মৃতপ্রায় মানবী

সুরাইয়া পারভীন ২ ফেব্রুয়ারি ২০২০, রবিবার, ০৩:৫৮:০০অপরাহ্ন একান্ত অনুভূতি ২১ মন্তব্য

ম্যাগনেসিয়াম বিহীন উদ্ভিদের পাতার মতোই,
নিষ্প্রাণ মলিন হয়ে গেছে আমার জীবনের সমস্ত হাসি।
লৌহ বিহীন উদ্ভিদের পাতামতোই,
বির্বণ হয়ে গেছে আমার জীবনের সমস্ত খুশি।
নাইট্রোজেন বিহীন  উদ্ভিদের পাতার মতোই,
হলদে হয়ে গেছে আমার জীবনের সমস্ত আনন্দ।
ফসফরাস বিহীন উদ্ভিদের পাতার মতো,
ঝরে গেছে আমার জীবনের সমস্ত সাধ‌।
পটাশিয়াম বিহীন উদ্ভিদের পাতার মতোই,
মরে গেছে আমার জীবনের সমস্ত স্বপ্ন।

৭৫২জন ৫৩৮জন

২১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