
#করোনায় “কেউ মরছেনা”, “মরছে সর্দি-কাশি, জ্বর নিয়ে”। মাননীয় প্রধানমন্ত্রী আপনি এবং আপনার মন্ত্রীদের এবং ডাক্তারদের সেদিকে একটু নজর দিতে বলুন। নইলে বাংলাদেশকে কোথায় নিয়ে যাচ্ছেন আপনি নিজেই তা বুঝতে পারছেননা।
#আমদের মৌলিক চাহিদার একটি সুচিকিৎসা এই যদি তার নমুনা হয় তবে চাইনা এমন দেশ।
চাইনা স্বাধীনতার অধিকার।চাইনা সুনাগরিকের উপাধি।
#তিনমাস চলে গেছে প্রস্তুতি নিতে নিতে কিন্তু এখনও সময় আছে।
#সুচিকিৎসা নিশ্চিত করুণ।
#সঠিক তথ্য প্রকাশের পথ নিশ্চত করুণ।
#হোম কোয়ারেন্টাইন বৃদ্ধি করুণ,কঠোর লকডাউন আরোপ করুণ।
#সন্দেহভাজন রোগীর তালিকা এবং পরীক্ষা নিশ্চিত করুণ।
#দরিদ্র মানুষের একমাসের নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য দেবার নিশ্চয়তা প্রদানে আশ্বস্ত করে তাদের ঘরে থাকতে বলুন।
#প্রতিটি হাসপাতালে টেস্ট কিট, পিপিই দিয়ে ডাক্তারের চিকিৎসা সেবা দিতে কঠোর ব্যবস্থা গ্রহন করুণ।
#দেশে কারফিউ জারি করুণ।
#মানুষের জীবন নিয়ে অবহেলা না করে মানবিক হোন।
মানুষের প্রতি সদয় হোন।
দেশের স্বার্থে,জনগণের স্বার্থে এমন হাস্যকর পরিস্থিতি সৃষ্টি করবেন না।
দেশের বিপদ চলে যাবে,সংকট চলে যাবে, কিন্তু দায় থেকে যাবে সারাজীবন। সেই দায় থেকে নিজেকে মুক্ত করুণ।
১৪টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
সরকার তো অনেক কিছুই করছে কিন্তু আমরা জনগন তা কতটুকু পালন করছি।সব হাসপাতালে সেবা না দেবার জন্য কয়েকটি হাসপাতালে চাপ পড়ছে । সর্দি কাশি হলেও কোনো হাসপাতাল রোগী না দেখেই নির্দিষ্ট হাসপাতাল গুলোতে রেফার্ড করছে। তাতে সবদিকেই সমস্যা হয়ে পড়ছে। নরমাল হাসপাতালে রোগী তেমন নেই বললেই চলে। ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন সবসময় শুভ কামনা রইলো
শিরিন হক
করা আর কঠিন পদক্ষেপ দুটো আলাদা।
ডাক্তারদের দেখে হাসি পায় যখন তারা পিপিইর জন্য সরকারের মুখের দিকে চেয়ে থাকে।একটা পিপিই কেনার সামর্থ্য নেই তাদের?
সরকারের জোর হস্তক্ষেপ এখন আমাদের বাঁচাতে পারে।
মন্ত্রীদের আবাল মার্কা কথায় আমারা কতটুকু ভরসা করতে পারি।
দোয়া করবেন সকলের জন্য
সুপায়ন বড়ুয়া
ঠিক বলেছেন আপু।
ট্রাম্প সহ সব পাশ্চাত্য রাস্ট্র নায়করা যখন ব্যর্থ।
তখন আমাদের মতো অভাগা মানুষের নেতা কিভাবে সফল হয়।
ডাক্তাররা তো ভিনগ্রহ থেকে আসেনি।
যেভাবে ভীতি ছড়ানো হয়েছে ডাক্তাররা ও ভয় পাচ্ছে চিকিৎসা করতে।
আর ৬x১০ ফুট বাসায় যারা গৃহবন্দী, কারখানায় তারা ভালই ছিল। আমাদের জন্য কর্মহীন হয়ে নাভিশ্বাষ উটছে। ভয় হয় তারা অভিজাত করোনায় মরার আগে
ক্ষুধায় মরে কিনা।
ভাল থাকবেন। শুভ কামনা।
শিরিন হক
সবাই আল্লাহ হেফাজত করুন।
ফয়জুল মহী
মরণের স্বাধীনতা চাই হেই প্রিয় রাষ্ট
শিরিন হক
একদম
তৌহিদ
এখনি সময় প্রস্তুতি আর সঠিক ব্যবস্থাপনার। সবার বোধদয় হোক এটাই কাম্য।
ভালো থাকবেন আপু।
শিরিন হক
ভালো থাকুন
জিসান শা ইকরাম
মানুষের আস্থা একমাত্র প্রধানমন্ত্রীর কাছে, অতীত অভিজ্ঞতায় মানুষ এমন হয়েছে।
সব কিছুতে একটা সমন্বয়হীনতা দেখতে পাওয়া যাচ্ছে।
আপনার পোস্টের সাথে সহমত পোষন করছি।
শুভ কামনা।
শিরিন হক
কতটা টেনশনে দিন কাটাচ্ছি বলা মুশকিল।
সবাইকে আল্লাহ রহম করুন
এস.জেড বাবু
বিখ্যাত সব হাসপাতাল হবে- অমুকের চেয়ে বড়- তমুকের চেয়ে ভালো
কবে হবে ?
বারো কোটি মরার পর !?
আপু- একমত-
দাবী রাখলাম আপনার সুরে।
শিরিন হক
ধন্যবাদ ভাই
হালিম নজরুল
পোস্টের সাথে পুরোপুরি একমত হতে পারলাম না। এদেশের মানুষ সারাজীবন মরেছে মাঝখানে পড়ে। দুইমেরুর লোকেরা শুধু দুইপাশে থেকে রশি টানাটানি করেছে।
সুরাইয়া পারভীন
অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্ট।
সময়োপযোগী পোস্ট। কথা গুলো গুরুত্বসহকারে বিবেচনা করলে হয়তো বেঁচে যাবে দেশের মানুষ।