
পৃথিবীতে জন্ম নেয়ার পর থেকেই মানুষ নানারুপ সম্পর্কে জড়িয়ে থাকে। রক্ত, আত্মা, পারিবারিক, সামাজিক, কর্ম, ধর্ম সব ক্ষেত্রেই গড়ে উঠে নানাবিধ সম্পর্ক। কিছু সম্পর্ক চিরস্থায়ী। কিছু সম্পর্ক হয় ক্ষণিকের। মৃত্যু পর্যন্ত সম্পর্কের ধারা চলমান থাকে। সব সম্পর্ক নিজে নিজে গড়া যায়না। আবার সব সম্পর্ক একা একা গড়ে উঠেনা। সম্পর্ক যেভাবেই গড়ুক, এটা সুন্দর সুষ্ঠ ভাবে পরিচালনা করতে হয় নিজেকেই।
মোটামুটি ভাবে সম্পর্ক ধরে রাখার ফর্মুলা যদি জানা থাকে তাহলে জীবন যাপন সহজ করা যায়। আমার নিজস্ব অভিজ্ঞতা দিয়ে যা বুঝেছি তা থেকেই লিখছি।
* বাবা-মা : সৃষ্টিকর্তার পর মানুষের জীবন গঠনে সবচেয়ে বড় ভুমিকায় থাকেন বাবা, মা। এদের অবদানের কাছে জগতের সবটাই তুচ্ছ। তাই বাবা-মায়ের প্রতি সম্মান, ভালোবাসা, বাধ্যতা, শ্রদ্ধা শতভাগ রাখতে হবে। তাদের মনে কোনোরূপ কষ্ট দেয়া থেকে বিরত থাকতে হবে। আমাদের জীবদ্দশায় যাদের বাবা-মা বার্ধক্যে পরিনত হন, তাদের যত্ন দিয়ে সেবা দিয়ে আগলে রাখতে হবে। যেমন করে আপনি আপনার সন্তানকে লালনপালন করেন তেমনি করেই তাদের করুন। আপনারটা দেখে আপনার সন্তানরা শিখবে। আজ আপনার বাবা-মায়ের সাথে আপনি যা করবেন, ভবিষ্যতে আপনার সন্তানও আপনার সাথে তদ্রুপ করবে।
* ভাই-বোন : ভাই-বোনের সম্পর্ক হলো পৃথিবীর যাবতীয় সম্পর্কের মাঝে সব থেকে পবিত্র। এই সম্পর্ক হয় রক্ত থেকে রক্তের, আত্মার, বন্ধুত্বের। যার একটি বা একাধিক ভাই থাকে তার বাইরের বন্ধুর প্রয়োজন হয়না। তেমনি বোনদের বেলায়ও। বোনের সাথে বোনের যত মিল থাকে তা আর কারো মাঝে হয় না। বড় ভাই-বোন মা-বাবার সমতুল্য, তেমনি ছোট-ভাইবোনরা হয় সন্তানের সমতুল্য। এদের যত্ন নিতে হবে , সম্মান করতে হবে। বড় ভাই-বোনদের বিশ্বাসের মর্যাদা রাখতে হবে। আদর স্নেহ, আস্থা দিয়ে ছোট ভাই-বোনদের মনেও নিজের অবস্থান গড়ে নিতে হবে। তাহলেই সম্পর্কটা সুন্দর থাকবে আজীবন।
* স্বামী-স্ত্রী : ভিন্ন পরিবার, (ক্ষেত্র বিশেষে দেশ-ধর্ম) আলাদা পরিবেশে বড় হয়ে উঠা একজন অপরজনের সাথে আবদ্ধ হয় বৈবাহিক বন্ধনে। অনেক ভাবেই বিয়ে হয়। কেউ বিয়ে করেন অভিভাবকদের পছন্দে, কেউ নিজেদের পছন্দে। দীর্ঘদিনের পরিণয়কে দীর্ঘস্থায়ী রুপ দিতেও বিবাহ বন্ধনকে বেছে নেন। বিয়েটা যেভাবেই হোক, মানিয়ে নেয়ার পদ্ধতি সব ক্ষেত্রেই এক। পারস্পারিক সমঝোতা, বিশ্বাস, দ্বায়বদ্ধতা, সহযোগ, সবকিছু মেইনটেইন করা আবশ্যক। এখানে দ্বায়িত্ব পালণ করা বেশি জরুরী। একজন স্বামী তার