ইদানিং মাথার চুল সারাক্ষণ সজারুর কাঁটার মতো মাথা থেকে ১৮০ ডিগ্রী সোজা হয়ে থাকে। বেকারত্বের অবসান, তবে চাকরী নেই। এক বন্ধুর পরামর্শ মনে ধরলো খুবই। সে বেকার অবস্থায় বিয়ে করেছে, পাঁচ বছরের মধ্যেই বৌ ভাগ্যে সে ভাল এখন, কার নিয়ে চলাফেরা করে। আহা কত আনন্দের সংবাদ। চাকুরী খুঁজতে খুঁজতে স্যান্ডেলের নীচে ছিদ্র হয়ে গিয়েছে, ভাগ্যিস পায়ের পাতার নীচের স্যান্ডেল কারো চোখে পরেনা। স্যান্ডেলের উপরের চামড়ার বেল্ট তো ঝক্ঝকে তকতকেই থাকে। পায়ের উপর পা তুলে ভুলেও বসি না কোথাও, উপরে ফিটফাট ভিতরে সদরঘাট প্রকাশ না হয়ে যায় আবার।
আরে এত সস্তা লেডিস? কিন্তু আমার তো এক জোড়া দরকার নেই? বললাম ভাই, আমার একজোড়া লাগবে না। কিন্তু জোড়া ছাড়া সে দিবেই না। কি আর করা, একজোড়া লেডিসই নিলাম। আমার মত কারো যদি একজন লাগে তাকে না হয় পঁচাত্তর টাকায় দিয়ে দেবো 🙂 আর একজোড়া থাকলেই বা সমস্যা কি? দু জোড়া তো রাখাই যায়। বৌ ভাগ্যে চারটে কার এর মালিক হয়ে যাবো 😀
কাজী অফিস খুঁজতে গেলাম। অনেক খোঁজাখুঁজির পরে পেয়েও গেলাম। কাজী অফিস প্রতি রাস্তায় থাকতে পারেনা? এতক্ষন হেঁটে স্যান্ডেলের ফুটো হওয়া অংশ থেকে পায়ের পাতায় রাস্তার পীচ এর গরমে ফোস্কা পরার অবস্থা 🙁
কিন্তু একি ! 🙁 ;( কাজী অফিসে মহিলা প্রবেশ সম্পুর্ন নিষেধ!! এটি কেমন কথা? তাহলে বিয়ে করবে কি পুরুষে পুরুষে? এই পাগল কাজী তো আমাকেই পাগল বানিয়ে ফেলবে? ভাইয়েরা, আপুরা আমি এখন কি করবো? একজোড়া লেডিস নিয়ে আমি কি করবো? বিয়ে না করে যদি বাসায় যাই, আম্মু আর দজ্জাল আপুর মাইর একটাও মাটিতে পরবে না ;(
খুঁজতে আরম্ভ করলাম কাজীর বাসা, সাথে জোড়া লেডিস। কাজীর মাথা যদি আজ না ফাটিয়েছি তো আমার নাম………… :@
৫৩টি মন্তব্য
মোঃ মজিবর রহমান
সজীব ভাই, নো প্রবলেম জোড়া জোড়া আল্লাহ আল্লাহ করেন গাড়ী দ্রতই হয়ে যাবে ইন শাল্লাহ।
কাজির দরকার কি ছয় পা, ছয় হাত তিন মুখ যদি একত্রে থাকতে পারেন ওহ! সোনায় সোহাগা। কেল্লা ফতে।
হোক মউলা হোক মউলা।
ব্লগার সজীব
সহি বিয়েতে কাজী দরকার ভাইয়া।
মোঃ মজিবর রহমান
মনের মিলে আল্লাহপাক মেনে নেয়।
এটাও সহি।
ব্লগার সজীব
এরপর হানিমুনে গেলে যদি বিয়ের কাবিন নামা দেখতে চায়? নে দেখাতে পারলে তো পুলিশ জংগি সন্দেহে আটক করে নিয়ে যাবে। ক্রস ফায়ার দিলে আমাকে আপনারা আর পাবেন? 🙁
মেহেরী তাজ
শিষ্য হারায়ে কই যাও? জন্মবৃত্তান্ত কাগজ পত্র ভর্তি ফাইল নিয়ে সারাদিন ঘোরাফেরা কর? ;?
চাকরি না পেয়েই এক জোড়া লেডিস? পাইলে কি করবে?? ;?
থাক কই জরিমানা হবে…..
