মধ্যবিত্তের দিন যাপন । ।

সঞ্জয় কুমার ১১ নভেম্বর ২০১৪, মঙ্গলবার, ০৯:০৬:২৫পূর্বাহ্ন একান্ত অনুভূতি ১৬ মন্তব্য

ছোট বেলা থেকেই আমরা মধ্যবিত্তরা অতি সংযত জিবন যাপনে অভ্যস্ত হই
অল্পতে তুষ্ট হওয়া আমাদের সহজাত গুণ
ছেলেবেলা থেকেই আমাদের নুন্যতম চাহিদাও অপূর্ণ থেকে যায়
একটু বড় হওয়ার পর যখন বুঝতে শিখি তখন আর বাবা মায়ের কাছে বায়না ধরি না
তারা কষ্ট পাবেন ভেবে

ছেলেবেলায় আমার বন্ধুরা যখন কম্পিউটারে গান শুনত
আমি তখন ভাঙ্গা টেপ রেকর্ডার মেরামত করে রেডিও শুনতাম

এরপর একদিন শখ হল কম্পিউটার বক্সে গান শুনব
কিন্তু অত টাকা দিয়ে কম্পিউটার বক্স কেনার সামর্থ নেই
একজনের পরামর্শে একটা এম্প্লিফায়ারের সার্কিট কিনলাম
আস্তে আস্তে সব যন্ত্রপাতি সংগ্রহ করলাম
তারপর স্কুলের বিত্তির টাকা দিয়ে বড় একটা স্পিকার কিনলাম
একই ভাবে সিডি ডিভিডি মোবাইল ল্যাপটপ

অতিরিক্ত সঞ্চয় করা আমার পছন্দ নয়
নিজের সব শখ গুলো নিজেই পূরণ করার চেষ্টা করি
কখনো কখনো নিজের বন্ধু নিজেই
নিজের সামর্থের অতিরিক্ত আশা কখনোই করি না
তবে অবশ্যই নিজের সামর্থ কে বাড়াতে চাই
যাতে আমার চাহিদার সাথে সামর্থকে মানিয়ে নিতে পারি

আমি জানি আমার মত অনেক মধ্যবিত্ত জিবনযুদ্ধ চালিয়ে যাচ্ছে
এগিয়ে চলো বন্ধু যেতে হবে বহুদুর

৬৮০জন ৬৭৯জন

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