স্ত্রী সন্তানকে যতই ভালোবাসুক, সে যদি তার দ্বায়িত্ব পালণ না করেন তাহলে সম্পর্কের প্রকৃত মুল্য হারাবেন। আবার স্ত্রী যদি স্বামী ও তার পরিবারের প্রতি নিজ কর্তব্য যথাযথ ভাবে সম্পাদন না করেন, তাহলে পারিবারিক শান্তি ব্যাহত হবে। মনে রাখতে হবে একজন স্বামীর কাছে তার স্ত্রী কোন সম্পত্তি নয়। স্ত্রী প্রতিটি পুরুষের কাছে সম্পদ স্বরুপ। সম্পদের সুষ্ঠ পরিচর্যা, রক্ষণাবেক্ষণ না করলে সেই সম্পদ একদিন নষ্ট হয়ে যাবে। একজন স্ত্রীর কাছে সংসার তার স্বামীর দেয়া আমানত। যেকোনো মুল্যে আমানতের হেফাজত করতে হবে।
* সন্তান : সন্তানকে ভালোবাসে না এমন প্রানী জগতে বিরল। জীব মাত্রই সন্তান ধারণ করে, আর সেই সন্তানকে নির্দিষ্ট সময় পর্যন্ত পরিচর্যা করে। পশু-পাখি, মাছ-পতঙ্গ জন্ম দেয়ার কিছুদিন পর বাচ্চাকে ত্যাগ করে। কিছু প্রানী ক্ষুদা নিবারণ করার জন্যে নিজের সন্তানকেই খেয়ে ফেলে। কিন্তু মানুষ? একমাত্র মানুষ তার সন্তানকে বক্ষে ধরে বেঁচে থাকতে চায় আজীবন। মা-বাবার চোখে তার সন্তান কখনো বড় হয় না। সন্তানের বয়স বাড়েনা। আদরে, শাষনে সন্তানকে প্রতিমুহুর্তে বুঝিয়ে দেয় বাবা-মায়ের অস্তিত্বে সন্তানের স্থান কোথায়। অতি বৃদ্ধ মা তার প্রায় বৃদ্ধ সন্তানের মুখে খাবার তুলে দেয়। মাঝ বয়সি রুগ্ন ছেলের পাশে বসে রাতের পর রাত হাসপাতালে কাটিয়ে দেয় বৃদ্ধ বাবা। এমনই হয় মনুষ্য জগতে সন্তান আর মা-বাবার সম্পর্ক। সন্তানের প্রতি দ্বায়িত্বহীনতা পরবর্তিতে সন্তানকে ভুল পথে পরিচালিত করে। তার আচরন গত প্রভাব মা-বাবার উপরেও পরে। তাই সন্তানকে মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। সামর্থ্যানুযায়ী প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিক, সামাজিক, ধর্মীয় শিক্ষায় তাদের জীবনের ভিত গড়ে দিতে হবে। তবেই সন্তানের কাছ থেকে কাঙখিত প্রতিদান পাওয়া সম্ভব।
* প্রতিবেশি, সহযোগি : পারিবারিক গণ্ডি পেরুনোর পর আমাদের যাপিত জীবন গড়ে তুলতে হয় সমাজের সাথে। সমাজের আপামর জন সাধারনের সাথে মিলেমিশে থাকাটাই সামাজিকতা। আশেপাশে যারা থাকেন তাদেরকেই মুলত প্রতিবেশি বলা হয়। প্রতিবেশিরা আমাদের জীবনের বড় একটি অংশ। বিয়ে-শাদি, মৃত্যু-রোগ-শোক, বিপদ-আপদে প্রতিবেশিরাই সবার আগে এগিয়ে আসেন। এরা আমাদের সুখ-দুঃখের সাথী। তাই এদের সাথে আন্তরিকতা বজায় রাখতে হবে। নিজের ব্যাক্তিত্ব বজায় রেখে সবার সাথে সদ্বভাব রাখা প্রয়োজন। অহিংসা, আত্ম-অহংবোধ, বল প্রয়োগ, অর্থনৈতিক গুরুত্ব দিয়ে প্রতিবেশিদের আস্থা, সম্মান আদায় করা যায়না। এখানে যে যতটুকু দিবেন বিনিময়ে সে তাই পাবেন।
