
তোমায় নিয়ে দেশান্তরী হবো,
পালতোলা নৌকায় ভেসে যাবো ।
যেথায় নদী সমুদ্র-স্নানে ডুবে,
সেথায় মোরা সাঁতার কাটবো ।
তোমায় নিয়ে তেপান্তরের মাঠ পেরোবো,
দিগন্তের সীমান্তে পথ হারাবো ।
জোনাকির আলোয় উদ্ভাসিত হবো,
পূর্ণিমার জ্যোৎস্নায় সিক্ত হবো ।
নদী-সাগরের মোহনার জলতরঙ্গে বাসনা বিলাবো ।
আষাঢ়-শ্রাবণ নয় সুখের প্লাবনে পূর্ণ হবো ।
তোমার বুকে কামনার দ্বীপ-শিখা জ্বালবো,
বেদনার নিকষিত আঁধার দূর করবো ।
রংধনুর সাতটি রঙে মনের ক্যানভাস রাঙাবো ।
আকাশের নীলিমায় মেঘের ভেলায় শ্বেত বাসর গড়বো ।
বুনোফুলের শয্যায়, প্রকৃতির শামিয়ানায়
তোমার আমার সঙ্গম রাঙ্গাবো ।
অধরে অধর ছুঁয়ে কামনার বাষ্পে শরীর ভিজাবো;
কামাতুর দেহের ঘর্ষণে বাসনার তৃষ্ণা পোড়াবো-
অস্থি-ভষ্ম সমুদ্রের লোনা জলে বিকাবো ।
লজ্জা, ভয়, শঙ্কা, জীর্ণতা, কালিমা,
মৌনতা-হিমালয়ের পাদদেশে বিলাবো ।
বেহিসেবী জীবনখাতাকে হিসাবের খেরোখাতায় সাজাবো ।
সবুজের আবরনে চিরনবীন;
আকাশনীলে নীলাম্বরী হবো ।
গ্রীষ্মের খরতাপে দেহখানি পুড়ে,বর্ষণধারায় শীতল রবো ।
শরতের পেঁজা তুলো মেঘে;
স্বর্গের সিঁড়ি বেয়ে জ্যোতির্মন্ডলে হারাবো ।
অমা-নিষীথের রাতের আঁধারে ভ্রান্ত পথিক হয়ে ;
পূর্ণিমার আলোতে পথের দিশা কুড়াবো ।
বাস্তবের কষাঘাতকে বেত্রাঘাত করে-
স্বপ্নের মোহনীয়তায় বাসর গড়িবো ।
উত্তরীয় পবনে মনের দাবানলে উষ্ণতার ওম বুলাবো ।
চোখের আকাশে নেশার মানচিত্র আঁকবো ।
তোমার আমার মহামিলনের মহাকাব্য এভাবেই রচিবো ।
৩০টি মন্তব্য
অনন্য অর্ণব
তোমার আমার মহামিলনের মহাকাব্য এভাবেই রচিবো। দারুন অভিব্যক্তি।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ভাইয়া। ভালো থাকুন সবসময়
জিসান শা ইকরাম
বাপরে বাপ! কত আশা, কত কিছু পরিকল্পনা
কত কিছু করা হবে 🙂
আবেগেককে সুন্দর ভাবে উপস্থাপন করেছ ছোট দি
শুভ কামনা।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ দাদা ভাই। আপনার জন্য ও শুভ কামনা রইলো
পর্তুলিকা
দারুণ রোমান্টিক কবি। মনের মতন প্রেমিক পাইলে এমন একটা কবিতা লিখতে চাই।
সুপর্ণা ফাল্গুনী
🙂🙂🙂🙂 ধন্যবাদ
মোঃ মজিবর রহমান
সবুজের আবরনে চিরনবীন;
আকাশনীলে নীলাম্বরী হবো । দারুন উপভোগ করলাম।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ভাইয়া। শুভ কামনা
রেহানা বীথি
কী সুন্দর সব পরিকল্পনা, স্বপ্ন। পড়ে মন সবুজ হয়ে যায়।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ আপু। ভালো থাকুন সবসময়। শুভ কামনা রইলো
মাহবুবুল আলম
