মনে পড়ে

খাদিজাতুল কুবরা ১৮ জুলাই ২০২০, শনিবার, ১২:০৮:০৬অপরাহ্ন চিঠি ২৩ মন্তব্য

প্রিয় দিদি ভাই,

কেমন আছ?

আমি?

আমি মনে মনে তোমায় চিঠি লিখছি,

আর নদীর জলে পা ডুবিয়ে বসে আছি।

ঝিরিঝিরি হাওয়া বইছে,

পাশে কাশবনে কাশফুলেরা হেলেদুলে এ ওর গায়ে ঢলে পড়ছে,

প্রজাপতিরা সেকি দুরন্তপনায় মেতেছে,

বর্ণনা করবার নয়।

সূর্যটা ধীরে ধীরে নদীর বুকে ঝুঁকে পড়ছে,

পশ্চিম তীরের জল লজ্জায় রাঙা হচ্ছে,

আকাশে পাখিদের পাগলপারা নীড়ে ফেরার তাড়া।

তুমি জানো দিদি ভাই,

আমার খুব ইচ্ছে করছে তুমি আমি সন্ধ্যা গায়ে মাখি,

দুজনাতে খুলে বসি গল্পের ঝাঁপি,

আমাদের সাথে মেতে উঠুক অবাক জোনাকি!

এসোনা গো দিদি ভাই।

ঐ নৌকো করেই ফিরবে যখন, আবার হবে চোখাচোখি,

আজ তবে রাখি।

ইতি তোমারই প্রীতিধন্যা

  1. রুবি
৬৪২জন ৫৫৪জন
0 Shares

২৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