এটা সহযোগিদের বেলাতেও। জরুরী নয় সহযোগিতার হাত অপর পক্ষই আগে বাড়াবেন। অনেক সময়ে নিজেকেই হাত বাড়াতে হয়। আর যিনি প্রথম সহযোগিতার হাত বাড়ান তিনিই সফল হন।
* প্রেম : শাশ্বত সুন্দর, পবিত্র এক সম্পর্কের নাম প্রেম। সৃষ্টির শুরু হয়েছিলো প্রেম দিয়ে। সৃষ্টিকর্তার যাবতীয় সৃষ্টির মাঝে প্রেম এসেছে অবিনশ্বর রুপে। আকাশ, মাটি, পানি, অরণ্য, বায়ু মন্ডল, জীব জগৎ, বস্তু জগৎ সবই অঙ্গাঙ্গীভাবে জড়িত একে অপরের সাথে। একটি ছাড়া অপরটি মুল্যহীন, অস্তিত্বহীন। প্রেম হয় সৃষ্টিকর্তার সাথে তার সৃষ্টির, বিধাতার সাথে বান্দার, ঈশ্বরের সাথে অনুগামীর, গুরুর সাথে শিষ্যের, প্রভুর সাথে ভক্তের, কবির সাথে কবিতার, প্রেমিকের প্রতি প্রেমিকার। প্রেমের অপর নাম ভালোবাসা। ভালোবাসা আছে বলেই মানুষ অনুভব করতে পারে। সুখে হাসে, দুঃখে কাঁদে। ভালোবাসা মানুষকে মানুষের মাঝে মানবতা রেখে বাঁচতে শেখায়। ভালোবাসা হীন পৃথিবী কবরস্থান বৈ অন্যকিছু নয়। প্রেমে ব্যার্থ হয়ে যত মানুষ আত্মহত্যা করে, এমন আর কোনো কারনে এতবেশি করেনা। অথচ নিজেকে শেষ করে দেয়া কোনো সমাধান নয়। প্রেমকে ধারণ করতে হয়। পবিত্রতা বজায় রাখতে হয়। নিঃস্বার্থ প্রেম কখনো ব্যার্থ হয়না। যতক্ষণ সম্পর্কে সম্মান থাকে, বিশ্বাস দৃঢ়তম থাকে ততক্ষন পর্যন্ত ঐ সম্পর্ক কিছুতেই সমাপ্ত হবে না। দেখা যায়, মানুষ যাকে ভালোবাসেন তার চরিত্রগত দিক অনেক সময় যাচাই করেন না। পরে এটাই সম্পর্ক নষ্টের প্রধান কারন হয়ে যায়। তাই সম্পর্কে জড়ানোর আগে একটু সময় নিয়ে এগোনো ভালো। অনেকেই কৃষ্ণের মত প্রেমিক চায়, নিজে হতে চায় রাধা। কৃষ্ণকে ভালোবাসলে তার একাধিক গোপীনিদেরও সহ্য করতে হবে, এটা মেনে নিয়ে যে ভালোবাসতে পারে সে-ই রাধা হতে পারে। রাধা হওয়া কিন্তু সহজ না। অসম্ভবও না। প্রেম কে যারা মর্যাদা দিতে জানে তারাই অমর হয়। প্রেমকে সব অবস্থাতেই পবিত্র রাখা জরুরী। সাথে মনকেও। মন অপবিত্র থাকলে কোনো প্রেম সার্থক হবেনা। প্রেম ঈশ্বর বা ব্যাক্তি যার সাথেই হোক, প্রকৃত সত্য ধারণ করতে না পারলে সেটা স্মৃতির জঞ্জালে পরিনত হবে।
