মৃত্যু পথযাত্রী সম্ভাবনা

আনন্দধারা বহিছে ভুবনে ১১ আগস্ট ২০১৬, বৃহস্পতিবার, ০৯:২৬:৩৮পূর্বাহ্ন ছবিব্লগ, রম্য ৫৩ মন্তব্য

ইদানিং মাথার চুল সারাক্ষণ সজারুর কাঁটার মতো মাথা থেকে ১৮০ ডিগ্রী সোজা হয়ে থাকে। বেকারত্বের অবসান, তবে চাকরী নেই। এক বন্ধুর পরামর্শ মনে ধরলো খুবই। সে বেকার অবস্থায় বিয়ে করেছে, পাঁচ বছরের মধ্যেই বৌ ভাগ্যে সে ভাল এখন, কার নিয়ে চলাফেরা  করে। আহা কত আনন্দের সংবাদ। চাকুরী খুঁজতে খুঁজতে স্যান্ডেলের নীচে ছিদ্র হয়ে গিয়েছে, ভাগ্যিস পায়ের পাতার নীচের স্যান্ডেল কারো চোখে পরেনা। স্যান্ডেলের উপরের চামড়ার বেল্ট তো ঝক্‌ঝকে তকতকেই থাকে। পায়ের উপর পা তুলে ভুলেও বসি না কোথাও, উপরে ফিটফাট ভিতরে সদরঘাট প্রকাশ না হয়ে যায় আবার।
13932944_312224015835054_7970061550127740014_n
আরে এত সস্তা লেডিস? কিন্তু আমার তো এক জোড়া দরকার নেই? বললাম ভাই, আমার একজোড়া লাগবে না। কিন্তু জোড়া ছাড়া সে দিবেই না। কি আর করা, একজোড়া লেডিসই নিলাম। আমার মত কারো যদি একজন লাগে তাকে না হয় পঁচাত্তর টাকায় দিয়ে দেবো 🙂  আর একজোড়া থাকলেই বা সমস্যা কি? দু জোড়া তো রাখাই যায়। বৌ ভাগ্যে চারটে কার এর মালিক হয়ে যাবো  😀

কাজী অফিস খুঁজতে গেলাম। অনেক খোঁজাখুঁজির পরে পেয়েও গেলাম। কাজী অফিস প্রতি রাস্তায় থাকতে পারেনা? এতক্ষন হেঁটে স্যান্ডেলের ফুটো হওয়া অংশ থেকে পায়ের পাতায় রাস্তার পীচ এর গরমে ফোস্কা পরার অবস্থা 🙁
13925051_313004142423708_3196383643497821278_n
কিন্তু একি ! 🙁    ;(  কাজী অফিসে মহিলা প্রবেশ সম্পুর্ন নিষেধ!! এটি কেমন কথা? তাহলে বিয়ে করবে কি পুরুষে পুরুষে? এই পাগল কাজী তো আমাকেই পাগল বানিয়ে ফেলবে? ভাইয়েরা, আপুরা আমি এখন কি করবো? একজোড়া লেডিস নিয়ে আমি কি করবো? বিয়ে না করে যদি বাসায় যাই, আম্মু আর দজ্জাল আপুর মাইর একটাও মাটিতে পরবে না   ;(

খুঁজতে আরম্ভ করলাম কাজীর বাসা, সাথে জোড়া লেডিস। কাজীর মাথা যদি আজ না ফাটিয়েছি তো আমার নাম………… :@

১জন ১জন
0 Shares

৫৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