
প্রিয় দিদি ভাই,
কেমন আছ?
আমি?
আমি মনে মনে তোমায় চিঠি লিখছি,
আর নদীর জলে পা ডুবিয়ে বসে আছি।
ঝিরিঝিরি হাওয়া বইছে,
পাশে কাশবনে কাশফুলেরা হেলেদুলে এ ওর গায়ে ঢলে পড়ছে,
প্রজাপতিরা সেকি দুরন্তপনায় মেতেছে,
বর্ণনা করবার নয়।
সূর্যটা ধীরে ধীরে নদীর বুকে ঝুঁকে পড়ছে,
পশ্চিম তীরের জল লজ্জায় রাঙা হচ্ছে,
আকাশে পাখিদের পাগলপারা নীড়ে ফেরার তাড়া।
তুমি জানো দিদি ভাই,
আমার খুব ইচ্ছে করছে তুমি আমি সন্ধ্যা গায়ে মাখি,
দুজনাতে খুলে বসি গল্পের ঝাঁপি,
আমাদের সাথে মেতে উঠুক অবাক জোনাকি!
এসোনা গো দিদি ভাই।
ঐ নৌকো করেই ফিরবে যখন, আবার হবে চোখাচোখি,
আজ তবে রাখি।
ইতি তোমারই প্রীতিধন্যা
২৩টি মন্তব্য
সুরাইয়া নার্গিস
বাহ্! চমৎকার চিঠি হৃদয় ছুঁয়ে গেল।
প্রতিটা চরণমালা অসম্ভব ভালো লাগার মতো, আমিও মুগ্ধ হলাম।
নদীর বুকে পা ভেজানোর আনন্দ রকম এক অনুভূতি, কাশফুল সেখানে মন হারাবেই, প্রজাপ্রতি সব মিলিয়ে খুব সুন্দর একটা কবিতা পড়লাম আপু।
“আমার খুব ইচ্ছে করছে তুমি আমি সন্ধ্যা গায়ে মাখি,
দুজনাতে খুলে বসি গল্পের ঝাঁপি,
আমাদের সাথে মেতে উঠুক অবাক জোনাকি!
প্রিয় মানুষদের সাথে গল্পের শুরু আছে শেষ নেই ভালোবাসাটা যেন এমনি হয়।
ভালো থাকবেন,
শুভ কামনা রইল আপু।
খাদিজাতুল কুবরা
আপু সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ শুভেচ্ছা রইল।
সুপায়ন বড়ুয়া
স্মৃতি মধুর মিষ্টি চিঠি
পড়ে ভাল লাগলো। শুভ কামনা।
খাদিজাতুল কুবরা
দাদা আন্তরিক ধন্যবাদ এবং অফুরান শুভেচ্ছা রইল।
নিতাই বাবু
স্মৃতির পাতায় আপনার চিঠি সোনেলায় চিরস্মরণীয় হয়ে থাকবে।
শুভকামনা থাকলো শ্রদ্ধেয় দিদি।
খাদিজাতুল কুবরা
দাদা এতোবড়ো মন্তব্যের ভার আমি নিতে পারবো?
আশীর্বাদ করবেন।
আপনার এ কথার মর্যাদা যেন রাখতে পারি,
ভালো থাকবেন শুভকামনা নিরন্তর।
আলমগীর সরকার লিটন
সুন্দর চিঠি এখনকারের বাস্তবতা কবি আপু
খাদিজাতুল কুবরা
ধন্যবাদ ভাইয়া।
একজন প্রিয় কবি দিদিকে লিখেছিলাম তিনিি জবাব ও দিয়েছেন।
আন্তরিক ধন্যবাদ জানবেন।
ফয়জুল মহী
অসাধারণ উপস্থাপন! মুগ্ধতা একরাশ
খাদিজাতুল কুবরা
আন্তরিক কৃতজ্ঞতা জানবেন প্রিয় সুহৃদ।
ভালো থাকবেন শুভকামনা নিরন্তর।
হালিম নজরুল
পত্রসাহিত্যই আমার কাছে সেরা সাহিত্য মনে হয়। আপনি সেটি আবার প্রমাণ করলেন।
খাদিজাতুল কুবরা
আমার লেখার জীবনে আপনার এই মন্তব্যটি আমার জন্য একটুখানি ছায়া হয়ে থাকবে আশা করছি ইনশাআল্লাহ।
ভালো থাকুন প্রিয় সুহৃদ।
আন্তরিক ধন্যবাদ।
ছাইরাছ হেলাল
কবিতায় চিঠি, কবিতায় চিঠি খুব সুন্দর।
খাদিজাতুল কুবরা
আন্তরিক ধন্যবাদ এবং অফুরান শুভেচ্ছা রইল ভাইয়া।
ভালো থাকবেন শুভকামনা রইল।
আরজু মুক্তা
চিঠি মানে না বলা কথাগুলো সুন্দর করে মনের মাধুরী মিশিয়ে উপস্থাপন করা।
চিঠি কবিতা ভালো লেগেছে।
খাদিজাতুল কুবরা
আপনার ভালো লেগেছে এটাই আমার প্রাপ্তি আপু।
আন্তরিক শুভেচ্ছা রইল।
সুপর্ণা ফাল্গুনী
কবিতার মধ্যে চিঠি।এতো বোনাস হয়ে গেল। দারুন লিখেছেন। প্রকৃতির বর্ণনা খুব ভালো লাগলো। ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ কামনা রইলো
খাদিজাতুল কুবরা
একজন প্রিয় কবি দিদিকে লিখেছি। তিনি আমাকে খুব স্নেহ করেন।
সোনেলাতে এড হওয়ার আমন্ত্রণ জানিয়েছি উনাকে।
ভালোবাসা রইলো দিদি।
শুভেচ্ছা অবিরাম।
সাবিনা ইয়াসমিন
দিদিকে দেয়া চিঠি আমাদেরও মন ছুঁয়ে গেছে। খুব সুন্দর লিখেছেন। আরেকটু বড়ো হলে আরও ভালো লাগতো। দিদি আসুক তার জবাব নিয়ে। আমরাও অপেক্ষায় রইলাম।
ভালো থাকুন, শুভ কামনা 🌹🌹
খাদিজাতুল কুবরা
আপু দিদি আমাকে চিঠির জবাব লিখেছেন।
তিনি অসাধারণ লিখেন।
আমি কি উনাকে আপনার এফবি আইডি পাঠাবো?
উনাকে সোনেলায় এড করার জন্যে।
আপু আপনার প্রশংসায় অনুপ্রাণিত হলাম।
নিশ্চয়ই পরবর্তীতে আরও ভালো লিখতে চেষ্টা করবো।
শুভেচ্ছা জানবেন।
সাবিনা ইয়াসমিন
আচ্ছা পাঠিয়ে দিন। উনাকে এ্যাড করে নিবো। শুভেচ্ছা আবারও 🙂
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
প্রকৃতির অপরূপ বর্ণনা — ঐ নৌকো করেই ফিরবে যখন, আবার হবে চোখাচোখি,
আজ তবে রাখি।
ধন্যবাদ।
খাদিজাতুল কুবরা
আন্তরিক ধন্যবাদ এবং অফুরান শুভেচ্ছা রইল ।
ভালো থাকুন।