* পরকিয়া : অনৈতিক সম্পর্কের এক বিশেষ নাম পরকিয়া। যদিও এটাকে প্রেম বলা হয়, কিন্তু এটা আদৌ প্রেম নয়। এটা এক ধরনের নিষিদ্ধ আকর্ষন। এই আকর্ষন হঠাৎ করে শুরু হয়ে, আকস্মিক ভাবে শেষ হয়ে যায়। প্রাচীন কাল থেকে যুগে যুগে মানুষ এই সম্পর্কে জড়িয়েছে/ জড়াচ্ছে। কিছু কালজয়ী প্রেমের ইতিহাস ঘাঁটলে দেখা যায়, সেগুলোর মুলে এই পরকিয়া ছিলো। আবার অনেক কলংকিত ইতিহাস তৈরি হয়েছে এই পরকিয়া সম্পর্কের জের ধরেই। তাই এই সম্পর্কের অস্তিত্ব নিয়ে গবেষণার কিছু নেই। মানুষ গঠন প্রক্রিয়ার, মৌল উপাদানে নিষিদ্ধ জিনিসের প্রতি আকর্ষিত হওয়ার ফর্মুলা থাকায় এটা সাভাবিক আচরন হিসেবে গৌণ করা হয়। যারা পরকিয়ায় জড়িয়ে যায়, তাদের মধ্যে একটা বৈশিষ্ট্য খুব লক্ষণীয়। তারা তাদের বৈধ সঙ্গী/ সঙ্গীনিকে ধোঁকা দিলেও, কোনো অবস্থাতেই অবৈধ প্রেমিক/প্রেমিকাকে হারাতে চান না। পূর্ণ বিশ্বস্ততায় সম্পর্ক ধরে রাখতে চান। যেটা এই সম্পর্কের বেলায় বেমানান। সম্পর্কই যদি অবৈধ হয়, তাহলে সেখানে বৈধ বিশ্বাস কামনা করা যুক্তিহীন। পরকিয়ার প্রভাবে ব্যাক্তির সাময়িক জীবন হয়তো আনন্দময় হয়, কিন্তু তার চারপাশে ঘিরে থাকা মানুষদের জীবনে ছন্দপতন ডেকে আনে। তাই পরকিয়া প্রেম যেন সীমা লঙ্ঘন না করে সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। প্রেম হোক মনে, মননে। কারো ক্ষতি না করে, নির্দিষ্ট সঙ্গী / সঙ্গীনির অধিকার অক্ষুণ্ণ রেখে যদি প্রেম করা সম্ভব হয়, তবে এটা খারাপ নয়। মানসিক সুস্থতা সংসার, সমাজ, দেশ সব খানেই কল্যানকর।
* বন্ধুত্ব : এর সংজ্ঞা ব্যাপক, বিস্তৃত। বন্ধুত্ব তৈরি করা যেমন সহজ নয়, এর চলমান ধারা অব্যাহত রাখা আরো দুষ্কর। মুহুর্তের ভুল-ক্রুটি থেকে বন্ধুত্ব পরিনত হয়ে যায় চিরস্থায়ী শত্রুতায়। তাই বন্ধুত্ব গড়ে তোলার ক্ষেত্রে সচেতন হতে হয়। সুখে, দুঃখে, বিপদে, আপদে, বিশ্বাসে, আস্থায়, আশ্রয়ে, প্রশ্রয়ে বন্ধুত্বের দাবী সবার উপরে থাকে। তাই বন্ধু নির্বাচন–ধিরে সুস্থে সময়ের সাথে সাথে করা ভালো। হাত বাড়ালেই সবাই বন্ধু হতে পারেনা, ভুল মানুষের সাথে বন্ধুত্ব গড়া আত্মহত্যার সামিল।
বেঁচে থাকার প্রয়োজনে প্রতিনিয়ত বিভিন্ন মানুষের সাথে বিভিন্ন সম্পর্ক গড়ে উঠে। তাই সম্পর্ক গুলো সুন্দর রেখে এর পরিচর্যা করতে হয়। জীবনকে স্বচ্ছ, সুন্দর আর সম্মৃদ্ধ করতে নিজেকে স্বচ্ছ রাখা খুব দরকার। ভালো থাকুক সব সম্পর্ক গুলো নিজ নিজ স্বকীয়তা নিয়ে।
৩৭টি মন্তব্য
এস.জেড বাবু
দুর্দাান্ত লিখেছেন, তবে মূল মন্তব্য করার আগে আরও কয়েকবার পড়তে হবে।
আসছি আবারও।
সাবিনা ইয়াসমিন
আচ্ছা আসুন।
প্রথম কমেন্ট এর জন্যে অবশ্যই ধন্যবাদ 🙂
জিসান শা ইকরাম
ভিন্ন ধরনের একটি লেখা দিলেন।
ল্যাপটপে বসে মন্তব্য দেবো বিস্তারিত।
