প্রিয় রক্তরাজ, তুমি কী জান ?
শ্রাবণের বার্তা নিয়েই আষাঢ়ের কদমেরা আসে
জলের জৈবিক স্পর্শে চঞ্চলা হয়ে ওঠে
কার্বন ছোঁয়া ক্লোরোফিল মন
শরতের মেয়েরা হেঁটে পার হয় হার্টবিট নদী
তবুও বিশ্বাস করো না
তারা কখনও গর্ভবতী হবে না।
রক্তরাজ আমি শুধু প্রেম চাই না
আমি চাই তুমি প্রেমিক হও বিপ্লবী হও
হৃদপিণ্ডের ঠিক উপরে তাকাও
যেভাবে আস্ফালন করে তাকায় জন্ম-জননী
এবং শীতল করে দেয় কোটি-বছরের মরু-তৃষ্ণা
আমি চাই তুমি জেগে উঠ রক্তে-রক্তে
মেশিনগানের মতো উত্তপ্ত হোক তোমার কালো চোখ।
রক্তরাজ তুমি অনুভব কর মানুষের মন
তোমার সমস্ত অনুভূতি দিয়ে
এবং জ্বালাও তোমার সাহসের আগুন
জ্বলে ওঠো অগ্নি-মানুষ সুপ্ত আগ্নেয়গিরি
চেতনার উত্তাপে উত্তাপে পুড়িয়ে দাও
অদৃশ্য পথের রক্ত-ধূলি
টুঁটি চেপে ধরা দানবের হাত।
এখনও আঁধারে ডাকে সমুদ্র সিংহ
বুকে হাত ধরে বসে থাকে নির্বাক শিশু
সাপের মতো শীতল ভীতু ও ভয়ংকর নিঃশ্বাসেরা
কাশের বনে কালো কাশের ধোঁয়া
মেঘের আগুনে লাল হরিণের শিং
ঘুমের চোখে সাঁতার কাটে
শাবলধারী নগরের নাগরিক।
তোমার শপথ আমার শপথ
আকাশে আসীন আঙুল উঁচু ঈশ্বরের শপথ
পৃথিবী জ্বলন্ত এখনও জ্বলছে
জ্বলে ওঠো রক্তরাজ জয়ধ্বনি
দানের দণ্ডে দণ্ডিত মহাবীর
নির্বাসিত পর্বতের অলৌকিক-পা
একফোঁটা সত্য নিয়েই দৌড়ের শুরু হোক
পারমাণবিক পাল্লায় উঠে আসুক মানুষের ওজন।
দালান জাহান
১৮/৮/১৯
সখিপুর।
১৭টি মন্তব্য
শামীম চৌধুরী
ভালো লাগলো কবিতাটি।
দালান জাহান
ধন্যবাদ ভাই ভালোবাসা অনিঃশেষ
নাজমুল হুদা
বরাবরের মতোই আপনি ভালো লিখেন।
ভালো লাগলো মেশিনগানের মতো উত্তপ্ত চোখ ।
দালান জাহান
ধন্যবাদ কবি অনিঃশেষ ভালোবাসা
নিতাই বাবু
আমাদের সকলকে নতুন করে শপথ নিতে হবে।
দালান জাহান
আমাদেরকে শপথ নিতে হবে ভাই হা
জিসান শা ইকরাম
অনেক ভালো লেগেছে কবিতা দালান ভাই।
শুভ কামনা।
দালান জাহান
ভাই ভালোবাসা
তৌহিদ
মনের কথাগুলি যেন বলে দিলেন কবিতার মাধ্যমে। ধন্যবাদ আপনার প্রাপ্য দালান ভাই।
দালান জাহান
ধন্যবাদ তৌহিদ ভাই অনেক অনেক শুভেচ্ছা
তৌহিদ
শুভকামনা রইলো ভাই।
মাসুদ চয়ন
ভালো লিখেছেন
দালান জাহান
ধন্যবাদ কবি শুভেচ্ছা
আরজু মুক্তা
সাহসী হতে হলে তো রক্তকেই ফুটতে হবে।
সাহসী উচ্চারণ
দালান জাহান
ধন্যবাদ কবি
মনির হোসেন মমি
সংগ্রামী কবিতা। অনেক ভাল হয়েছে।
—–
রক্তরাজ তুমি অনুভব কর মানুষের মন
তোমার সমস্ত অনুভূতি দিয়ে
এবং জ্বালাও তোমার সাহসের আগুন
জ্বলে ওঠো অগ্নি-মানুষ সুপ্ত আগ্নেয়গিরি
চেতনার উত্তাপে উত্তাপে পুড়িয়ে দাও
অদৃশ্য পথের রক্ত-ধূলি
টুঁটি চেপে ধরা দানবের হাত।
দালান জাহান
অনেক অনেক কৃতজ্ঞতা সহ ভালোবাসা কবি।