
মধুরিমা,
শুধু তোমায় দেখবো বলে,
মন খারাপ। তবু,
এক আকাশ ভালোবাসা নিয়ে,
এলাম ব্যলকনিতে।
আজ যে তোমার বিসর্জনের দিন!
আজ আমার স্বপ্ন ভাঙার দিন!
এতো সেজেছো,
তবু মনের কষ্ট লুকাতে পেরেছো কি প্রিয়তমা?
কপালে পরেছো টিপ,
চোখে কাজল, ঠোঁটে মেখেছো আগুন রাঙা রঙ।
পুরো মুখ তোমার আবির রং এ রাঙা,
এত সাজ এত অলংকার…..।
অপরূপা লাগছে তোমায় বিয়ের কণের সাজে,
তবু
এত যতনেও,
তোমার কষ্টের ছাপগুলো,
একটুও লুকাতে পারোনি প্রিয়তমা।
আমার চোখ তুমি ফাঁকি দেবে?
কিভাবে?
এতটাই সহজ!
তোমার বিষন্ন আকাশ দেখে,
আমার চোখে যেন এলো বরষা।
মনের অলিন্দ বেয়ে বয়ে গেল কষ্টের নীল স্রোত!
সানাইয়ের মৃদু সুর,ভীড়, কোলাহল।
অতিথি আপ্যায়ন,
কতো আড়াল কত আবডাল!
কিন্তু এতো আড়ালের পরেও মন আড়াল হবে কি করে?
প্রিয়তমা।
তোমার চোখ যে মনের আয়না।
আমি সেই আয়নাতে দেখি,
তোমার কষ্টের উপাখ্যান।
আর তীব্র দহনে কেঁপে উঠি বারেবার।
হঠাৎ চোখে বান এলে শেষ দেখা দেখবো কি করে?
কেন এতো জল আসে চোখে?
বলো না প্রিয়তমা?
মহা যন্ত্রণা হলো দেখছি।
১৭টি মন্তব্য
ফয়জুল মহী
অসাধারণ লেখা। খুবই ভালো লাগলো।
ইসিয়াক
কবিতা পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা রইলো ভাইয়া।
শুভসকাল
নাজমুল হুদা
সুন্দর বর্ণনা দিয়ে প্রিয়তমার বিদায় খুবই হৃদয় ক্ষরণ হয়।
ইসিয়াক
অনেক অনেক ধন্যবাদ রইলো ।.
শুভকামনা।
সুপর্ণা ফাল্গুনী
সত্যিই তো চোখে বান এলে দেখা যায় না । এতো কষ্ট সহ্য করে হলেও প্রিয়জনের বিসর্জন দিতে হয়। ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন সবসময় শুভ কামনা। শুভ সকাল
ইসিয়াক
এভাবেই সবসময় পাশে চাই দিদিভাই ।
শুভকামনা
সুপর্ণা ফাল্গুনী
অবশ্যই আছি, থাকবো
ছাইরাছ হেলাল
এত সুন্দর লিখে শেষে গিয়ে খেই হারালে পাঠক কই যাবে!
চালু থাকুক।
ইসিয়াক
অনেক অনেক কৃতজ্ঞতা রইলো ।
শুভকামনা।
হালিম নজরুল
“মধুরিমা,
শুধু তোমায় দেখবো বলে,
মন খারাপ। তবু,
এক আকাশ ভালোবাসা নিয়ে,
এলাম ব্যলকনিতে।
আজ যে তোমার বিসর্জনের দিন!
আজ আমার স্বপ্ন ভাঙার দিন!”
—————-বিরহকথন ভাল লাগল।
ইসিয়াক
মন্তব্যে ভালো লাগা।
শুভকামনা।
মনির হোসেন মমি
তোমার বিষন্ন আকাশ দেখে,
আমার চোখে যেন এলো বরষা।
মনের অলিন্দ বেয়ে বয়ে গেল কষ্টের নীল স্রোত!
অসাধারণ কাব্য।
ইসিয়াক
কবিতা পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা রইলো মনির হোসেন ভাই।
ভালো থাকুন সবসময়।
সুপায়ন বড়ুয়া
“তোমার চোখ যে মনের আয়না।
আমি সেই আয়নাতে দেখি,
তোমার কষ্টের উপাখ্যান।”
প্রেম যত গভীর
মনের আয়না হয় তত সচ্ছ।
মধুরিমার বিষর্জনের দিন
কষ্টে থাকারই কথা।
ভালো লাগলো। শুভ কামনা।
ইসিয়াক
শুভকামনা রইলো দাদা।
শুভসন্ধ্যা্
জিসান শা ইকরাম
বিষন্ন কবিতা,
সুন্দর প্রকাশ।
ইসিয়াক
অনেক ধন্যবাদ ও শুভকামনা রইলো ভাইয়া।