
মা, কেমন আছ তুমি ?
কতদিন তোমায় হয় না দেখা কষ্ট পাবে বলে
ছবির আড়ালে মুচকি হেসে বলতে, ভাল থাকিস বাবা
মা, আমি খুব ভয় পাচ্ছি
আমার সর্দি কাশিটা আবার বেড়েছে বলে
বাসা থেকে বের হই না মানুষ করোনা বলবে বলে।
৮ ফুট বাই ১০ ফুট বাসা একা থাকা বড় কষ্ট
দম বন্ধ হয়ে আসছে মা।
কারখানাটা বন্ধ , বেতনটা হয়নি আজও
খুলবে কিনা তাও হয়নি জানা
বায়ার অর্ডার করেছে বাতিল কারখানা বন্ধ বলে।
মা জানো, কারখানা যখন সচল ছিল
মুখে মাস্ক , সাবান পানিতে হাত ধোয়া সবই ছিল
শত সহস্র শ্রমিক সবাই সুস্থ ছিলাম।
যেদিন থেকে কারখানা লক ডাউন হল
সেদিন থেকে আমার সর্দি, কাশি জ্বর ও উঠেছে আবার
সময় যে কাটে না আর
মৃত্যু ভয় আতঙ্কে শিহরিয়ে উঠি বারবার
মা, তুমি তো বলবে লক্ষণ তো করোনার।
তোর আপাকে (PM) বল, টেস্ট করবার।
মা, তোমার কি পড়ে মনে ?
মেট্রিক পরীক্ষার আগে তোমাকে না বলে
রাত জেগে যাত্রা পালা দেখলাম বলে
তুমি ঘরে ঢুকতে দাওনি
সেদিন থেকে সর্দি – কাশি জ্বর
মুখে খাবার দিলেই হত বমি
মা, তুমি অভয় দিয়ে বলতে
কিচ্ছুটি হয়নি তোর, ভয় পেলে কি চলে ?
তোমার চোখের জলে এক ফোটা সিরাপ আর
মাথায় চুমো দিয়ে নিয়েছিলে পরীক্ষার হলে
সবই কি গেছ মা ভুলে ?
মা, আমি জানি আমার আজও হয়নি কিছু
মনে বেঁধেছে বাসা, চাকরি হারার ভয়
যদি না আবার না খেয়ে থাকতে হয়
বাসায় আমি থাকতে রাজি
মানুষ যদি ‘করোনা’ বলে, গালি দেয়ার ভয়
মা, তুমি আশীর্বাদ করো
ভয়কে যেন দুরে ঠেলে, করতে পারি জয়।
ছবি নেট থেকে।
১৯টি মন্তব্য
এস.জেড বাবু
হাহাকার করে উঠলো মন
দাদা
–
তোমার চোখের জলে এক ফোটা সিরাপ আর
মাথায় চুমো দিয়ে নিয়েছিলে পরীক্ষার হলে
সবই কি গেছ মা ভুলে ?
