
ভূতোর বাড়ি রোজ রাতে কেউ
দৌড়ে বেড়ায় ঘুরে,
ভয়ে সবাই জাগ্রত রয়
যায় বলে ঘুম উড়ে।
সন্ধ্যা হলেই জানলা যা দোর
বন্ধ করে তারা,
দেয় না ভুলেও ভোর না হলে
কারোর ডাকে সাড়া।
দিন গত হয় দিনের শেষে
পায় না তবু গতি,
কষ্টে ভূতোর লাজ হেরে যায়
খিটমিটে হয় মতি।
ভাবে মোরা রাজ চিরকাল
ঘোর আঁধারের বুকে,
ফের কে এলো কোন সে জনা
দাপট দিতে রুখে!
সাবধানে তাই দোর করে ফাঁক
আজ না শুনে মানা,
অমনি দেখে দৌড় দিলো এক
দুষ্টু পুষির ছানা।
ছবিঃ সোনেলা গ্যালারী থেকে।
৯টি মন্তব্য
মোঃ মজিবর রহমান
দারুণ ছন্দময় ছড়া বোরহান ভাই। মুগ্ধ রেখে দিলাম।
বোরহানুল ইসলাম লিটন
গভীরভাবে কৃতজ্ঞ!
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা জানবেন সতত!
মোঃ মজিবর রহমান
আপনার প্রতিও শুভেচ্ছা ও ভালো থাকুন সতত।
আলমগীর সরকার লিটন
খুব সুন্দর ছড়া কবি দা
বোরহানুল ইসলাম লিটন
কৃতজ্ঞ রইলাম কবি দা!
আন্তরিক ধন্যবাদ ও শুভ কামনা জানবেন সতত!
মনির হোসেন মমি
হাহাহা
ভয় একবার ঢুকে গেলে তা নিশ্চিৎ না হওয়া পর্যন্ত মন মানে না।
চমৎকার লাগল দৃশ্যপটগুলো।
বোরহানুল ইসলাম লিটন
ভীষণ অনুপ্রাণিত হলাম!
কৃতজ্ঞতায় ধন্যবাদ ও শুভ কামনা রাখলাম নিরন্তর!
সুপর্ণা ফাল্গুনী
ভয় জিনিস টাই এমন, একবার মনে গেঁথে গেলে সহজে ছাড়ে না। চমৎকার ছড়া। সতত শুভেচ্ছা ও শুভকামনা
বোরহানুল ইসলাম লিটন
সুন্দর মন্তব্যে অতিশয় অনুপ্রাণিত হলাম!
কৃতজ্ঞতায় ধন্যবাদ রাখলাম নিরন্তর।
সুস্থ থাকুন খুব ভালো থাকুন।