হলেই গেছিলো গা।
টেকো ছেলের সাথে প্রেম কাভি নেহি। হে বিধাতা তরুকে এক জোড়া পাংখা দিয়ে দাও।
এত্তো মজা কইরা ক্যাম্নে লিখে? 🙂
সাবিনা ইয়াসমিন
তরুর পাঙ্খা এবার মনে হয় গজাবে। শুন্যের দোয়া আল্লাহ কবুল করুন। আমিন,
টাকলু ছেলের সাথে প্রেম করতে তরুর বয়েই গেছে 😜
❤❤
শুন্য শুন্যালয়
টাকলু কোন মতেই না।
দুইন্যার প্রেমিকরা গল্প, গান, কবিতা লিখবে প্রেমিকার চুল নিয়ে, ওদিকে নিজের চুল হাওয়া হাওয়া। হুহ। টেকো পোলারা টেকো মেয়ে খোঁজেনা ক্যান? 😡
ইঞ্জা
মুরুব্বিরা বলে নিজের চোখে দেখা, কানে শুনাও ভুল হতে পারে, আজকে আপনার এই লেখা আবার তারই প্রমাণ দিলো।
সাবিনা ইয়াসমিন
কখনো আমরা চোখের সামনে যা দেখি ঘটনা তা নাও হতে পারে। চট করে যারা সিদ্ধান্ত নেয় তারাই পরবর্তিতে ভুল করে। অনেকে নিজেকে শোধরে নেয় আবার অনেকে আজীবন ভুলের মাসুল দিয়ে যায়।
নিরন্তর শুভ কামনা ইঞ্জা ভাইজান 🌹🌹
ইঞ্জা
একমত প্রিয় আপু।
মোঃ মজিবর রহমান
এতো অস্থির হয়ে, কথা না বলে চলে আসা কি!
মনের পাংখায় ভালই গল্প ফাদেন, তা তরু তমাল মিল গা।
সাবিনা ইয়াসমিন
হুম তরু তমালের ভালোবাসা বাসি ভালোই চলছে বলে খবর পেয়েছি। ওরা যুগলবন্দী হয়ে হ্যাপি মোমেন্ট পার করছে। ওদের জন্যে দোয়া করবেন ভাইজান। ☺
আপনিও হ্যাপি থাকবেন অনাবিল শুভকামনায় 🌹🌹
তৌহিদ
ভাগ্যিস সত্যিটা জানতে পারলো তরু, না হলে ভুল জায়গায় প্রেমের জলাঞ্জলি হতো!
মনে হচ্ছে প্রথম পর্ব, পরের পর্ব তাড়াতাড়ি দিন আপু। এরকম সুন্দর লেখার জন্য বেশিদিন অপেক্ষা সইছেনা।
সাবিনা ইয়াসমিন
তৌহিদ ভাই, মজার গল্প লেখেন আপনি। আপনাদের টা দেখে/ পড়ে আমি মাঝে মাঝে প্রভাবিত হয়ে লিখে ফেলি।
ভালো থাকবেন ডানাকাটা পড়ি শবনমকে নিয়ে। শুভ কামনা 🌹🌹
তৌহিদ
কি যে বলেন আপু! আমি টুকটাক যা একটু লিখি তা সোনেলায় আপনাদের সবার অনুপ্রেরণায়।
আপনিও ভালো থাকবেন আপু🌹
সাবিনা ইয়াসমিন
তৌহিদ ভাই, ই-বুকের জন্যে একটা প্রেমের গল্প লিখুন।
মনির হোসেন মমি
আচ্ছা ভালবাসা আর না বাসার সাথে দেহের সৌন্দর্যের কি কোন মুল্য আছে?যদি নাই থাকে তবে এখানে তরুতো তমালের মনকে নয় ভালবাসে তার সৌন্দর্যকে।অবশ্য গল্পটা আর একটু চললে বুঝা যেত।যাই হোক,অধিকাংশ নারীর চোখে ভালবাসা নয়,খোজেঁ তার অর্থবিত্ত অথবা সোন্দর্য হয়তো এটাই বুঝাতে চেয়েছেন তাই নয় কি?আর এই জিডিটাল যুগের ভালবাসা এমনটাই হওয়া স্বাভাবিক।আগেই সেই ইউসুফ-জুলেখা,লাইলী-মজনু, এখনকার জমানায় বিরল।ধন্যবাদ।
সাবিনা ইয়াসমিন
এখানে ভালোবাসাটা অন্যরকম ভাবে প্রকাশ করা হয়েছে মমি ভাই। ধরুন আপনি আম পছন্দ করেন। আপনাকে একটি আম দেয়া হলো, আমের খোঁসা খোলার পর যদি দেখেন সেখানে অর্ধেক আছে আর অর্ধেক গায়েব, তখন আপনার কেমন লাগবে ? নিজেকে কি প্রতারিত মনে হবেনা ?
