বড় বড় বৃষ্টির ফোটা মনে করিয়ে দিচ্ছিল আমাদের দেশের বৃষ্টির কথা । একই আকাশ একই বৃষ্টি । কেবল বৃষ্টি পরার জমিন আলাদা । এই জমিনই পার্থক্য গড়ে দিয়েছে তাদের আর আমাদের জীবন যাত্রার।
আড্ডা দিচ্ছিলাম মন্ট্রিলের এক বাঙালীর ছোট গার্মেন্টস এর দোকানে। আন্ডার গ্রাউন্ডে দোকান । মন্ট্রিলে অনেক আগে এসেছেন । প্রায় পঁচিশ বছরের জীবন মন্ট্রিলের । বিয়ে করেছেন এখানে বসেই । ছেলে মেয়ে বড় হয়েছে। । ‘ এতগুলো বছর এখানে কাটিয়ে বুঝেছি যে এখানে আমার ছেলে মেয়েদের রাখা উচিৎ না , এখনই ছেলে মেয়েরা আমার আত্মীয়দের ভালো ভাবে জানে না , নিজের দেশ বলতে ওরা বুঝে ক্যানাডা । অপরাধ বোধে ভুগছি আমি এবং আপনার ভাবি । আমরা আমাদের সন্তানদের বিদেশী বানিয়ে ফেললাম ? ফিরে যাবো দেশে ‘ – বললেন উনি। মলিন মুখ , চোখ ছলছল। বুঝতে পারছিলাম আমি ভিতরে তাঁর কান্নার ঢেউ ।
হঠাৎ বৃষ্টি । সিড়ি বেয়ে বৃষ্টি দেখার জন্য রাস্তার কাছে দাঁড়িয়ে ছবি তুলছি । বাইরের বৃষ্টি আর দোকানের ভিতরে এক বাঙ্গালীর চোখের পানি , সমার্থক হয়ে গিয়েছে আমার কাছে । ছাতা , রেইনকোট দিয়ে নিজকে বৃষ্টির হাত থেকে রক্ষা করে হেটে যাচ্ছে অসংখ্য মানুষ ।
বৃষ্টির মাঝেও থেমে নেই মানুষের পথ চলা ।
থেমে থাকে না ।
বৃষ্টিতে পথ চলা কিছু ছবি। ছবি গুলো সব একই স্থানে দাঁড়িয়ে তোলা।
বড় করে দেখতে চাইলে ছবির উপর ক্লিক করুন।
১৮টি মন্তব্য
সোনিয়া হক
বাঙালী যতই ভিন্ন দেশে ভালো থাকুকনা কেন , তা পরদেশ। ছবিতে বৃষ্টির ফোটা গুলো জীবন্ত । মন্ট্রিলের উপরে লেখা চাই।
জিসান শা ইকরাম
জি , যতই ভালো থাকুক , তা পরদেশ ।
লিখবো ভাবছি।
হতভাগ্য কবি
ছবি দেখেই বুঝা যায় আমাদের দেশের মত সুন্দর বৃষ্টি আর কোথাও হবে না , সম্ভবও না
জিসান শা ইকরাম
এমন দেশটি কোথাও খুজে পাবেনা কো তুমি — এ কথা সত্যি
বনলতা সেন
ক্যানাডার মত দেশের ছবি নিয়ে পোষ্ট দিলেন , আনন্দের লেখা আশা করেছিলাম । কিভাবে মিলালেন কষ্টকে ।
জিসান শা ইকরাম
সব কিছু নিয়েই তো আমাদের জীবন
ছাইরাছ হেলাল
সংক্ষিপ্ত কাহিনী সত্ত্বেও হৃদয় নাড়া দেয়ার মত ঘটনা ।
মাঝে মাঝে আমাদের বুঝতে একটু দেরি হয়ে যায় ।
তবুও বোধোদয়ের জন্য ধন্যবাদ দিচ্ছি তাদের ।
লেখা ভাল হচ্ছে ।
জিসান শা ইকরাম
কেমন জানি স্মৃতি কাতর হয়ে যাচ্ছি ,
ফেলে আসা দিনগুলোর কথা মনে পরে যাচ্ছে
আদিব আদ্নান
ওদের বৃষ্টি দেখতে ভাল না ।
এখন কেন কাদো ?
জিসান শা ইকরাম
ভালো আছে অনেকেই – তবে হৃদ্যয়ে দগদগে ক্ষত
শিশির কনা
ছবি দেখে ভালো লেগেছে , তবে কিছুটা খারাপ লেগেছে পরদেশে বাংগালীদের হাকাকার দেখে ।
ছবিতে ক্লিক করলে বড় হয় , এটি কি কোন কৌশল ?
জিসান শা ইকরাম
খারাপ আমারো লেগেছে , কিছু বাঙ্গালীর হাহাকার দেখে
না , এটি কোন কৌশল না , এমন ই ডিফল্ট করা , ছবি দিলে মধ্যম সাইজ দিলেই চলবে। ক্লিক করলে বড়।
এই মেঘ এই রোদ্দুর
ভাল লাগল
জিসান শা ইকরাম
ধন্যবাদ –
মেহেরী তাজ
শুন্য আপু লিঙ্ক না দিলে এই লেখা টা না পড়াই। থেকে যেতো। বুঝেছি কেনো উনার কান্না পেয়েছিল! ভালো লেগেছ।
জিসান শা ইকরাম
আমার অনেক লেখাই তোমার পড়া নেই।প্রবাসে স্থায়ী কিছু মানুষ এর প্রান দেহে থাকে না।
শুন্য শুন্যালয়
ভাইয়া ছবিগুলো ডিলিট হয়ে গেছে কোন কারনে। সময় করে আবার আপলোড করে দেবেন।
জিসান শা ইকরাম
হ্যা দেখলাম ছবিগুলো নেই।
দেখি ছবিগুলো পাওয়া যায় কিনা।