ব্লগীয় সম্পর্ক সম্পর্কে কিছু লিখলেন না যে 🙂
সাবিনা ইয়াসমিন
ব্লগ এবং ব্লগিও সম্পর্ক নিয়ে কয়েকটি লেখা আগে লিখেছি। এখানে একান্ত ব্যাক্তি জীবনের যাপিত সম্পর্ক এবং গুরুত্ব নিয়ে লিখলাম। বিস্তারিত মন্তব্যের অপেক্ষায় আছি। আসুন ধিরে-সুস্থে।
ধন্যবাদ 🙂
রেহানা বীথি
প্রত্যেকটা সম্পর্ক স্বমহিমায় উজ্জ্বল। সম্মানের দাবি রাখে প্রতিটি সম্পর্কই। তবে কখনও কখনও স্বার্থের দোলাচলে সম্পর্কগুলো দুলতে থাকে। নষ্ট হয় সম্পর্কের সৌন্দর্য।
খুব ভালো লাগলো আপনার লেখা।
সাবিনা ইয়াসমিন
স্বার্থহীন সম্পর্ক গড়ে তোলা বা ধরে রাখা কঠিন হলেও অসম্ভব নয়। এই জন্যে সদ্বিচ্ছা থাকা খুব দরকার। প্রকৃত অর্থে মানুষ মানুষের আয়না। এখানে যে যেমন করবে, তার প্রতিবিম্ব তেমনই হবে।
সুন্দর মন্তব্যের জন্যে অসংখ্য ধন্যবাদ বিথী আপু।
শুভ কামনা জানবেন 🌹🌹
সঞ্জয় মালাকার
প্রত্যেকটা সম্পর্ক স্বমহিমায় উজ্জ্বল। সম্মানের দাবি রাখে প্রতিটি সম্পর্কই।
অসাধারণ লেখা দিদি একবার পড়েছি, আবারও পড়বো।
সাবিনা ইয়াসমিন
এটা আমার জন্যে খুবই আনন্দের কথা দাদা। যত ইচ্ছে পড়ুন। আর অজস্র ধন্যবাদ সুন্দর কমেন্ট দেয়ার জন্যে। 🌹🌹
ছাইরাছ হেলাল
কবিতা কী এমন হয়! এত্ত কঠিন কবিতা!
সাবিনা ইয়াসমিন
হুম, বুঝেছি। আপনি আপনার পলাতক পরীর কথা ভাবতে ভাবতে আমার লেখায় ঢুকেছেন। তাই এটাকে কবিতা মনে করে দম খিঁচে পড়ে গেছেন। 😂😂
নিতাই বাবু
দারুণ লিখেছেন! একজন মানুষের পিতা-মাতা থেকে শুরু করে জীবদ্দশায় চলমান সম্পর্কে যাকিছু আছে সবকিছুই আপনার করা আলোচনায় স্থান পেয়েছে। আপনার এই পোস্ট পড়ে অনেককিছু বোঝার আছে। তাই আপনার এই সুলেখিত লেখনী প্রশংসার দাবি রাখে।
শুভেচ্ছা জানবেন।
সাবিনা ইয়াসমিন
এমন মন্তব্যে লজ্জা পাই দাদা। আপনার, আপনাদের কাছ থেকেই লেখা শিখছি। যতটা দেখে, যেমনটা বুঝি সেটাই তুলে ধরি সবার কাছে। আপনাদের অনুপ্রেরণা আমায় লেখার মুল শক্তি।
আপনার মন্তব্যের জন্যে ধন্যবাদ দেয়াটা সমুচিত মনে করছিনা। কৃতজ্ঞতা রইলো, আর অশেষ শুভ কামনা। 🌹🌹
বন্যা লিপি
পরে আসছি মন্তব্য নিয়ে। এ লেখা ধীরে সুস্থে পড়ে মন্তব্য করতে হবে।
সাবিনা ইয়াসমিন
আচ্ছা এসো,, আমি তোমার কমেন্ট এর অপেক্ষা করবো। 🙂
নিতাই বাবু
আচ্ছা দিদি, মন্তব্যের মাঝে আপনাদের অনেকেই দেখি পরে আসছি পরে আসছি। এটা আবার কী? কারোর লেখা বা পোস্ট পড়ে মন্তব্য করবেন বা লিখবেন তো পুরোপুরিভাবে শেষ করবেন। এখানেও আবার বাকিতে লেনদেন হয় নাকি? দয়া করে যে কেউ আমাকে একটু বুঝিয়ে দিবেন, আসল ঘটনাটা কী?
