হুট করে উটকো বাজার থেকে পরিমাপণ যন্তর কিনে আনি
ঝকঝকে চকচকে তকতকে টলটলে, বেজায় দামী;
সকাল বিকেল, বিকেলের সকাল, রাতে, রাতের রাতে,
মাঝ রাতে, শেষের প্রহরে, ভাঙ্গা ঘুম থেকে উঠে পড়ে, মাপি,
মাপতেই থাকি, মাপি আর মাপি,
ব্রহ্মাণ্ডের ওজন নেয়ার কথা ভাবি
হৃদপ্রাণের ওজন নেয়ার তরিকাও ভাবি
ভালোলাগার ভালোবাসা মাপা যায় কীনা ভাবি,
প্রসূতির রক্তজলের একক নিয়েও ভাবি
এটা মাপি, ওটা মাপি, মাপামাপি মাপার কথা ভাবি।
যন্তরটা অন্ধ নাকী!
হেই, পরিমাপণ, আওয়াজ তো দাও,
ক’ কেজি বা পাউন্ড হল যন্ত্রণ?
আমোদের প্রমোদ মাপি
আসার যাওয়া মাপি
কম্পিত হৃদদেহ মাপি,
মর্মের পীড়া মাপিনি
চিৎকারের চোখজল মাপতে পারিনি,
কিছু দেখা-অদেখা স্বপন মেপে নেব
কিছু না পাওয়াও মাপার কথা ভাবব;
ধুর,
ভুল করে ভুল দোকান থেকে ভুল দামে ভুল সময়ে ভুলে ভরা বাক্স এনেছি
অসম্ভব সব মাপামাপির কথা ভাবছি, ভেবেছি।
৩৮টি মন্তব্য
শুন্য শুন্যালয়
চাল ডালের মাপটা ঠিকঠাক সেরে রান্না করে আসি, তারপর লিখছি। যদিও লেখাটা পড়ে মন খারাপ হয়েছে। চিৎকারের চোখজল মাপার যন্ত্র আমার কাছে আছে। তা আপনাকে দেয়া যাবেনা। মাপতে না পেরেই এমন মর্ম পীড়া আসবে, পারলে আসবেনা।
ছাইরাছ হেলাল
সেই যন্তর আমাকে দিতে হবে না, যদিও আপনার তা কুন কাজেই লাগবে না,
তবে দুকানের ঠায়-ঠিকানা দিলে খোঁজ-খবর করতাম!
শুন্য শুন্যালয়
আমি কবির মন মাপার কথা ভাবছি, তার ভাবনার ওজন ওয়েল সলিউবল নাকি ওয়াটার সলিউবল তাও মেপে মেপে দেখবো ভাবছি।
ভাঙ্গা ঘুম থেকে উঠে মাপন যন্ত্র নিয়ে কেউ বসে? আমি কবির মাথা কতটা আউলা হয়েছে তাও চুলচেরা মেপে নেব ভাবছি। যন্ত্ররে চোখ, মুখ গজানোর ক্ষমতা মাপতে এই বসলাম, বসছি।
ব্রক্ষান্ডের চাইতেও বেশি ওজনের কবি মাপতে বাটখারা কতো হইতে পারে, এই ভেবে মাথার চুল ছিড়ে ছিড়ে মাপতে বসেছি।
সোনেলায় যে পাগলের সংখ্যা এত বাড়ছে, ব্লগ সঞ্চালক কী কিছুই দেখেনা? 🙁
ছাইরাছ হেলাল
আপনার জন্য কোন মাপাই না মাপার মত না, তবে এখানে ওয়েল বা ওয়াটার বা এসিড কোনটিই কার্যকর নয়,
একমাত্র সোনেলার সোনায় ই সলিউবল!!
দেখুন ঘুম, আধোঘুম বা জাগরণেও মাপামাপি ই রিয়লে অন্য কিছু না। না মেপে কিছুই এধার ওধার করি না, হৃদপ্রেমটুকু ছাড়া, তবে অধুনা তা দূর্লভ এবং দুষ্প্রাপ্যও বটে,
মাপুন মাপুন! তবে কী প্রকারের বাটখারা নিলেন তা জানান দিয়েন,
আমিও প্রায় আপনার কাছাকাছিই ভাবছি, মডুনিরাই পাগলা হয়ে গেল কীনা তা কে দেখার কেউ নেই এ তল্লাটে!!
