ছোট বেলা থেকেই আমরা মধ্যবিত্তরা অতি সংযত জিবন যাপনে অভ্যস্ত হই
অল্পতে তুষ্ট হওয়া আমাদের সহজাত গুণ
ছেলেবেলা থেকেই আমাদের নুন্যতম চাহিদাও অপূর্ণ থেকে যায়
একটু বড় হওয়ার পর যখন বুঝতে শিখি তখন আর বাবা মায়ের কাছে বায়না ধরি না
তারা কষ্ট পাবেন ভেবে
ছেলেবেলায় আমার বন্ধুরা যখন কম্পিউটারে গান শুনত
আমি তখন ভাঙ্গা টেপ রেকর্ডার মেরামত করে রেডিও শুনতাম
এরপর একদিন শখ হল কম্পিউটার বক্সে গান শুনব
কিন্তু অত টাকা দিয়ে কম্পিউটার বক্স কেনার সামর্থ নেই
একজনের পরামর্শে একটা এম্প্লিফায়ারের সার্কিট কিনলাম
আস্তে আস্তে সব যন্ত্রপাতি সংগ্রহ করলাম
তারপর স্কুলের বিত্তির টাকা দিয়ে বড় একটা স্পিকার কিনলাম
একই ভাবে সিডি ডিভিডি মোবাইল ল্যাপটপ
অতিরিক্ত সঞ্চয় করা আমার পছন্দ নয়
নিজের সব শখ গুলো নিজেই পূরণ করার চেষ্টা করি
কখনো কখনো নিজের বন্ধু নিজেই
নিজের সামর্থের অতিরিক্ত আশা কখনোই করি না
তবে অবশ্যই নিজের সামর্থ কে বাড়াতে চাই
যাতে আমার চাহিদার সাথে সামর্থকে মানিয়ে নিতে পারি
আমি জানি আমার মত অনেক মধ্যবিত্ত জিবনযুদ্ধ চালিয়ে যাচ্ছে
এগিয়ে চলো বন্ধু যেতে হবে বহুদুর
১৬টি মন্তব্য
রিমি রুম্মান
মধ্যবিত্ত জীবনগুলো এমনই হয়। কেবলই মানিয়ে নেয়া, মানিয়ে চলা…
সঞ্জয় কুমার
এই মানিয়ে নেয়ার শেষ কোথায় ?
জানি না ।
তবুও মানিয়ে নিতে হয় ।
ধন্যবাদ ভালো থাকবেন ।
মোঃ মজিবর রহমান
ভাই আপনি মধ্যবিত্ত
আর আমরা নিম্নমধ্যবিত্ত।
কি করব?
সঞ্জয় কুমার
কি আর করবেন । এভাবেই চলবে আমাদের জীবন গাড়ী যাত্রাবাড়ি ।
ধন্যবাদ ।
মনির হোসেন মমি(মা মাটি দেশ)
এগিয়ে চলো বন্ধু যেতে হবে বহু দূর।সহমত ঠিক আমারি মতো।জন্মেছি কাচের চামচ মুখে নিয়ে।তবুও স্যাটিসফাই…এবং এই জীবনটাই মনে হয় উত্তম।
সঞ্জয় কুমার
হুম আমিও আপনার সহযোদ্ধা । চলছে চলবে আমাদের এই জীবনযুদ্ধ ।
ভালো থাকবেন ।
অরণ্য
আপনার এই লেখায় আপনাকে বাংলায় লিখতে ইচ্ছে করছে না। আপনার জন্য কিছু শব্দ বেরিয়ে এল নিজের থেকেই – ইংরেজীতে। Hey, Self Maker! Go ahead and win the world. Cheers!
সঞ্জয় কুমার
ধন্যবাদ অরণ্য ভাই ।
নুসরাত মৌরিন
মধ্যবিত্তের গল্পগুলো প্রায় এক।জীবনের টানাপোড়েন অনেক,তবু কারেন্ট চলে গেলে সবাই মিলে জোছনা রাতে গল্প করা,ঝুম বৃষ্টিতে খিচুড়ি আর ডিম ভুনা খাওয়া-এমন টুকটাক গল্পে মধ্যবিত্ত জীবনই সব থেকে অন্যরকম,সব থেকে আলাদা হয়ে যায়।
সঞ্জয় কুমার
আমার গল্পের সাথে আরও সুন্দর দুটি লাইন যোগ করলেন ।
মধ্যবিত্তের জীবনই আমাকে বলতে শিখিয়েছে হে দারিদ্র তুমি মোরে করেছ মহান ।
ধন্যবাদ আপু ।
খেয়ালী মেয়ে
মধ্যবিত্তের গল্প মানেই আমাদের গল্প–
সঞ্জয় কুমার
একদম তাই ।
ধন্যবাদ আপু ভালো থাকবেন ।
স্বপ্ন নীলা
অসাধারণ সুন্দর একটি লেখা —- দারুন দারুন এবং দারুন
সঞ্জয় কুমার
আপনাকে অনেক অনেক এবং অনেক ধন্যবাদ । ভাল থাকবেন ।
শুন্য শুন্যালয়
লেখাটি কি আপনি আগে একবার পোস্ট দিয়েছিলেন ভাইয়া? কেনো যেন মনে হচ্ছে।
ভালো লেগেছিল বলেই মনে আছে, কিংবা আমার ভুলও হতে পারে।
সঞ্জয় কুমার
হতে পারে । ফেবুতে দিয়েছিলাম একবার । ধন্যবাদ ।