বন্যা লিপি
নিতাই দাদা,পরে আসছি বলে যে মন্তব্য দিয়ে যাই…. তার অর্থ হলো, এ লেখাটা অবশ্য পড়বো, এবং ভেবেচিন্তে মন্তব্য দেবো। এমনটা কিন্তু আমরা একে অন্যের পোস্টে প্রায়ই করে থাকি।
বাকি কোথায় দেখলেন দাদা?
এইযে দেখুন মন্তব্যের জবাব দিতে এসেই গেলাম। কারো কারো পোস্টে এসে বলে বা জানিয়ে যাই, আবাবর আসছি এই পোস্ট আরেকবার পড়ে ভালো ভাবে মন্তব্য দিতে।
বোঝা যায় আপনি নিদারুন প্রশ্নের এক ডিপো। আশা করি বুঝতে পেরেছেন
আরজু মুক্তা
দুর্দান্ত লিখা। সম্পর্কের সাত কাহন।
বন্ধুত্ব টা বেশ ভালো লাগে। পরিবার বাদে।
সাবিনা ইয়াসমিন
ধন্যবাদ।
কিন্তু পরিবার টা বাদ কেন?
আসিফ ইকবাল
সম্ভবত এ যাবতকালে তোমার সবচেয়ে বড় লেখা। খেয়ে এসে পড়ছি।
সাবিনা ইয়াসমিন
হ্যা, আমার সব লেখা ছোট অথবা মাঝারি সাইজের। এটা বড় হয়ে গেছে। তাড়াহুড়োর কিছু নেই। ধিরে সুস্থে পড়ুন। 🙂
আসিফ ইকবাল
এইমাত্র পড়ে শেষ করলাম। হ্যাঁ, খুব-ই সুন্দর লিখেছ। মানুষ আসলে সম্পর্কের মাঝেই বাঁচে। বিভিন্ন ধরণের, বিভিন্ন মাত্রার অনেক ধরণের সম্পর্কের নাম-ই জীবন। প্রতিটি সম্পর্ক আলাদা, তাদের দাবি-দাওয়া, স্তর-মাত্রা সব-ই আলাদা। প্রতিটি সম্পর্কে ভারাসাম্য বজায় রেকেহে চলতে পারার মধ্যেই মানসিক সুস্থতা নির্ভর করে।
ভীষণ ভালো লিখেছ। শুভেচ্ছা নিও।
সাবিনা ইয়াসমিন
সম্পর্ক গুলোর ভারসাম্য বজায় রেখে চলাটাই জীবনকে পরিপূর্নতা এনে দেয়। তাই চেষ্টাটাও নিজেকেই করতে হয়। আমার ক্ষিদে পেলে খাবারতো আমাকেই খেতে হবে। অন্যকেউ খেলে আমার পেট যেমন ভরবে না, তেমনি নিজেকে ভালো রাখতে হলে সম্পর্ক গুলোও গুছিয়ে নেয়া খুব দরকার।
অনেক ধন্যবাদ আসিফ। আমার লেখাটির মর্মাথ আমাকে বুঝিয়ে দেয়ার জন্যে।
শুভ কামনা 🌹🌹
এস.জেড বাবু
* বাবা-মা :
আজ আপনার বাবা-মায়ের সাথে আপনি যা করবেন, ভবিষ্যতে আপনার সন্তানও আপনার সাথে তদ্রুপ করবে।
—
* ভাই-বোন :
ভাই-বোনের সম্পর্ক হলো পৃথিবীর যাবতীয় সম্পর্কের মাঝে সব থেকে পবিত্র। এই সম্পর্ক হয় রক্ত থেকে রক্তের, আত্মার, বন্ধুত্বের।
—
স্বামী-স্ত্রী :
>মনে রাখতে হবে একজন স্বামীর কাছে তার স্ত্রী কোন সম্পত্তি নয়। স্ত্রী প্রতিটি পুরুষের কাছে সম্পদ স্বরুপ।
>একজন স্ত্রীর কাছে সংসার তার স্বামীর দেয়া আমানত। যেকোনো মুল্যে আমানতের হেফাজত করতে হবে।
—
সন্তান :
সামর্থ্যানুযায়ী প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিক, সামাজিক, ধর্মীয় শিক্ষায় তাদের জীবনের ভিত গড়ে দিতে হবে।
—