একজন মানুষ দিনের পর দিন একজনকে এক রকম ভাবে দেখতে দেখতে ভালোবাসার পর যদি সামনে গিয়ে সম্পূর্ন অন্যরকম দেখে, ঐ মূহুর্তে বেচারী হার্ট এ্যাটাক করে মরে গেলেও অবাক হওয়ার কিছু নেই 😂😂
প্রেম শুরু হয় চোখ থেকে। চোখ দেখে মন স্থান দেয়, তারপরই আসে ভালোবাসা। অস্তিত্বহীনতা থেকে মনুষ্য হৃদয়ে প্রেমের অস্তিত্ব প্রকট হবে কেমন করে ?
মনির হোসেন মমি
হুম
যুক্তি মানি তাল গাছটি আমার।পরের পর্ব দ্রুত চাই।
সাবিনা ইয়াসমিন
পরের পর্ব লিখবো,, তরু আর তমালের সাথে আগে দেখা করে নেই। অনেকদিন হলো তাদের খোঁজখবর পাচ্ছি না ভাই, 😊😊
রিতু জাহান
যাদু সোনারে প্রথম যাচাই না কইরাই আইসা পড়ছো।
চুল!! হায়রে প্রেমে চুলের কি কাজ?
প্রেম তো হবে চোখে। আজকে তাকে জিগামুনে,’শোনো আমার চুল না থাকলে কি হবে?’
বেশ মজা করে শেষ করেছো।
আহা! প্রেম কতো সহজ করে হয়ে যায় সবার। আমি একখান প্রেম করতে পারলাম না। চেষ্টা যে করি নাই তা বলা যাচ্ছে না। মা তার আগেই কান ধরে বিয়ে দিয়ে দিলো।
সাবিনা ইয়াসমিন
তোমার জুলি যাদু কি উত্তর দিয়েছে একটু জানিয়ে দিও।
প্রেম আসলেই দিল্লির লাড্ডু, খাও বা না খাও পস্তানো লাগবেই 😜😂
ছাইরাছ হেলাল
আঁতকা একটি ভিডিও কল দিলেই তো ল্যাঠা চুকে যেত!!
ওহ, তাহলে তো গপ্পের নৌকা রাজ-পথে বৈঠা মারত না।
জাস্ট ফ্রেন্ডের যুগে এখুন আর এগুলাইন কেউ করে না।
চুল দামী বস্তু, হেলায় কেউ হারাতে চায় না।
সাবিনা ইয়াসমিন
রাগের মাথায় থাকলে যা হয়। যে সম্পর্ক রাখতে চায়না সে ভিডিও কলে হাফমুন কেন দেখতে চাইবে মহারাজ ! এ যুগে এখন কি করে সবাই? একটু খুলে–ঢেলে বলেন, আমার একটু জ্ঞান বাড়ুক। 😊😁
ছাইরাছ হেলাল
আমি আদ্দিকালের মানুষ!! কারেন্ট হাল-চাল কেমনে বুঝুম!!
আর জ্ঞান লাগপে না আপনার!!
এবার আমাদের কিছু দিতে শুরু করেন।
প্রহেলিকা
আমার চুল কমতে কমতে নাই হই যাচ্ছে! দামী বস্তু হলেও কি আর করার। তবে টাক মাথা মানে শান্ত মাথা।
ছাইরাছ হেলাল
এত দিনে বুঝলাম, সুন্দর লেখার গুপ্ত রহস্য!!
প্রহেলিকা
টাক মাথা নিয়ে কিন্তু সুন্দর একটা লেখা নামানো যায়, পারবেন আপনি।
ছাইরাছ হেলাল
এহ্, কথায় কথায়!!
টাক তার কবে কার অমানিশা
ছফদার ডাক্তার তাকে আর কেউ বলে না……।।
প্রহেলিকা
আচ্ছা থাক, অন্য বিষয়াদি অনেক আছে আপনার। সময় করে আমিই লিখুমনে টাক মাথা নিয়া। আপনি অন্যদিকেই যান আপাতত। মেডেল লই একটা দ্যান দ্যান।
ছাইরাছ হেলাল
সেই কথাই রইল!
