
ধস্ত সময়ে বেহাল আমরা সবাই,
ভেতরে শোরগোল তোলা লেখারা,
নিরন্তর আনন্দ-বেদনার কলরোলে,
লেখা-গ্রস্ত, লেখা-রোগগ্রস্ত হলেও
কাটাচ্ছে প্রহর দিবা রাত্রির;
হতে পারে এ এক বিপুল অযথার পণ্ড শ্রম!
আগাছার আঁকিবুঁকি! বিনাশী রেওয়াজ-রীতি,
তুচ্ছাতিতুচ্ছ বিষয়-আশয় নিয়ে নিতান্ত সহজ-কঠিনে
আঁকাআঁকি/লেখালেখির হামাগুড়ি, ভুল বানানে;
হোক-না অজ্ঞানতা-জাত,অসীম শূন্যতার
জগদ্দল পাথর-মগজে ও অস্থি-মজ্জায়।
হঠাৎ থেমে যাওয়া নদী ও অপেক্ষায় থাকে
মেঘ মিনারের বৃষ্টি ও জোয়ার দু’কুলে;
ছবি নেট থেকে।
৮টি মন্তব্য
রোকসানা খন্দকার রুকু
হাজির বলতেও সাহস নেই। তবুও হাজিরা দিলাম।
সব মিলিয়ে খুব খারাপ সময়ে আছি আমরা। একসাথে যেন সকল দূর্যোগ চেপে ধরেছে তবুও পন্ডশ্রমই দেই কোনকিছুর আশা না করে।
শুভ কামনা ভাইয়া।
ছাইরাছ হেলাল
এ ভাবে বলতে নেই, হাজিরা থেকে আপনি রেহাই পাচ্ছেন-না।
শ্রম চালু থাকুক/থাকবে।
ভাল থাকুন।
পপি তালুকদার
এই পরিস্থিতির মধ্যে ভালো আছি বলা বা কেমন আছেন জানতে চাওয়াটা বড্ডই বেমানান মনে হয়।
তবুও চলছে জীবন সকল উৎকন্ঠা নিয়ে…..
আশা রাখি সব ঠিক হয়ে যাবে।
শুভকামনা রইলো নিরন্তর।
ছাইরাছ হেলাল
আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন এ প্রার্থনা সবার জন্য।
ভাল থাকুন।
আরজু মুক্তা
মোহনায় এসে থমকে যাওয়া নদীর মতো আমিও অপেক্ষায়। যদি এক পশলা বৃষ্টি হয়।
ছাইরাছ হেলাল
আপনার অপেক্ষার বৃষ্টি ঝর্ণা ধারার মত নেমে আসুকতা চাই।
তবে চুবিয়ে/ডুবিয়ে না-দিলেই হয়।
ভাল থাকুন।
সুপর্ণা ফাল্গুনী
অনেক অনেক শীতল বৃষ্টি চা-ই-ই। পরিবেশ , পরিস্থিতি খুবই নাজুক। অপেক্ষার প্রহর গুনছি । অবিরত শুভেচ্ছা ও শুভকামনা রইলো
ছাইরাছ হেলাল
সব কিছুতেই ভাল ভাবে উৎরে যেন সবাই যেতে পারি,
এমন ইচ্ছাতেই থাকি।
নিরাপদে থাকুন।