প্রতিবেশি, সহযোগি :
অহিংসা, আত্ম-অহংবোধ, বল প্রয়োগ, অর্থনৈতিক গুরুত্ব দিয়ে প্রতিবেশিদের আস্থা, সম্মান আদায় করা যায়না। এখানে যে যতটুকু দিবেন বিনিময়ে সে তাই পাবেন।
—
প্রেম :
> প্রেম হয় সৃষ্টিকর্তার সাথে তার সৃষ্টির, বিধাতার সাথে বান্দার, ঈশ্বরের সাথে অনুগামীর, গুরুর সাথে শিষ্যের, প্রভুর সাথে ভক্তের, কবির সাথে কবিতার, প্রেমিকের প্রতি প্রেমিকার।
>নিঃস্বার্থ প্রেম কখনো ব্যার্থ হয়না। যতক্ষণ সম্পর্কে সম্মান থাকে, বিশ্বাস দৃঢ়তম থাকে ততক্ষন পর্যন্ত ঐ সম্পর্ক কিছুতেই সমাপ্ত হবে না।
>কৃষ্ণকে ভালোবাসলে তার একাধিক গোপীনিদেরও সহ্য করতে হবে।
—
পরকিয়া :
সম্পর্কই যদি অবৈধ হয়, তাহলে সেখানে বৈধ বিশ্বাস কামনা করা যুক্তিহীন।
—
বন্ধুত্ব :
হাত বাড়ালেই সবাই বন্ধু হতে পারেনা, ভুল মানুষের সাথে বন্ধুত্ব গড়া আত্মহত্যার সামিল।
শেখার অনেক থাকে, এমনকি জানা থাকা অনেক কিছু নতুন করে জানতে ভাল লাগে এবং জানা উচিত।
চমৎকার লিখায় শান্তির পরশ বুলিয়ে যাক সমাজের প্রতিটি সম্পর্কে। মজবুত হউক সম্পর্কের টান।
প্রতিদিন অন্তত একবার মানুষ আপনার এই লিখাগুলি ভাবলে, কোন সম্পর্ক নষ্ট হওয়ার পথে যাবে না।
অনেক ধন্যবাদ আপু।
সাবিনা ইয়াসমিন
ধন্যবাদ বাবু ভাই। দিনশেষে হয়তো অনেকেই এমন করে ভাবেন। মানুষ যদি মননেও মানুষ হয়, তবে তার দ্বারা সৃজনশীল সব কিছুই সম্ভব।যে বুঝে, সে নিজ থেকেই সম্পর্ক গুলোর গুরুত্ব এবং প্রয়োজনের তাগিদে রক্ষণাবেক্ষণ করে।
সুন্দর মন্তব্যের জন্যে অশেষ ধন্যবাদ। 🌹🌹
এস.জেড বাবু
লিখাটি প্রিয়তে নিলাম, প্রয়োজনে আপনার নাম সহ পোষ্ট করা হতে পারে আমার ওয়ালে।
( যদি আপত্তি না থাকে তো )
কৃতজ্ঞতা রইলো আপু।
সাবিনা ইয়াসমিন
এটা আমাকে আনন্দিত করবে। আপনি নির্দ্বিধায় শেয়ার করতে পারেন।
পোস্ট প্রিয়তে নিয়ে যে সম্মাননা দিলেন, তার জন্যে কৃতজ্ঞতা রইলো।
শুভেচ্ছা 🌹🌹
অনন্য অর্ণব
আমার মনে হয় পৃথিবীতে একটাই সম্পর্ক আছে যার কোন বিকল্প নেই। সেটা হলো বন্ধুত্ব। চাইলে বাবার সাথেও করা যায়, চাইলে ভাই বোন পাড়া প্রতিবেশী চেনা অচেনা যে কারো সাথেই করা যায়। শুধু বন্ধুত্ব টা হতে হবে একে নিঃস্বার্থ আর মজবুত। তাহলে আর কিছু দরকার হয় না।
সাবিনা ইয়াসমিন
বন্ধনের আরেক নামই বন্ধুত্ব। বন্ধন যত দৃঢ় হবে বন্ধুত্ব হবে তত মজবুত। তাই বন্ধনের প্রথমটা শুরু করতে হয় জন্মকাল থেকেই।
মন্তব্যে ভালো লাগা রইলো অনন্য 🌹🌹
ছাইরাছ হেলাল
কবি ও তার কবিতা ছাড়া দুন্নাইতে কিছুই চিরস্থায়ী না!