সাবিনা ইয়াসমিন
@ মহারাজ এ্যান্ড @ প্রহেলিকা, এখানে কি টাক মাথা নিয়ে গবেষনা হচ্ছে ? আমিও কিছু এ্যাড করি তাহলে…
মাথার চুল হলো নারীদের সম্পত্তি আর পুরুষদের সম্পদ। সম্পত্তি কম-বেশি থাকা ব্যাপার না কিন্তু সম্পদ ছাড়া ….. ক্যামনে কি 😂😂
লীলাবতী
টেকো অমালকে দেখে মনের অবস্থা কোন পর্যায়ে গিয়েছিল তরুর বুঝতে পেরেছি৷ টাক কিন্তু খারাপ নয় আপু 😄
যাক শেষপর্যন্ত মিটে গেল সব। আপনি খুবই ভালো লেখেন আপু।
সাবিনা ইয়াসমিন
সমস্যাতো আসলে টাকের মধ্যে ছিলো না। সমস্যা ছিলো বিশ্বাসের। হাওয়ায় উড়া চুল হঠাৎ নিরুদ্দেশ দেখলে বিশ্বাসে একটা ভূমিকম্প উঠবেই। 😜
ভালোবাসা ❤❤
আসিফ ইকবাল
আরে সাংঘাতিক প্যাঁচ তো! তমালের দ্বিতীয় ফোন তরু ধরার আগে ভাবছিলাম,”এ তো সাধারণ একটা গল্প। এমন তো কতোই হয়!” অথচ কেমন এক প্যাঁচ লাগিয়ে দিলেন সাবিনা! ভাগ্যিস তরু ফোনটা ধরেছিল!
সাবিনা ইয়াসমিন
আরে !! আসিফ নাকি ? অমাবস্যার চাঁদ হয়ে কোনদিক থেকে উদয় হলেন ? লেখা জমা দিন তাড়াতাড়ি করে। সময় বেশি নেই। যেকোনো তিন বিভাগ চুজ করে তিনটি লেখা লিখবেন, আর আমার জন্যে একটা লিখবেন।
শুভ কামনা 🌹🌹
আসিফ ইকবাল
প্রিয় সাবিনা, ইনশাআল্লাহ। লেখা দেবো।
ভাল থাকবেন 🙂
মাহমুদ আল মেহেদী
প্রেমের গল্প লিখতে অনেক মনে চায় পারি না। তবে গল্পটা পড়ে ইচ্ছাটা আরো প্রখর হয়েছে। অনেক চমৎকার একটি লেখা। চিন্তায় ফেলে দিয়েছিলেন কি হয় কি হয়?
সাবিনা ইয়াসমিন
মেহেদী ভাই আপনার লেখা মিস করছি। অনেকদিন হলো নতুন লেখা দিচ্ছেন না। তাড়াতাড়ি লিখতে বসুন ☺☺
মাহমুদ আল মেহেদী
লিখবো আপু। একটু ঝামেলার মধ্যে দিয়ে যাচ্ছি। দোয়া করবেন আপু।
রিমি রুম্মান
কথায় বলে না, প্রতিটি মানুষের দুটি দিক আছে, ‘আমাকে যে দেখে, আমাকে যে দেখে না ‘। গল্পটি পড়ে মনে পড়ে গেল লাইনটি।
সাবিনা ইয়াসমিন
ভালোবাসা রইলো রিমি আপু। ভালো থাকুন সব সময় ❤❤
অপার্থিব
// তমাল কিনা শেষ পর্যন্ত পরচুলা পরে তার সাথে কথা বলতো!
অথচ ছবি বা ভিডিওতে তমালের হাওয়ায় উড়তে থাকা চুল দেখে তরু মনেমনে কতো কবিতা লিখেছে। আর দেখতেও কেমন, খাটো।//
– হুমায়ুন আজাদের বিখ্যাত প্রবচন- “সুন্দর মনের চেয়ে অনেক বেশি আকর্ষণীয় হচ্ছে সুন্দর শরীর, ভণ্ডরা অবশ্য ভিন্ন কথা বলে”।
যাক এটলিষ্ট গল্পের “তরু” ভন্ড না!!!!
সাবিনা ইয়াসমিন
তাতো বটেই। তরু একদম স্পষ্টবাদী। মেসেঞ্জারে দেখা চুল হাওয়া হয়ে যাবে আর তরুর বুঝি খারাপ লাগবে না!?
টাকলু তমালের সামনে গিয়ে দাঁড়াবে কেন !! তরুর কাছে কিন্তু ঐ মূহুর্তে তমাল কেই ভন্ড মনে হয়েছিলো 😂😂
শাহরিন
আরে সুন্দর একটা গল্প। আগে পড়ি নাই কেন!!!! তবে গোপন কথা হল এমন একটি বাস্তব ঘটনা আমার জানা আছে।
সাবিনা ইয়াসমিন
লিখে ফেলুন, আমারটাতো বানানো গল্প। আপনার সত্যি গল্পটা আশা করছি আরো ইন্টারেস্টিং হবে 😜