
আলোর মাঝে হারিয়ে গ্যাছে ভালোবাসা নষ্ট আইনের প্যাঁচে
অহংকারি মর্যাদা বাড়িয়ে দিচ্ছে ভেদাভেদ যোগ্যতাকে ছেচে।
দিন গড়িয়ে রাতের জলে আইবুড়ির নৌকাতে যাচ্ছে সে ভেসে
আজ দিনের আলোয় সমাজ তাকে আড়চোখীতে দ্যাখে
লোকে বলে মিডল এজ ক্রাইসিসে কেউ কেউ মৃত্যুকে ডাকে কাছে।
তাইতো আমি এখনও তাকে বড্ড ভালোবাসি বেঁচে থাকার সাধে
তবুও বাঁচুক সে, পৃথিবীর বিশ্বাসী মনে; যদি দূর হয় অন্ধকার গলির
দীর্ঘশ্বাসী কালো ছায়া, আমি রাজি সত্য কোনো গোপন চুক্তিতে
বিশ্বাসের ঘরে।
তবুও শূন্য পরে থাক হাহাকারময় বন্ধ অভিশপ্ত কামরা,
অপরিবর্তিত থাক জলবায়ু ও পৃথিবী।
৯টি মন্তব্য
রেজওয়ান
ভালথাকুক ভালবাসা!😐
মোঃ মজিবর রহমান
কিছু বলার নাই, যার যা করার সে তাই করুক। ভাবনাবিদ্দরা ভাবুক।
মনির হোসেন মমি
তবুও জয় হোক ভালবাসার। কবিতায় ভাল লাগা জানিয়ে গেলাম।
রেহানা বীথি
ভালোবাসাময় পৃথিবী বেঁচে থাক
বন্যা লিপি
ভালোবাসার ক্রাইসিস না হোক কখনো।
ভালোবাসা বেঁচে থাকুক ভালোবাসায়।
শুভ কামনা রইলো।
নিতাই বাবু
ভালোবাসা বেঁচে থাকুক সকলের নিশ্বাসে বিশ্বাসে। জয় হোক ভালোবাসার।
সাবিনা ইয়াসমিন
জটিল অবস্থার অবসান ঘটুক, ভালোবাসা নিয়ে বেঁচে থাকুক সকল প্রাণ।
সুন্দর ভাবনায় বিমোহিত হলাম।
শুভ কামনা রুদ্র 🌹🌹
মোহাম্মদ দিদার
জয় হোক সচ্ছ বন্ধন গুলোর।
ভালোলাগলো।
চাটিগাঁ থেকে বাহার
অপরিবর্তিত থাক জলবায়ু ও পৃথিবী।