ব্লগার সজীব
পাগলা কাজীকে খুঁজতে যাই ওস্তাদ। মহিলা প্রবেশ নিষেধ হলে বিয়ে করবে কিভাবে মহিলারা? স্ত্রী ভাগ্যে চাকরী হবে, গাড়ি হবে 🙂
মেহেরী তাজ
স্ত্রী ভাগ্যে গাড়ি নিবে? ধুর তোমারই না গাড়ির কারখানা আছে…..!?
ব্লগার সজীব
আমার গাড়ির কারখানায় তো গাড়ি তৈরী সোনেলার কয়েকজনের জন্য। নিজের ব্যবহারের জন্য নয় ওস্তাদ। একটি জিনিস তৈরী করে আপনদের গিফট করা অনেক আনন্দের না ওস্তাদ? 🙂
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
হা হা হা সজীব ভাই আপনি পারেনও…দিলেনো সাত সকালে চিন্তিত মনটা রাঙ্গিয়ে 😀
ব্লগার সজীব
কিন্তু কাজীর বিচার কে করবে ভাইয়া?
সিকদার
এক জোড়া লেডিস ? 😮 কাজি অফিসে মহিলা প্রবেশ নিষেধ , তাহলে কাজিকে অফিস থেকে বের করে নিয়ে আসুন । তারপর মিয়া বিবি রাজি কেয়া করে গা কাজি । \|/
ব্লগার সজীব
কাজীর অফিসে তালা দেয়া ভাইয়া 🙁 তারে খুঁজে খুঁজে হয়রান আমি।
সিকদার
বিয়ে পড়াতে কাজি লাগে না পাজি মার্কা চারজন বয়স্ক পুরুষের সামনে নারী পুরুষ কবুল বললেই বিয়ে হয়ে যায় । আমি একজন আছি আর তিনজন জোগাড় করেন । 😀
ব্লগার সজীব
দিনকাল খুব খারাপ ভাইয়া, কাবিন নামা সাথে নিয়ে হানিমুনে যেতে হবেনা? নাহলে সমস্যা আছে 😀
মৌনতা রিতু
শিরোনাম টা সজীব ভাইর সাথে যায় নাই।
পোষ্ট পড়েই মনে হল, হ্যাঁ সজীব ভাই এসে গেছে।
কাজীরএকদিন কি ,,,,,,,,,,
শালার দোকানদার, প্রতি জোরা লেডিস ১৫০ টাকা :@ ;(
সজীব ভাই বন্দুক ওয়ালি কৈ গেল ?
ব্লগার সজীব
এসে গেছি আপু 🙂 কাজীকে পাকরাও করে ওস্তাদের কাছেই নিয়ে যাবো। ওস্তাদের মাইর শেষ রাতে, বুঝবে এবার পাগলা কাজী।
শুন্য শুন্যালয়
শিরোনাম যথার্থই আছে, হাসতে হাসতে আমিই এখন মৃত্যু পথযাত্রী হবার মতো অবস্থা :D)
ভাইয়েরা, আপুরা আমি এখন কি করবো?
:D) যেইখান থেকে কিনছিলেন অইখানেই ফেরত দিয়া আসেন। আর নেক্সট টাইম এক জোড়া লেডিসের সাথে একজন কাজী ফ্রি এই ব্যবসা চালু করতে বলেন।
ইয়ে ভাভু বাইয়া, মেয়ে বেকারদের জন্যে কি সিস্টেম? জোড়ার দাম কিন্তু জেনটসের বেলায় আরো কম হওয়া উচিৎ। 😀
আপনাকে আল্লাহ্ একটা ব্রেইন দিছে গো, নাইলে এই ছবি পাইয়া এইসব লেখা ইটা মারলেও আমার মাথায় আসতো না।
সজু মানেই স্মাইল প্লিজ 🙂
নীলাঞ্জনা নীলা
শুন্য আপুউউউউউউউউ মাথা গরম হইয়া গেছে। তুমি আমার ভাভু বাইয়ারে ভাভু বাইয়া কইয়া ক্যান ডাকো? :@
তোমার কইলাম খবর আছে। :@
শুন্য শুন্যালয়
আচ্ছা আর ডাকুম না, আমি সজুর নতুন নাম দিছি, “স্মাইল প্লিজ” 🙂
নীলাঞ্জনা নীলা
