অকৃতজ্ঞ স্মৃতিগুলো মোচড় খায়, খামচে ধরে রক্তাক্ত করে চলিষ্ণু সময়।
চলোর্মির মতো ধাক্কা দিয়ে দিয়ে ভেঙ্গে যেতে থাকে জীবনের নগর-জনপদ স–ব, সবকিছু–
এসবকিছু এলোমেলো করে দেয় আমার চারপাশ।
চাতুর্যহীন এই আলোড়ন নিয়ে কেউ কি কিছু ভাবে? হিসেব দিয়ে হিসেব খুঁজে চলি,
বে-হিসেবীর মুখোশ পড়ে কলিযুগের ব্যুহতে প্রবেশ করি অস্ত্র হাতে নিয়ে
যুদ্ধ করতে নয়, দাঁড়িয়ে দেখি কতোজন মারা গেলো
একদিনের বর পাওয়া অশ্বত্থামা হয়ে বীরত্ব দেখানো বড়ো কঠিন।
তাছাড়া দেবতার রাজ্যে ঈশ্বর আর কোথায়?
পালিয়েছে নিরাপদ গন্তব্য খুঁজতে।
২৮টি মন্তব্য
মোঃ মজিবর রহমান
পতাকা আজ ঘমছে ধরেছে সেই পুরনো শকুন।
তাছাড়া দেবতার রাজ্যে ঈশ্বর আর কোথায়?
পালিয়েছে নিরাপদ গন্তব্য খুঁজতে।
ইশ্বরকে আমরা আঁকড়িয়ে ধরতে না পারলে কি আর ইশ্বর আমাদের মাঝে বিরাজ করে!!!!
নীলাঞ্জনা নীলা
মজিবর ভাই এখন ঈশ্বর নেই, বিভিন্ন পীর-ফকির আছে।
ভালো থাকুন।
শুন্য শুন্যালয়
অদ্ভুত সুন্দর লেখা! এ লেখার উত্তর দিতে গেলে প্রতি উত্তরে আবার কবিতা লিখতে বসবে। তোমাতে কবিতা ছাড়া কিছুই বেঁচে থাকবেনা। স্মৃতিগুলো যদি সব কবিতা হয়ে যায় কোন লেখকের নাম ছাড়া! নাম পরিচয়হীন কবিতা পথে পথে ঘুরবে স্রস্টার সন্ধানে।
অনেক ভালো লেখা নীলাপু।
নীলাঞ্জনা নীলা
শুন্য আপু এই লেখাটির চেয়ে তোমার মন্তব্য সুন্দর। দেখো কি সুন্দর চারটি লাইনে আস্ত কবিতা লিখে ফেললে! ;?
এই মেয়ে ভালো থেকো। -{@
ছাইরাছ হেলাল
ঈশ্বর পালিয়ে যাক, পালিয়ে বাঁচুক
এই অধম নরমুণ্ডধাড়ীরা হিসাব বিহীন হয়ে কৈ কৈ পালিয়ে বাঁচবে, মরেই জেগে থাকবে।
বছরের প্রথম লেখা যদি এই হয়,
পাঠকের কপালে খারাবি আছে বুঝতে পারছি।
নীলাঞ্জনা নীলা
এইভাবে পঁচাইলেন লেখাটারে?
আপনে একটা প্যাঙ্গোলিন। 😀
ছাইরাছ হেলাল
এমন কাম করতেই পারিনা আপনার সাথে।
নীলাঞ্জনা নীলা
তাই নাকি? তার মানে অন্য কাউরে পঁচান? 😀
ইঞ্জা
আসলেই অদ্ভুত সুন্দর লেখেন আপনি, মুগ্ধ না হয়ে যে পারিনা আপু।
নীলাঞ্জনা নীলা
হ্যান্ডপাম্প ভাইয়া লেখাটি লিখেছি আজকালকার রাজনীতিবিদ এবং চাটুকরদের নিয়ে।
ভালো লেগেছে জেনে খুশি হয়েছি।
অনেক আনন্দে থাকুন।
ইঞ্জা
বুঝতে পেরেছি আপু।
নীলাঞ্জনা নীলা
ভালো থাকুন ভাইয়া। 🙂
প্রহেলিকা
আহারে ছবি দেখলেই যদি এমন লেখা নামিয়ে ফেলতে পারতাম তাহলো কত্ত না ভালো হতো, ভালো থাকা যেত। লেখার জন্য উপলক্ষ্য প্রয়োজন হয়, আর তা যদি হয় কোনো স্থিরচিত্র তাহলে তো আর কোনো কথাই নেই। অবশ্য সবাই তা পারে না ছবির সাথে লেখার সামঞ্জস্যতা ঘটাতে, যা আপনি ভালোভাবেই পারেন।
নববর্ষের শুভেচ্ছা, প্রতিটাদিন আনন্দে কাটুক এই কামনা করি।
নীলাঞ্জনা নীলা
আরে নাহ! আপনি ছবি ছাড়াই লিখতে পারেন। ভালো করে দেখুন, একটা পাখির মাথা ওঠানো, অন্যগুলো নুয়ে আছে। প্রধানের চারপাশে সবার কেমন মাথা নীচু!
