–
প্রিয় সোনেলার প্রিয় বন্ধুদের জন্য একটি অনুবাদ…… ভালোবাসা সবাইকে 🙂
–
“Kisses spread germs
and germs are hated
but i’ll let you kiss me
for i’m vaccinated…”
_____________________________(সংগৃহীত)
.
–
.
যদিও চুমুতে কিছু জীবাণু ছড়ায়
জীবাণুতে সবারই তো অনীহা শুধু
তবুও তোমারে আমি কাছে টেনে নিই
ডুবে যেতে দিই ঠোঁটে; কারণ সহজ
প্রতিরোধ নেয়া আছে সযতনে, আর
সব প্রস্তুতি শেষ তোমাকে পাবার……….
–
.
–
এপ্রিল
২০১৫
–
১৫টি মন্তব্য
জিসান শা ইকরাম
ভাবানুবাদ ভালো হয়েছে।
এত দিন পরে আসলে তো নামই ভুলে যেতে হবে।
শুভ কামনা।
অন্তরা মিতু
কি লিখবো ! লজ্জিত এবং ক্ষমাপ্রার্থী……… প্লীজ এইবারের মতোন ক্ষমা……..
অরণ্য
বেশ লিখেছেন।
অন্তরা মিতু
অনেক ধন্যবাদ অরণ্য …. অনেকদিন পরে এসে মনে হচ্ছিল কেউ হয়তো লেখা পড়বেনই না…… যাক টেনশন মুক্ত হইলাম…..
লীলাবতী
পোষ্ট দেয়া শেষ,অন্তরা মিতু নিরুদ্দেশ 🙂 ভালো লেগেছে।
অন্তরা মিতু
নাআআআ…….. এইবার নিরুদ্দেশ হই নাই……. 🙂
কেমন আছেন লীলাবতী আপু?
আমি যতযুগ পরপরই আসি, পোস্ট দেয়ার সাথে সাথে আপনার মন্তব্য কনফার্ম…… কি যে ভাল্লাগে আপনারে বুঝাইতে পারবো না……….. থ্যাংক ইউউউ 🙂
খেয়ালী মেয়ে
কতো কিছু যে এখনো জানার বাকী আছে ;?
অন্তরা মিতু
ওহহো… এইজন্যই তো বড়রা বলেন… “জ্ঞানের কোনো সীমা নাই … জ্ঞানের চেষ্টা—– ”
অনেক অনেক ধন্যবাদ খেয়াল করে লেখা পড়ার জন্য, খেয়ালী আপু 🙂
কৃন্তনিকা
মজা পেলাম 🙂
অন্তরা মিতু
আপনাকে আনন্দ দিতে পেরে আমার লেখা ধন্য হইলো….. ওই ইংরেজ লেখকটার কৃতজ্ঞতাও আপনার প্রাপ্য….. ভালো থাকুন….. 🙂
শুন্য শুন্যালয়
দারুণ তো!!
ভ্যাক্সিনেশনের এই উপকারের কথা তো মনেই ছিলনা 🙂
অন্তরা মিতু
হ হ ….. ছোটবেলায় সবাই পড়ছি না, প্রিভেনশান ইজ বেটার দ্যান কিওর…………
এইরকম ভ্যাক্সিনেশান সংক্রান্ত জরুরী আরো কিছু আমার মনে পড়লে, সাথে সাথে আপনারে জানাবোনে….. এইসব জটিল বিষয়ে জ্ঞানচর্চার কনটিনিউয়াস প্রসেসটা খুব জরুরী……. 🙂
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
চমৎকার ভাবানুবাদ।লেগে থাকুন অনুভব করবেন সোনেলা বন্ধুদের ভাল লাগা।
অন্তরা মিতু
অনেক ধন্যবাদ মনির হোসেন আপনাকে……. এখন থেকে লেগে থাকবো.. কথা কথা কথা দিচ্ছি…..
নীতেশ বড়ুয়া
শেষের ছবিটি না দেখলে চুমুর জন্য প্রতিরোধ কিভাবে নেওয়া আছে তা’ই ভেবে অবাক হচ্ছিলাম। শেষের ছবি দেখে বুঝে নিলাম :p
ভাবানুবাদ ভাল লেগেছে আর শেষ লাইন :c