
চলতে চলতে হয়তো পথও শেষ হয়ে যায়,
বলতে বলতে কথাও হয়তো শেষ হয়ে যায়।
দেখতে দেখতে দিনটাও শেষ হয়ে যায়,
অপেক্ষায় অপেক্ষায় রাতও শেষ হয়ে যায়।
দিন শেষে কিছুক্ষণের জন্য সূর্যও হারায়,
রাত শেষে কিছুক্ষণের জন্য চন্দ্রও হারায়।
একটা সময় মনের আবেগও ফুরিয়ে যায়,
এক সময় নদীর ঢেউও সাগরে হারিয়ে যায়।
স্বার্থের জন্য কিছু ভালবাসাও হারিয়ে যায়।
কিন্তু মায়ের ভালবাসা কখনোও ফুরায় না,
মায়ের ভালবাসা কোনদিন হারিয়ে যায় না।
আর কোন অবস্থাতেই শেষ হয়েও যায় না।
১৫টি মন্তব্য
মোঃ মজিবর রহমান
যার ভালোবাসা তুলনাহীন মধুময়
যা কোন মায়ের বুকেই শেষ নয়।
শামীনুল হক হীরা
অবশ্যই ঠিক বলেছেন সম্মানিত।। ধন্যবাদ অনন্ত।
মোঃ মজিবর রহমান
ধন্যবাদ হীরা ভাই।
জাহাঙ্গীর আলম অপূর্ব
মায়ের মতো মমতাময়ী নারী এই ধরাতে নেই
শুভকামনা রইল সদা
শামীনুল হক হীরা
ধন্যবাদ সহ ভালবাসা নিবেন সম্মানিত কবি।
ফয়জুল মহী
দারুণ ভাবনার অনন্য উপস্থাপন । মঙ্গল হোক আপনার ।
শামীনুল হক হীরা
ধন্যবাদ সতত সম্মানিত।
আলমগীর সরকার লিটন
খুব সুন্দর মায়ের প্রতি ভালবাসা রইল কবি দা
শামীনুল হক হীরা
ধন্যবাদ অনন্ত কবি।
সুপর্ণা ফাল্গুনী
বাবা-মায়ের ভালোবাসা কখনো ফুরিয়ে যায় না। এজন্য ই তারা বাবা-মা। একরাশ শুভেচ্ছা ও শুভকামনা রইলো
শামীনুল হক হীরা
মনোমুগ্ধকর মন্তব্য পেয়ে আনন্দিত হলাম সম্মানিত।।। ধন্যবাদ সহ ভালবাসা নিবেন।
মনির হোসেন মমি
আমৃত্যু মায়ের ভালবাসা থাকে জীবন্ত অতুলনীয়। চমৎকার মায়ের বন্ধনা।
মোঃ খুরশীদ আলম
মা’ কে নিয়ে আপনার অভিব্যক্তি অতুলনীয়। শ্রদ্ধা ও সম্মান আপনার মায়ের জন্য। পৃথিবীর সবগুলো মা-বাবা তাদের সন্তানের জন্য আশীর্বাদ। আল্লাহ আমাদের পিতা-মাতার হক আদায়ে সচেষ্ট রাখুন। আপনার কি এখনো আছেন?
সুরাইয়া নার্গিস
অসাধারন লিখেছেন।
আমার কাছে বাবা মা মানে আল্লাহ্ দেওয়া সর্ব শ্রেষ্ট নেয়ামত।
এদের তুলনা হয় না, বাবা মায়ের ভালোবাসার শেষ নেই।
তাই বেঁচে থাকতে বাবা,মাকে ভালোবাসুন, শ্রদ্ধা করুন,সম্মানের, আদবের সহীত তাদের সাথে কথা বলুন।
ভালো থাকুক পৃথিবীর সকল বাবা, মা।
আরজু মুক্তা
মা তো মা ই। তাঁর তুলনা নাই।