শুভ নববর্ষের শুভেচ্ছা। অনেক ভালো থাকুন।
নীহারিকা
কবিতাকে খুন হতে দেয়া ভালো কথা নয়।
বাঁচিয়ে রাখুন।
নীলাঞ্জনা নীলা
নীহারিকা আপু হয়ে যায়।
আমরা না চাইলেও হয়ে যায় গো আপু। 🙁
ভালো থাকুন।
ব্লগার সজীব
অসাধারন এক কবিতা পড়লাম নীলাপু।প্রতিদিন যেন এমনি করে একটি কবিতা খুন হয় 🙂
নীলাঞ্জনা নীলা
ভাভু ভাইয়া এভাবে খুন কি আর রোজ করা যাবে?
তাহলে তো হতোই। 🙂
অনেক ভালো থাকুন। শুভ নববর্ষ।
মেহেরী তাজ
আমার কাছে তো মনে হয় কবিতারা খুন হয়ে যাওয়াই ভালো। কিন্তু সে সব সময় আপনার মাথার ভিতর হলে তো সমস্যা।
আপনাকেও আবার নববর্ষের শুভেচ্ছা।
নীলাঞ্জনা নীলা
পিচ্চি আপু আমার এ সমস্যার সমাধান আপনি করতে পারবেন। আমি জানি।
অনেক ভালো থাকুন।
ইলিয়াস মাসুদ
ভাল লিখা পেলে অনেক বার পড়তে ইচ্ছে করে,তার পর সেই সব শব্দ গুলো মাথার ভেতরে শুধু ঘুরপাক খায়
এই লিখাটিও ঠিক তেমন,কিছু কিছু ভাবনা ঠিক আমারো এমন,আমি গুছিয়ে নিতে পারিনা,শুধু এলোমেলো
খুব সুন্দর লিখেছেন দিদি,ছবিটিও অপুর্ব
খুব ভাল থাকুন
নীলাঞ্জনা নীলা
ইলিয়াস ভাই আপনাদের সকলের প্রেরণা পাই বলেই লিখতে পারি। তা নইলে কি আর লিখে যেতে পারতাম?
আমি কৃতজ্ঞ আপনাদের সকলের কাছে।
ভালো থাকবেন অনেক।
মিষ্টি জিন
নীলাপু প্রথমেই তোমাকে অভিনন্দন। দেরী হয়ে গেল অভিনন্দন জানাতে। কয়েকদিন ইন্টারনেট খুব খারাপ ছিল গো। তার উপর তোমার দাদাভাইর চারদিন ছুটি ,বসতেই পারি না ব্লগে।
কবিতার মন্তব্য কি দেব বল? এত ভালো কবিতা।
অনেক কঠিন একটা সময় পার করঁছি আমরা এখন। তাই ঈশ্বরও পালিয়ে বাঁচতে চায়।
ভালো থেকো।
নীলাঞ্জনা নীলা
মিষ্টি আপু আরে ব্যাপার না। দাদাভাইকে সময় দাও।
তুমি যদি এতো সুন্দর মন্তব্য করো, আমি তখন কি বলবো? শব্দ খুঁজে পাচ্ছিনা প্রতিমন্তব্যের জন্য।
একটা মিষ্টি কথা বলতে পারি মিষ্টি আপুর জন্য, তুমি অনেক ভালো। 🙂
ভালো থেকো তুমিও।
বাবু
ঈশ্বর কেমন? কোথায় থাকে? কোথায় তার ঠিকানা আর কথায় তার বসবাস? লালন বলেছিল ‘যত তাউল্লা তত আল্লা’ তার মানে হয়ে দাঁড়ায় ‘যত মানুষ তত আল্লা’। ঈশ্বর পালায় না, আমিই পালিয়ে যাই আমার ঈশ্বরককে নিয়ে।
কবিতা ভালো লেগেছে দিদি, আপনি খুব সুন্দর কবিতা লিখতে পারেন।
নববর্ষের শুভেচ্ছা জানবেন।
নীলাঞ্জনা নীলা
খুবই সুন্দর মন্তব্য করেছেন আপনি দাদা।
এমন মন্তব্য পেলে লেখার আগ্রহ আরও বৃদ্ধি পায়।
শুভ নববর্ষ।
ভালো থাকবেন।
চাটিগাঁ থেকে বাহার
কবিতাকে খুন হতে দেয়া উচিত নয়। এগুলো বাংলা সাহিত্যের সম্পদ। যে কবিতা আজ রাতে খুন করা হলো তার আগমন আর কোনদিন নাও হতে পারে।
নীলাঞ্জনা নীলা
খুব সুন্দরভাবে মন্তব্য দিতে পারেন আপনি।
চেষ্টায় থাকবে যেনো আর কোনো লেখা খুন না হয়। 🙂
ধন্যবাদ। ভালো থাকবেন।