আবু খায়ের আনিছ
কান্নার জল, হৃদয়ের, ভালোবাসার, সব যদি পরিমাপ করা যেতে তবে পৃথিবী মনে হয় ধ্বংস হয়ে যেতো এতদিনে।
কবি এখন মাপামাপিতে ব্যাস্ত, ভাই ধার দিয়েন যন্ত্রটা, একবার কিছু মেপে দেখবনে।
ছাইরাছ হেলাল
ও আচ্ছা ধ্বংস হয়নি!! আমি তো ভাবলাম কম্ম কাবার দিয়ে ফেলেছি,
দেখুন মাপতে পারি আর না পারি মেপে মেপেই কিন্তু সব কিছু নিতে চাই।
আপনাকে ধার দেয়া যেতেই পারে সোনেলার সোনা হিসাবে তবে কোথায় বসে সব ভুলে-টুলে কী না কী মাপামাপি শুরু করে দেন এ ভাবনা এসেই যাচ্ছে!
আবু খায়ের আনিছ
এককাজ করলে হয় না, আপনার সাথে নিয়ে নিলেন, আর আমি আমার কাজ করে নিলাম। হা হা হা
ছাইরাছ হেলাল
এটা কিন্তু বেশ ভাল বুদ্ধি,
এত্ত বুদ্ধি যে কী কাজে লাগান!
ইঞ্জা
মাপামাপিতে কবির সাথে আমি অস্থির।
ছাইরাছ হেলাল
মাপ চালু রাখুন, তবে সামালকে!
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
আপনি মাপতে থাকুন
কোনটার পরিমাণ পেলে জানান দিয়েন।
-{@
ছাইরাছ হেলাল
অবশ্যই ফলাফল জানান হবে আওয়াজ করেই।
জিসান শা ইকরাম
আবেগ মাপার একটা মাপক আমার খুবই দর্কার,
লেখাটা মনের মধ্যে গাইথ্যা গেলো,
ছাইরাছ হেলাল
এই মডেলটি লেটেস্ট, এতে ওই অপশনটি বাদ আছে, আজকাল নাকি ওসব আর দরকার-টরকার পড়ে না, তবে যদি একান্তই মাপতে চান তবে আগের ভারসনটিতে
ট্রাই করতে পারেন।
গাইথ্যা রাখা সব সময় ভালু না। টানটুন লাগতে পারে।
জিসান শা ইকরাম
আগের ভারসনটাই ইনস্টল করেছি,
পুরাণ চাল ভাতে বাড়ে জনাব 🙂
ছাইরাছ হেলাল
ভাত বেশি হলেই ভাল, কিছু ছড়িয়ে ছিটিয়ে দেয়া যাবে, পাখিদের।
মৌনতা রিতু
আমার ভিতরে পাওয়া না পাওয়ার মান অভিমানটাকেই আগে মেপে দেখতাম।
তা, মাপামাপি শেষ হইলে কইয়েন। যন্তখান দরকার।
অশ্রুজল মাপতে গেলে সাগরে যেতে হবে।
মাপামাপি চলল কিন্তু ভালোই।
যাই শূণ্যের মতো আমি চাল মেপে ভাত চড়াই আগে। আইতাছি পরে।
ছাইরাছ হেলাল
মাপুন মাপুন, কিছুই ফেলে রাখবেন না, মাপটিও কিন্তু এক ফাঁকে মেপে নেবেন!
এই যন্তরের কাছে সাগরও কোন ব্যাপার না, চোখজল দ্রুত মেপে নোট করে রাখুন
খুব গোপনে, যদিও এটি কোন কাজেই লাগেনা।
যন্তর যে ক’খানা লাগে দেয়া যাবে, ব্যাপার না।
হ্যা, চাল-ডালের পূজোটি সেরেই ফেলুন, দেবতাদেরকে রুষ্ট করা ঠিক না।
মিষ্টি জিন
মাপার যন্ত্র তো একটা আনলেন তা ওটা কি ডিজিটাল না এনালগ?
আপনার মাপ জোক শেষ হলে আমারে একটু ধার দিয়েন
জমে থাকা অভিমান , না পাওয়া গুলি মাপতে মুনচায় .,,,
ইলিয়াস মাসুদ
কবি আমার দিন মাপার যন্ত্র চাই………।।
মাপার ব্যাপার টা তো মাথার ভেতর আটকে গেল………।
ছাইরাছ হেলাল
পাবেন পাবেন, শুধু দিন!! শুধু দিন তো মাপা যাবে না,
মাপলে মাপতে হবে রাত্তির সুদ্ধ!!
ছাইরাছ হেলাল
ভাই, এটি পুরাই ডিজিটাল, এনালগ চুলোয় ফেলে ডিজি টাল হয়ে আছি।
ধার বলে লজ্জা দিচ্ছেন কেন, আপনাকে একেবারেই দিয়ে দেব,
তবে আপনি বিজ্ঞজন, মাপামাপি পারবেন বলে তো মনে হচ্ছে না।
তবে খুব সাবধান, মান অভিমান যন্তরে তুল্লে যন্তর ই আবার অভিমান করে বসে!!
