সুপ্রিয় লেখক এবং পাঠক বৃন্দ , কেমন আছেন সবাই ?
পথের ধারে অযত্নে বেড়ে ওঠা বনফুল ঘাসফুল দের নিয়েই এবারের ছবি ব্লগের এলবাম টি সাজানো হয়েছে ।
মোট চার টা পর্বে এদের সৌন্দর্য অবলোকন করবো আমরা ।

বহু ব্যয় করি বহু দেশ ঘুরে
দেখিতে গিয়েছি পর্বতমালা,
দেখিতে গিয়েছি সিন্ধু।
দেখা হয় নাই চক্ষু মেলিয়া
ঘর হতে শুধু দুই পা ফেলিয়া
একটি ধানের শিষের উপরে
একটি শিশিরবিন্দু।

আগের পর্বে আমরা শিশির বিন্দু দেখেছিলাম । এবারে দেখবো ঘাস ফুল আর বনফুল ।

শিরীষ ফুল (Albizia)

sanjay-24

 

পথের ধারে ওরা তিন বোন

sanjay-25

পথের পাশে পাতার ছায়ায়

sanjay-17

 

জলে ভাসা পু্ষ্পের হাসি

sanjay-14

 

sanjay-1

 

বৃষ্টির ছোঁয়ায় স্নিগ্ধতা

sanjay-6

সবাইকে অনেক ধন্যবাদ

Thank U GIF - Find & Share on GIPHY

মোবাইল ফটোগ্রাফি পর্ব ০৫ (বনফুল ঘাসফুল ১)

১৯৬৬জন ১৯৬৫জন
0 Shares

১৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