শুন্য আপু ঠিক আছে যাও এইবারের মতো ছাইড়া দিলাম।
ব্লগার সজীব
স্মাইল প্লিজ আমার নতুন নাম!? 🙂 ধন্যবাদ শুন্য আপু -{@
ব্লগার সজীব
আপু, লেডিস কেনার সময়ে বলে দিয়েছে অফেরযোগ্য। ফেরত যে দেয়া যাবেনা 🙁 লেডিসেরা যদি জেন্টস কেনে তাহলে নাকি একটা কিনলে একটা ফ্রি। তাহলে জেন্টস একজোড়া ৭৫ টাকান কাজী ফ্রি নাই। আর এখন পর্যন্ত কাজীকে খুঁজে পেলামনা 🙁
শুন্য শুন্যালয়
জেন্টসের দাম এত সস্তা ক্যান? ;? একটা কিনলে আরেকটা ফ্রি? লোভনীয় অফার, কিন্তু জামাই ভাগ্যে ভাগ্য ফেরে এমন নজির দুইন্যাতে নাই কইলাম। 🙂
কাজী ব্যাটা এক জোড়া জেন্টসের খোঁজে গিয়েছে, মহিলা প্রবেশ যেহেতু নিষিদ্ধ 🙂
ব্লগার সজীব
লোভনীয় অফার ^:^ 🙂 স্বামি ভাগ্যে গাড়ি নারীরা কি কয়্যেক জোড়া পুরুষ কিনতো? :p
শুন্য শুন্যালয়
খায়েশ তো একটু হইতেই পারে। উহা কী শুধু পুরুষের জন্য বরাদ্দ স্মাইল প্লিজ? 🙂
ব্লগার সজীব
না না কেমল পুরুষের জন্য বরাদ্ধ থাকবে কেন? বিসমিল্লাহ বলে দুই জোড়া নিয়ে নিন আপু, আমরা কত্ত গুলো বিয়ের খাবার খেতে পারবো 😀
মিষ্টি জিন
ওমামামা… হা হা হা .. :D) :D) :D) :D) দুইজোডা লেডিস ই নিলে পারতেন । বিধানে আঁছে তো কাজীর ব্যাপারে চিন্তাইয়া নেই।
;?
হাসাইতে হাসাইতে মানুঁষ মেরে ফেলার প্লান করেছে সজীবভাই.. :D) :D)
ব্লগার সজীব
একজোড়া নিলাম আগে, প্রাকটিস করে নেই, এরপর না হয় আর এক জোড়া নিলাম 🙂
মৃতপ্রায় মানুষকে আনন্দ দেয়ার ব্রত নিয়েছি। দোয়া করবেন আমার জন্য আপু।
নীলাঞ্জনা নীলা
:D) :D) :D) :D) :D) :D) :D) :D) :D) :D)
হাসতে হাসতে পেটে যে দু’খানা রুটি আর ডাল পড়েছিলো, সব হজম। এখন খাওয়া কোথায় পাই? ভাভু বাইয়া আপনার রাগ কাজী পাওনা বলে। আমার মাথা গরম খাদ্য নাই বলে। :@ ক্ষুধার চোটে বেশী রাগে চোখ দিয়ে অঝোরে জল ঝরিতেছে। ;(
এবার চলুন “ক”-তে কাজী এবং “খ”-তে খাদ্য খুঁজি দুই ভাই-বোনে। ঠিক আছে?
শুনেন শুনেন শুনেন যতো মহাজ্ঞানী জন
একখানা কাজী লাগিবে ভাভু বাইয়ার বিয়ার কারণ
অন্যদিকে চাই আমরা খাদ্য দুই ভাই-বোন
দ্যান খুঁজিয়া দয়া কইর্যা সোনেলার স্বজন।। 😀
ব্লগার সজীব
আহারে খাদ্য নাই দিদির। আমার নাই কাজী। ক আর খ এর সংকটে ভুগছি দুই ভাই বোন 🙁
নীলাঞ্জনা নীলা
এই দু:খ রাখি কোথায়?
আর এর সমাধানই বা কোথায় পাই? 🙁
ব্লগার সজীব
আপনি তো সমাধান পেয়েই গিয়েছেন 🙂 রেসিপি দিচ্ছেন। আমি কাজি পাইনা এখনো 🙁
প্রহেলিকা
জোড়া লেডিস যখন সাথে কাজীর জন্য আর কোনো কিছুই থেমে থাকবে না।
ব্লগার সজীব
থাকবে ভাইয়া। বিয়ে করে কাবিননামা নিতে হবে না?
