সাগরের ঢেউ যেমন ফুঁসে, গর্জে, আছ্ড়ে পড়ে বেলায়
তেমনি কান্নার ঢেউ কেঁপে কেঁপে উঠে মেয়েটির শরীরে
তপ্ত নোনা জল দু’চোখের কোন বেয়ে বাইরে গড়ায়।
চাকচিক্যময় এই শহরের ছোট্ট চিলেকোঠার বাইরে
আহত পাখির ন্যায় কার্নিশের কিনারে এসে দাঁড়ায়,
একদা সদা খিলখিলিয়ে হেসে উঠা উচ্ছল মেয়েটি
শাড়ি’র আঁচল উড়িয়ে নেওয়া বিলাসী হাওয়ায়।
ছেঁড়াছেঁড়া সেই পড়ন্ত বিকেলে আকাশ পানে তাকায়
সীমাহীন নীল আর দলাদলা মেঘের আনাচে-কানাচে,
তন্ন তন্ন করে সৃষ্টিকর্তাকে খুঁজে বেড়ায়
রাশি রাশি প্রশ্নের মাঝে একটি-ই সুধায়
কালো বলে কেন লোকে হেলায় ফেলায়
গরীবের ঘরে কালোমেয়ে যেন না জন্মায়।
২৬টি মন্তব্য
মোঃ মজিবর রহমান
সুন্দর অয়বয়ে লিখা কবিতাটি খুব ভালই লাগলো।
রিমি রুম্মান
ধন্যবাদ … ভাল থাকবেন।
প্রজন্ম ৭১
সৃষ্টিকর্তা কেন যে মেয়েদের কালো বানান ? একজন কালো মেয়ে অসাধারণ গুনের অধিকারিণী হয়েও শুধু শারীরিক রঙয়ের কারনে উপেক্ষিত হয় । ভালো লিখেছেন আপু ।
রিমি রুম্মান
ধন্যবাদ, আমার খুব কাছ থেকে দেখা একটি ঘটনা থেকে লেখা কবিতাটি।
নীলকন্ঠ জয়
অনেক আগে লিখেছিলাম,
“বিধাতা আমায় করেছে কালো,
দেয়নি আমায় দিনের আলো,
……………………………………
কালো রূপে জ্বালো আগুন জ্বালো।। 🙁
এভাবেই কয়েকলাইন। ঠিক মনে করতে পারছি না। কবিতাটিতে উচিৎ সত্যের প্রকাশ হয়েছে। গরীবের ঘরে কালো মেয়ের জন্ম না হওয়াই ভালো। শুভেচ্ছা। -{@
হলুদ পরী সাদা নাকফুল
মানুষ মানুষের মনকে দেখতে পছন্দ করে না ,পছন্দ করে বাহিরের চাকচিক্য রূপটি দেখতে……… কিন্তু কেউ ভাবে না রূপ নশ্বর তা নষ্ট হতে পারে কিন্তু মন কখনো নষ্ট হয় না ……… মানুষের আসল সৌন্দর্য তার মন…………… রূপই যদি সব হয়ে থাকে তবে বিধাতার সবাইকেই রূপ সমৃদ্ধ করে তৈরি করা উচিৎ ছিল………… কাউকে অসুন্দর করে নয়।
রিমি রুম্মান
মানুষের অন্তর্গত সৌন্দর্য যদি পৃথিবীর মানুষগুলো দেখতো তবে পৃথিবীটা আরো সুন্দর হতো। সুন্দর উপলব্ধি আপনার। ভাল থাকবেন।
রিমি রুম্মান
ভাল থাকবেন… ধন্যবাদ আপনাকেও।
হলুদ পরী সাদা নাকফুল
আপু ভালো লিখেছেন অনেক………… কাউকেই অসুন্দর করে নয় সুন্দর করেই তৈরি করা উচিৎ ছিল , তাহলে কেউ রূপ সম্পর্কিত কষ্ট পেত না
রিমি রুম্মান
সেই কালো মেয়েটির কষ্ট আমাকে ভীষণ ভাবে স্পর্শ করেছিল, যাকে পাত্র পক্ষ দেখতে এসে বারবারই ফিরে যেতো। ধন্যবাদ।
হলুদ পরী সাদা নাকফুল
সত্যি অনেক কষ্ট দায়ক ……… মন ভেঙ্গে যাওয়ার কষ্ট অনেক বড় কষ্ট ……… ধন্যবাদ আপনাকেও।
শুন্য শুন্যালয়
খুব সুন্দর লেখা ..
ভেতরের সৌন্দর্য টা যদি সবাই দেখতে পেতো ..
রিমি রুম্মান
মানুষের অন্তর্গত সৌন্দর্য যদি সবাই দেখতো, তবে পৃথিবীটা অনেক সুন্দর হতো।
রিমি রুম্মান
কেউ দেখেনা ভেতরের সৌন্দর্য। যদি দেখতো পৃথিবীটা অনেক সুন্দর হতো।
খসড়া
কালো সে যতই কালো হোক
দেখেছি তার কাল হরিণ চোখ।
রিমি রুম্মান
তার কালো হরিণ চোখ যদি আপনার মত করে সবাই দেখতো… ইস্!
বেলাল হোসাইন রনি
তন্ন তন্ন করে সৃষ্টিকর্তাকে খুঁজে বেড়ায়
রাশি রাশি প্রশ্নের মাঝে একটি-ই সুধায়
কালো বলে কেন লোকে হেলায় ফেলায়
গরীবের ঘরে কালোমেয়ে যেন না জন্মায়।
লাইন কয়েকটি অসধারন হয়েছে। কবিতাটিতে সুন্দর ভাবে বর্ণ বেদাভেদ ফুটিয়ে তুলেছেন। দরুন হয়েছে
রিমি রুম্মান
ধন্যবাদ,এমন মন্তব্যে উৎসাহিত হই। ভাল থাকবেন।
রিমি রুম্মান
ধন্যবাদ অশেষ… -{@
ছন্নছাড়া
যারা রুপ দেখে গুনের বিচার করে না তাঁদের দিক্ষার জানাই
কবিতা অনেক ভালো লেগেছে (y)
রিমি রুম্মান
হুম… এদের ভেতরটাই কালো। ভাল থাকবেন।
জিসান শা ইকরাম
ভালো লিখেছেন । আমরা সবাই বাইরে থেকে দেখে আকৃষ্ট হই । অথচ ভিতরে কত অন্ধকার থাকে অনেকেরই।
রিমি রুম্মান
হুম…ভিতরে কত অন্ধকার থাকে অনেকেরই।
ছাইরাছ হেলাল
কঠিন বাস্তবতা উপস্থাপন করেছেন ।
রিমি রুম্মান
বাস্তবতা অনেক জটিল…
লীলাবতী
খুব ভালো লেগেছে আপু ।