ভ্রম

তামান্না ১৮ জানুয়ারি ২০১৫, রবিবার, ০৪:৫২:০৩অপরাহ্ন বিবিধ ১১ মন্তব্য

###ভ্রম###

ভাবছি বুঝি আকাশটা মোর
হাত বাড়িয়ে ছুঁই,
মুচকি হেঁসে আকাশ বলে
আমি তো তোর নই।

ভাবছি আজি শিশির জলে
আশয়টাকে ধুঁই,
হাসছে শিশির বলছে ওরে
মোর সে সময় কই??

বলছি ডেকে জলের পাখি
সঙ্গে নেবে ভাই?
সময় পেলে কুড়িয়ে নিব
এবার মোরা যাই।

গেলাম শেষে রাতের কাছে
আপন হবি তুই?
ভেংচি কেটে আধাঁর বলে
ভ্রম ভাঙ্গ না সই?।

৮৯৬জন ৮৯৬জন
0 Shares

১১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