অপার্থিব
মহিলা ঢুকলে কাজীর মনে হয় ওজু নষ্ট হওয়ার চান্স থাকে !!! এই কাজী মনে হয় হোম ডেলিভারী সার্ভিস দেয় মানে কেউ ফোন করে ডাকলে সে নিজেই বিয়ে পড়ানোর জন্য হাজির হয় , খুচরা ব্যবসা করে না। ই কমার্স হিসেবে কাজীর ব্যবসাও মন্দ না।
ব্লগার সজীব
হা হা হা, হোম ডেলিভারী কাজী, দারুন আইডিয়া তো 🙂 এজন্যই কাজীকে পাওয়া যাচ্ছে না ;?
গাজী বুরহান
এই জোড়া খানি আমার কাছে রাইখ্যা নিশ্চিন্ত মনে খাঁটি কাজী খোঁজেন গিয়ে। পেলে এসে নিয়ে যাবেন। দয়া লাগলে ব্যচারারে এক্টা গিফট দিয়ে দিবেন!!!! ;(
ব্লগার সজীব
এহ, আমি অনেক পছন্দ করে কিনেছি এই জোড়া, নআমার পছন্দের জিনিস আপনাকে কেন দেবো? আপনিও কিনে নিন ভাইয়া, সস্তা খুব :p
ইঞ্জা
সজীব ভাই আপনার দরকার শুদ্ধ কদুর তৈল, মাথায় দেন ঠান্ডা করেন, দুই লেডিস লগে থাকলে শুধু মাথা গরম না মাথায় টাকও পড়তে পারে, হতে পারেন একদম চাঁন্দি ছিলা। :p
ব্লগার সজীব
চুল না থাকলে কি হবে? যাদের মাথায় টাক তাদের বৌ সুন্দরী হয় জানেন আপনি ভাইয়া? 🙂
ইঞ্জা
😮 বলেন কি, তাহলে তো চুল আমার সব ফালায় দেওয়া উচিত? :p
ব্লগার সজীব
নিজে নিজে ফেলালে হবে না ভাইয়া, এমনি এমনি চুল পরে গিয়ে টাক হতে হবে 🙂
জিসান শা ইকরাম
সজারুর কাটার মত চুলের একখান ফটুক দিলে ভাল হইত।
১ জোড়ার মুল্য এত কম! কাজী সাহেব মনে হয় এত সস্তার খবর পেয়ে লেডিস কিনতে গেছেন।
এমন কাজী অফিস আসলেই কি আছে?
পোস্ট ভাল হয়েছে।
ব্লগার সজীব
সজারুর একটি ছবি দিলে ভাল হত মনে হয়। কাজী একারনেও নিখোজ হতে পারেন 🙂
জিসান শা ইকরাম
আপনার মাথার চুলের ছবি, শজারুর নয় 🙂
ব্লগার সজীব
আমিই তো নাই, তাহলে আমার মাথা আসবে কোত্থেকে? 😀
ইলিয়াস মাসুদ
এই কাজী কি গে… গো কাজী ?
এক দাম ১৫০!!! ভাই ঠিকানাটা নিজেই রাইখা দিলেন ? :D) :D)
ব্লগার সজীব
তাই তো মনে হচ্ছে 😀 ঠিকানা দেব আপনাকে, আগে কাজী খুঁজে নেই।
আবু খায়ের আনিছ
ঠিকই হয়েছে, দেড়শো টাকায় লেডিস কিনে বিয়ে করার শখ এবার মিটেছে তো?
খবরদার, সোনাদের না জানিয়ে কিছু করলে কিন্তু ভালো হবে না, এই বলে দিলাম। হা হা হা
ব্লগার সজীব
একজোরা মাত্র ১৫০ টাকা, না নিয়ে পারি ভাইয়া? এরপর যখন আবার নেব তখন সোনেলায় জানবোই জানাবো 😀
আবু খায়ের আনিছ
😀 😀 😀
মুহাম্মদ আরিফ হোসেইন
হা হা হা!
একজোড়া লেডিস এত সস্তা!!!
তা আপনার লেডিস জোড়া এখন কি অবস্থায় আছে জানতে মুঞ্চায় ……
ব্লগার সজীব
হ্যাঁ, সাইনবোর্ডে তো তাই লেখা 🙂 তাঁদের সহি হেফাজতে রেখেছি, নিরাপদ আছে। আমি কাজি এখনো খুঁজে পাচ্ছিনা 🙁