কবিতা ভাল লেগেছে।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ভাইয়া। শুভ কামনা রইলো
সুপায়ন বড়ুয়া
“গ্রীষ্মের খরতাপে দেহখানি পুড়ে,বর্ষণধারায় শীতল রবো ।
শরতের পেঁজা তুলো মেঘে;
স্বর্গের সিঁড়ি বেয়ে জ্যোতির্মন্ডলে হারাবো ।“
তোমায় আমি বলতে পারি
নওতো তুমি রিক্ত।
সকল আশা পূর্ণ হোক
ধরণী হোক সিক্ত।
শুভ কামনা।
সুপর্ণা ফাল্গুনী
অনেক অনেক ধন্যবাদ দাদা। ভালো থাকুন সবসময় আর সুন্দর মন্তব্য দিয়ে পাশে থাকুন
ইসিয়াক
সব আশা পূর্ণহোক এই কামনা রইলো্ ।
ভালো থাকুন সবসময়।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ভাইয়া শুভ কামনার জন্য। ভালো থাকুন
ছাইরাছ হেলাল
মহা মহা কাব্য লিখুন, লিখতেই থাকুন বিরতিহীন ভাবে,
তবে কিছু একটু বাদ তো রাখুন!
এত্তদিন বিরতি কিন্তু ঠিক না, ঠিক না।
সুপর্ণা ফাল্গুনী
হুম একটু সমস্যায় আছি তাই বিরতি দিতেই হচ্ছে। ধন্যবাদ ভাইয়া। ভালো থাকুন সবসময়
সাবিনা ইয়াসমিন
** চোখের আকাশে নেশার মানচিত্র আঁকবো ** লাইনটা ভীষণ ভালো লাগলো। রোমান্টিক কবিতায় আপনার জুড়ি নেই। আরও লিখুন ফাল্গুনী দি 🙂
শুভ কামনা ❤❤
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ধন্যবাদ আপু। ভালোবাসা অবিরাম। শুভ কামনা রইলো আপনার জন্য।
ফয়জুল মহী
মনোমুগ্ধকারী ভাবনায় অনন্য ।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ভাইয়া। শুভেচ্ছা জানিয়ে গেলাম
তৌহিদ
এমন মহাকাব্যে মিলন না হয়ে পারেইনা। কত কত পরিকল্পনা, ইচ্ছে, আশা! সব পূর্ণতা পাক এটাই কাম্য।
দারুণ লিখেছেন আপু। এত বিরতিতে হাজিরা! পাঠকদের বঞ্চিত করা ঠিক না কিন্তু।
সুপর্ণা ফাল্গুনী
ভাইয়া আমার বাবার অসুস্থতা নিয়ে ব্যস্ত আছি। উনি এখনো পুরোপুরি সুস্থ নন। ধন্যবাদ জানালাম ভালো লেগেছে জেনে। শুভ কামনা রইলো। ভালো থাকুন সবসময়
তৌহিদ
বাবার জন্য দোয়া রইলো। সুস্থতা কামনা করি সবসময়।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ভাইয়া
শান্ত চৌধুরী
অধরে অধর ছুঁয়ে কামনার বাষ্পে শরীর ভিজাবো;
কামাতুর দেহের ঘর্ষণে বাসনার তৃষ্ণা পোড়াবো-
অস্থি-ভষ্ম সমুদ্রের লোনা জলে বিকাবো ।
লজ্জা, ভয়, শঙ্কা, জীর্ণতা, কালিমা,
মৌনতা-হিমালয়ের পাদদেশে বিলাবো ।
বেহিসেবী জীবনখাতাকে হিসাবের খেরোখাতায় সাজাবো ।
সবুজের আবরনে চিরনবীন;
আকাশনীলে নীলাম্বরী হবো ।
চমৎকার অভিব্যক্তি …
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ভাইয়া। শুভ কামনা রইলো
দেবজ্যোতি কাজল
আরও নতুন শব্দ তৈরি করে লেখার চেষ্টা কর
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ দাদা। চেষ্টা করবো। আশীর্বাদ করবেন