সুপ্রিয় লেখক এবং পাঠক বৃন্দ , কেমন আছেন সবাই ?
পথের ধারে অযত্নে বেড়ে ওঠা বনফুল ঘাসফুল দের নিয়েই এবারের ছবি ব্লগের এলবাম টি সাজানো হয়েছে ।
মোট চার টা পর্বে এদের সৌন্দর্য অবলোকন করবো আমরা ।
বহু ব্যয় করি বহু দেশ ঘুরে
দেখিতে গিয়েছি পর্বতমালা,
দেখিতে গিয়েছি সিন্ধু।
দেখা হয় নাই চক্ষু মেলিয়া
ঘর হতে শুধু দুই পা ফেলিয়া
একটি ধানের শিষের উপরে
একটি শিশিরবিন্দু।
আগের পর্বে আমরা শিশির বিন্দু দেখেছিলাম । এবারে দেখবো ঘাস ফুল আর বনফুল ।
শিরীষ ফুল (Albizia)
পথের ধারে ওরা তিন বোন
পথের পাশে পাতার ছায়ায়
জলে ভাসা পু্ষ্পের হাসি
বৃষ্টির ছোঁয়ায় স্নিগ্ধতা
সবাইকে অনেক ধন্যবাদ
১৩টি মন্তব্য
নীহারিকা
প্রতিটি ছবিই চমৎকার। কি মোবাইলের ছবি ভাই? এত্ত সুন্দর ম্যাক্রো মোডের ছবি উঠেছে বিশ্বাসই হচ্ছে না।
সঞ্জয় কুমার
কম দামি চায়না মোবাইল । আসলে ভাল ক্যামেরার চেয়েও ফটোগ্রাফির প্রতি ভালোবাসা টা বেশী গুরুত্বপূর্ণ । যে কেন সাধারন জিনিসও সম্পূর্ণ ভালোবাসা দিয়ে করলেই সেটা অসাধারণ করা সম্ভব ।
আপনার মুল্যবান কমেন্ট এর জন্য ধন্যবাদ
নীলাঞ্জনা নীলা
প্রতিটি ছবিই অসাধারণ! দৃষ্টি থেকে মনকে স্পর্শ করেছে শিরিষ ফুলের ছবিটি।
ধন্যবাদ আপনাকে।
সঞ্জয় কুমার
আপনাকে ও অনেক ধন্যবাদ
মোঃ মজিবর রহমান
সঞ্জয় দা, ছবির সাথে ক্যাপশন দারুন । প্রকৃতি এভাবেই পৃথিবীর শোভা বাড়ায়।
ধন্যবাদ।
সঞ্জয় কুমার
অনেক ধন্যবাদ মজিবর ভাই
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
বরাবরের মত ভাল লাগা জানিয়ে গেলাম -{@
সঞ্জয় কুমার
অনেক ধন্যবাদ
ইঞ্জা
ভীষণ সুন্দর সব ছবি আর ফুল, খুব ভালো লাগলো দাদা।
সঞ্জয় কুমার
ধন্যবাদ ইঞ্জা ভাই
ইঞ্জা
শুভেচ্ছা
জিসান শা ইকরাম
মোবাইল দিয়ে এত ভাল ছবি তোলা যায়!
সুন্দর হয়েছে।
সঞ্জয় কুমার
ধন্যবাদ মামা । সব ছবি মোবাইলে তোলা