কবিতা অনন্তের চির-সবুজ সাক্ষী।
কবিতাদের কথা বাদ দিয়ে দিলেন!!
সাবিনা ইয়াসমিন
কবির সাথে কবিতার,,,, এমন একটা লাইন কিন্তু লিখেছি।
ফাঁকিবাজি পড়া যে কবে শেষ হবে আপনার!
আপনার এসব ফাঁকিবাজি কমেন্ট এ আমি এখন হতাশা আর ডিপ্রেশনে পরে যাচ্ছি। 🙇🙇
ছাইরাছ হেলাল
তিন তিনটি শব্দ!
এক কুটি লাইনের লেখায় এটাও কম পাওয়া না!!
কবিতা লেইখ্যা দ্যান, মন্তব্য করুম অবশ্যই।
তৌহিদ
আমাদের জীবনে কিছু সম্পর্ক আমরা যতই অস্বীকার করিনা কেন সেসব সম্পর্ক মোটেই বিলীন হবার নয়। তেমনই কিছু সামাজিক এবং পারিবারিক সম্পর্ক নিয়ে খুব সাধারণ অথচ গভীর ভাবাবেগের কথাগুলো আমাদের সবার জীবনেই বাস্তব কিন্তু।
অন্যদিকে অনৈতিক সম্পর্কগুলো আমার কাছে শারীরিক এবং শুধুমাত্র ক্ষনিকের মোহ ছাড়া আর কিছুই নয়। এ বিষয়ে আপনার সাথে আমিও একমত।
ভালো লিখেছেন আপু।
সাবিনা ইয়াসমিন
ধন্যবাদ ভাই।
আপনি লেখা দিচ্ছেন না কেন? লাস্ট পোস্ট কয়দিন আগে দিয়েছেন মনে আছে? লিখুন, পড়ি। একা একা ভাল্লাগেনা ব্লগে,,
তৌহিদ
আপু কিছুদিন কৌশিকের শোকে ছিলাম। আর এখন ব্যস্ততা যাচ্ছে। লেখা আসছেনা মাথায় 😕
বন্যা লিপি
সখী তুমি তো প্রতিটা সম্পর্কের পোস্টমর্টেম করে ছাড়লে। মোদ্দাকথা প্রতিটা সম্পর্কেই অতি জরুরী একটাই বিষয়:আর তা হলো যত্ন। মা-বাবা থেকে বন্ধুত্ব, পরিবার, প্রেমসর্বত্রই একান্ত প্রয়োজন সাবধানতা পূর্ণ বিচক্ষন যত্ন।
দুর্দান্ত এক বিষয় উপস্থাপন করেছো বন্ধু।
নিরন্তর ভালবাসা❤❤
সাবিনা ইয়াসমিন
প্রতিটি সম্পর্কই স্ব স্ব ক্ষেত্রে মুল্যবান। তার চেয়ে বেশি মুল্যবান বিধাতার দেয়া এই জীবন। অল্পদিনের জন্যে পৃথিবীতে আসি। একটি পরিবার, পরিজন সহ লক্ষ-কোটি মানুষের ভিরে নিজের কিছু প্রিয় মুখ থাকে। আমরাও হয়ে যাই কারো প্রিয়জন। তাই বেঁচে থাকা যেন সুন্দর হয়, কল্যাণকর হয়, এই প্রচেষ্টা করে যেতে চাই।
তোমাকেও ভালোবাসা নিরবধি ❤❤❤❤
শাহরিন
অনেক সুন্দর বিশ্লেষন। খুবই সুন্দর একটি বিষয়। সব সম্পর্কে কেই সম্মান করা উচিৎ। তবে অযাচিত লোকজন এর বাইরেই থাকবেন।