সময় যেন উল্টে দিচ্ছে সম্পর্কের পোড়া পিঠ।
তেলতেলে ভাজাভাজা হয়ে যাচ্ছে অনুভুতি-
পড়তে গিয়ে শিহরিত- বারংবার।
শুভেচ্ছা
ভালো থাকবেন-
সুপায়ন বড়ুয়া
কি আর করা ভাইজান,
এই বন্দী জীবন আর ভাল লাগছে না।
আজ অল্পতেই টেষ্ট করার জন্য উঠে পড়ে লাগছে।
ভাল থাকবেন। শুভ কামনা।
এস.জেড বাবু
নিজের যত্ন নিন, যেভাবে মঙ্গল।
মনটাকে সজিব রাখুন- সুস্থ রাখুন।
অনেক দোয়া আপনার জন্য।
সুপায়ন বড়ুয়া
ধন্যবাদ ভাইজান।
ভাল থাকবেন। শুভ কামনা।
ছাইরাছ হেলাল
ভয় কে জয় কে কীভাবে করে বা করতে পারবে জানি-না।
তবে প্রতিকুলতা কাটিয়েই আমাদের বেঁচে থাকার চেষ্টা চালু থাকবে।
নিরাপদে থাকুন।
সুপায়ন বড়ুয়া
মনোবল শক্ত রাখা আর কি
অল্পতেই মানুষ টেষ্ট করার জন্য
অস্থির হয়ে উঠছে।
যেখানে রোগের চিকিৎষাই নাই নাকি।
ভাল থাকবেন। শুভ কামনা।
সুপর্ণা ফাল্গুনী
দাদা আপনি আমাদের সাহসের রাজা , আপনি এমন করলে চলবে বলেন? আপনি সাহস দিন, অভয় দিন। আমরা সবকিছু একদিন জয় করবোই। ভালো থাকুন সবসময় শুভ কামনা রইলো
সুপায়ন বড়ুয়া
দাদা তো অভয় দিলাম।
ভয় পেয়ে অসুস্থ না হওয়ার জন্য।
যেমনি পরীক্ষার আগে ছেলেরা অসুস্থ হয় অকারনে।
ভাল থাকবেন দিদি। শুভ কামনা।
সুরাইয়া পারভীন
কেমন যেনো বিষণ্ণ হয়ে উঠলো মন
আমাদের কিছুই হবে না দাদা
একদিন সব ঠিক হয়ে যাবে।
ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন
সুপায়ন বড়ুয়া
ঠিক তাই আপু,
আমাদের কিছুই হবে না।
ভয়ে আতঙ্কিত হলে অসুস্থ হওয়ার ভয় থাকে।
ভাল থাকবেন। শুভ কামনা।
জিসান শা ইকরাম
নিম্ন আয়ের মানুষের বর্তমানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বেঁচে থাকা,
এর উপরে যদি হয় সর্দি জ্বর, তাহলে তো কথাই নেই। কোনো হাসপাতাল তাকে ভর্তি নেবে না। এলাকার লোকজন তাকে একঘরে করে দেবে।
তারপরেও মানসিক শক্তি দিয়ে এই সমস্যার উত্তরন ঘটাতে হবে।
শুভ কামনা দাদা।
সুপায়ন বড়ুয়া
সহমত ভাইজান।
ধন্যবাদ লেখাটা পড়া আর নির্যাষ বুঝার জন্য্।
এভাবে শ্রমজীবির কাফেলা কর্মহীন থাকলে বেঁচে থাকার চিন্তায় আরো অসুস্থ হতে পারে।
যে রোগের চিকিৎষাই নাই। সেখানে টেষ্ট করে আতঙ্ক বাড়িয়ে লাভ কি হবে জানি না।
এখন শ্রমজীবির মনোবল চাঙা রাখাই ফরজ।
ভাল থাকবেন। শুভ কামনা।
ফয়জুল মহী
দারুণ লেখা ,বেশ ভালো
সুপায়ন বড়ুয়া
ধন্যবাদ। ভালো থাকবেন।
শুভ কামনা।
হালিম নজরুল
চমৎকার আহবান দাদা।
সুপায়ন বড়ুয়া
ধন্যবাদ। ভালো থাকবেন।
শুভ কামনা।
হালিম নজরুল
আপনিও ভাল থাকুন দাদা।
সাবিনা ইয়াসমিন
বেঁচে থাকার যুদ্ধে আমাদের ভয়কে জয় করেই চলতে হয়/ হবে। ভয়ে কুঁকড়ে থাকার অর্থ হলো বারবার মরে যাওয়া। অদৃশ্য ভাইরাসের চেয়ে দৃশ্যমান দারিদ্রতা আরও বেশি ভয়াবহ। চারিদিক থেকে এখনই শোনা যাচ্ছে ক্ষুধার্ত মানুষের কান্না। কেবলমাত্র শুরু, জানিনা এর শেষ কোথায়। ভয়কে জয় করার অন্যকোনো বিকল্প নেই।
সুপায়ন বড়ুয়া
সহমত।
বেঁচে থাকার যুদ্ধে আমাদের ভয়কে জয় করেই চলতে হবে। তার বিকল্প নেই।
প্রশিক্ষিত কর্মি সেনারা আজ মাঠে
প্রশিক্ষিত শ্রমজীবিরা অলস বসে থাকলে আরও বিপদ।
তাই নতুন করে ভাবতে হবে।
শুভ কামনা।