লেখা, লেখা চাই ই।
নীলাঞ্জনা নীলা
আমরা আমাদের আবেগ পরিমাপ করতে পারিনা বলেই লিখতে পারি।
পরিমাপক যন্ত্রে সবকিছু যদি মাপা যেতো! বেশ হতো।
ভালো লাগলো কবিতা।
ছাইরাছ হেলাল
অনেক কিছুই আমাদের মাপার বাইরে থেকে যায়।
আপনার ভাল লেগেছে জেনে আনন্দিত।
অনিকেত নন্দিনী
সবকিছুই যদি মাপা যেতো!
ছাইরাছ হেলাল
কিছুনা কিছু মাপা যায়ই,
এই যেমন মেপে নিলাম, মন্তব্যে মাত্র চার চারটি অক্ষর!
অনিকেত নন্দিনী
হা হা হা।
মাপা ভুল হইসে। চারটা অক্ষর না, এগারোটা অক্ষর। শব্দ আছে চারটা।
মাপার যন্তরটা ভালানা। ভুল তথ্য দেয়। :D)
ছাইরাছ হেলাল
অবশ্যই ভুল হয়েছে, চার শব্দ বা এগার অক্ষরের বিষয় না,
আমার কাছে এক অক্ষরের মত মনে হয়।
অবশ্যই ভুল যন্ত্রের কাছে ঠিক তথ্য আশা করা ঠিক না।
নাসির সারওয়ার
ভালো যন্তর তো। তা এটাকি স্কেলাবল? না মানে স্বপ্ন মাপার মডিউলটা কি বসানো যাবে! বডড শখ, স্বপ্ন মাপুম। হেগুন কি সাদা কলো না রংগিন হয়! স্বপ্নের একক কি। ধরতে চাই অমনি দেহি মাতাডা বালিশের নীচে। মাঝে মাঝে পেচগি লাগে। কি দেখলাম আর কি দেখতে চাইলাম, হিসাব মেলেনা।
আপনে যদি মাপতে পারেন ( আমি জানি আপনি অবশ্যই তা পারবেন। কারন কবিরা একটু সেই কিছিমেরই হয়), আমারে দোকানের ঠায় ঠিকানাডা জানাইয়েন।
ছাইরাছ হেলাল
অবশ্যই নম্বর এক যন্তর, সব মাপা যাবে, শুধু স্বপ্ন না! স্বপ্নের বাপ দাদাদেরও জানা যাবে।
চিন্তাইয়েন না।
আমি অবশ্যই মাপ চালু রেখেছি, তবে কবিরা কিন্তু একটু কিরাম জানি, তাই তারা কিছুই মাপতে পারবে না।
ঠিকানা দিতেই পারি, কবিদের কাছে এ মাল বিক্কিরি হয় না, জনাব।
খেয়ালী মেয়ে
ভালোলাগার ভালোবাসা মাপা যায় কীনা ভাবি,
চিৎকারে চোখজল মাপা- এই দুইটা জিনিস আমিও যে মাপতে চাই,আদৌ কি পাওয়া যাবে এমন মাপণ যন্ত্র ;?
ছাইরাছ হেলাল
আরে, আপনি চাইলে অবশ্যই পাওয়া যাবে, তবে মাপতে পারবেন কীনা বুঝছি না।
আপনি যদি নাও পারেন আওয়াজ দিয়েন।
খেয়ালী মেয়ে
আরে মাপামাপি পরে, আগে তো যন্ত্রটা চাই,
তখন না হয় না পারলে আপনেকে নক করবো 🙂
ছাইরাছ হেলাল
উল্টা-পাল্টা করে যন্তর নষ্ট করে ফেলবেন তো।
আগে একটু চারদিকে দেইখ্যা-দুইখ্যা লন।
মেহেরী তাজ
এতো কিছু মাপা যায় নাকি? যায় না।
ঠিক বলেছে। ভুল যন্তর কিনেছেন……… ফেরত দিয়ে দেন আর না হলে বিক্রয় ডটে বেঁচে দেন। অন্য কেউ নিয়ে যাক এই অসম্ভব যন্তর। সেও একটু মেপে দেখুক অসম্ভব কিছু মিছু……..
ছাইরাছ হেলাল
এতো কিছু মাপা যায় নাকি? যায় না।, আমিও বলি।
তবে আপনি চাইলে দিয়ে দিতে পারি, কিছু মেপে নিতেন, অমাপনীয় কিছু!
অনেকদিন তো চলে গেল, এবারে একখানা ছাড়ুন,
মেহেরী তাজ
একটা জিনিস মাপার ছিলো। কিন্তু সেটা মাপতে গেলে যদি আপনার যন্তর নষ্ট হয়ে যায়। তাই আমি আপনার যন্তর নেব না!
ছাইরাছ হেলাল
যন্তর নিয়ে ভাব্বেন্না!! মাপ চালু করেন।