ভুতদের
ঘাগু-দাগী–পাঁড়মাতাল-আসামিরা সিথান পাল্টায়
উপবাসের আড়াল ফেলে,
আতর-সুবাস-গন্ধে ম-ম চারিদিক,
ভাবখানা যেন কিনে নিয়েছে, এসমেআজম;
হে ঈশ্বর, আমাকে তুলে নেও,
পুঁতে ফেল পায়ের নীচে,
আমি খুন হব বা খুনে, খুব সহসাই।
হে উপবাসী ঈশ্বর,
এ-ঢোকে গিলে ফেলে আমাকে, তৃষ্ণা মেটাও,
এ-যাত্রা বেঁচে যাই!! এবার-ই শুধু বাঁচাও;
১৬টি মন্তব্য
নীহারিকা
এত ভয় পাওয়া ঠিক না।
ছাইরাছ হেলাল
আচ্ছা, এরপর বুকে ফুঁ দিয়ে আপনার মত সাহসী হয়ে যাব।
মোঃ মজিবর রহমান
এত পিছু টান কেনো ভাই? কোন সমস্যা। আল্লাহ সকলকে ভাল রাখুন।
আবার এতো বাচার আকুতি ! আসলে আমিও শংকিত কি হবে কি করব?
মুশকিলে আসান হোক।
ছাইরাছ হেলাল
সব মুশকিল-ই এক সময় আছানে পরিণত হয়,
মোঃ মজিবর রহমান
কি জানি কি হয়! ভুতের রে ভয় পায়নি আজও।
ছাইরাছ হেলাল
ভয়ের কিচ্ছু নেই।
ইঞ্জা
ওরে বাবা, এতো খুনে ভুত, ভুতে আমার ভীষণ ভয়।
ভালো থাকুন ভাইজান, শুভেচ্ছা।
ছাইরাছ হেলাল
শুনেছি আপনি নাকি ভুতেদের আত্নীয়!!
ইঞ্জা
ও মাগো, ভাইজান কয় কি? 😮
ছাইরাছ হেলাল
আমার কাছে খবর আছে।
নীলাঞ্জনা নীলা
দেশে প্রচন্ড গরম শুনেছি। খবরেও জেনেছি। এমন গরমে কীভাবে আছেন, কে জানে! তবে লেখা দেখে কিছুটা আন্দাজ করতে পারছি। ইসমে আজম বা এসমেআজম অর্থ খুঁজতে গেলাম গুগল মামার কাছে, তারপর মামা পথ দেখিয়ে দিলো।
তৃষ্ণা মিটেছে না? রোজই তো শুনি এখন বৃষ্টি হয়। 😀
কুবিরাজ ভাই একটা মনের মতো কুবিতা দ্যান, যদি পারেন।
ছাইরাছ হেলাল
আচ্ছা, লেখা থেকেও তাপ পাচ্ছেন!!
লেখাতো দেই-ই। দিতে-ও পারি, গাছ!! ঠিকাছে,
তবে কোথায় গড়াবে গাছ থেকে সেটিও বিষয়!!
নীলাঞ্জনা নীলা
কি কমু বুঝতাছি না! 😀
ছাইরাছ হেলাল
দাঁত-ই যথেষ্ঠ!!
মৌনতা রিতু
হে ভগবান মুঝে উঠালে, ভূত যদি অনশন করে তবে তো ভালোই হয়। এই যেমন আমি যেমন মাঝে মাঝে অনশন করি :p
ভূতেরা থাকুক। কবিতা তো পাব কিছু!
ছাইরাছ হেলাল
নিরবের অস্ত্রের অনশন!! তা মন্দ না।
ভূতেরা আছে, পৃথিবীর তাবৎ পণ্ডিতদের লেখায় এদের পাই-তো,