গতকাল যখন ফিরছিলাম ডেটিং করিয়া ,
নাভিশ্বাস উঠিয়াছিল যানজটে পড়িয়া !
●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●
যানজট…. যানজট ……….যানজট ………উফফফফ !!!!!!
কোন ভয়াবহতার দিকে যাচ্ছে ঢাকার যানজট ? যেখানে বর্তমান বিশের বিশ্বায়নের নগরীগুলো তর তর করে উন্নতির শিখরে পৌঁছে যাচ্ছে , আর ঠিক বিপরীত দিক থেকে আমরা দিন দিন মনে হয় পিছু হটছি !
অবাক করার মত হলেও , ২০০৩ সালে ঢাকাতে গাড়ি ছিল মোট ৩.০৩ লাখ আর বর্তমানে আমাদের এই ঢাকা নগরীতে প্রায় ১১ লাখ গাড়ি প্রতিদিন রাস্তায় চলাচল করে । ডিটিসিবি এর হিসাব মতে , যেখানে ধারন ক্ষমতা মাত্র ১.৫ লাখ ।
বর্তমানে ঢাকাতে গাড়ির গড় গতিবেগ ১৩.৪ কিলো , যেটা দু-তিন বছর আগে ছিল ১৭.২ কিলো । আর যানজটের কারনে আমাদের ঢাকাতে প্রতিদিন ৮০ লাখ কর্মঘণ্টা ভণ্ডুল হোয়ে যাচ্ছে । আমাদের রাজধানীতে সড়ক ব্যবস্থার জন্যে জায়গা দরকার ছিল ১২ থেকে ১৫ শতাংশ , সেখানে আছে মাত্র ৮ শতাংশ ।
১৯৯২ সালে ঢাকার রাস্তায় কিলো প্রতি গাড়ি চলত ২০০ এর মত আর এখন তার পরিমান ৫৫০ এর অধিক । ঢাকাতে প্রতিদিন নতুন এবং রিকন্ডিশন গাড়ি রাস্তায় নামছে প্রায় ৩০০ এর অধিক , আর বছরে যার পরিমান ১৫ শতাংশ ।
এই গতিহীনটা আমাদেরকে থামিয়ে দিচ্ছে ৩য় বিশ্বের উন্নয়নের দৌড়ে । মুখ থুবড়ে পরছে আমাদের অর্থনীতি । চার্টার্ড ইন্সটিটিউট অব লজিস্টিকস অ্যান্ড ট্রান্সপোর্ট বাংলাদেশ এবং মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি পরিচালিত এক গবেষণায় দেখা গেছে , যানজটে ঢাকাতে বছরে আর্থিক ক্ষতির পরিমান প্রায় ১৯ হাজার ৫৫ কোটি টাকার বেশি ।আর বাৎসরিক কর্মঘণ্টা নষ্টের পরিমান ৮.১৬ বিলিয়ন । যা রীতিমত ভীতিকর ।
আমাদের বর্তমান নির্বাচিত সরকারকে ””রূপকল্প ২০২১”” এর কাঙ্ক্ষিত লক্ষমাত্রায় পৌঁছতে হলে পাড়ি দিতে হবে অনেক বন্ধুর পথ । নতুন করে তৈরি হয়েছে অনেক ফ্লাইওভার , সংযোগ হয়েছে নতুন মেট্রো রেল । কতটুকু সফলতা আনতে পেরেছে এসব । ঢাকাতে মানুষ প্রতিনিয়ত হিমশিম খাচ্ছে যানজটের কবলে । হসপিটালের বেডে নয় রাস্তায় জীবন যাচ্ছে , বাড়ছে অ্যাম্বুলেঞ্চ এর হুইসেল ।
সরকারের কাছে আমাদের আকুল আবেদন যেন রুপকল্পের ২০২১ হয় ,
”””””””””””””””””””””’ যানজট মুক্ত সবুজ ঢাকা ! ”””””””””””””””””””””””””
●●●●●●●●●●●●●●●●●●●●●●●● ●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●
১২টি মন্তব্য
মা মাটি দেশ
যানজট মুক্ত সবুজ ঢাকা ! ”
চাই ট্রাফিক নিয়মের প্রয়োগ (y)
জিসান শা ইকরাম
উন্নত হতে হলে যানজট কমাতেই হবে ।
ভালো লিখেছেন ।
মোঃ মজিবর রহমান
সব সত্যি
কি করবেন বলেন?
এক সরকার করতে চাইলে অপরের বাধা,
অপর আসলে অপরের বাধা।
রুপকল্প ২০২১ বাস্তবায়ন সম্ভব তবে ধীর গতিতে।
ফাহিমা কানিজ লাভা
বড়ই জটিলতা জমাট হয় এই যানজটের কারণে। 🙁
খসড়া
সবুজ ঢাকা আর হবে না , কোন মহানগরী সবুজ থাকে না মানুষের প্রয়োজনে। তবে ট্রাফিক নিয়ম মানলেই যানজট অনেক কমে যাবে।
এই মেঘ এই রোদ্দুর
অবরোধই ভাল ছিল ফুরুত করে বাসায় চইলা যাইতাম
বনলতা সেন
যানজট মুক্ত ঢাকার কথা ভাবতে ভরসা পাচ্ছিনে তেমন একটা ।
লীলাবতী
এমন স্বপ্নের শহর দেখতে চাই ।
হলুদ পরী সাদা নাকফুল
যানজট মুক্ত ঢাকা শহর শুধু স্বপ্নের।
নীলকন্ঠ জয়
স্বপ্ন হোক সত্যি -{@
শুন্য শুন্যালয়
অসহ্য এই জানজট…মুক্তি চাই মুক্তি চাই..
রিমি রুম্মান
যানজট কমবে কেমন করে…? সবাই যে শহরমুখী…