(ভাংতি গল্প)
:
রইসুল আবিদ তাকে ছাড়ার পর থেকে মর্মে মর্মে উপলদ্ধি করছে সে কতো ভালো ছিল । মানুষ হারিয়ে বুঝে, রইসুলও এখন বুঝতে পারছে সে ছিলো শান্তির ঠিকানা। সারাদিনের কর্মক্লান্ত, পরিশ্রান্ত দেহমন নিয়ে রইসুল যখন সন্ধ্যায় তার কাছে ফিরে যেত, তখন সে পেত নির্মল শান্তির বার্তা। তার সান্বিধ্য পেয়ে নিজের অজান্তেই মুদে আসত আঁখিজোড়া। তার মধ্যে আগুন, পানি, আলো- কোন কিছুর কমতি ছিলোনা, মেঝেতেও ছিল নক্সী করা হাফসা। দক্ষিণা জানালায় ছিল শান্তির সমিরণ যেন ষোড়ষীর মায়াময় চাহনী, যেন বাসরে নববধুর ঘোমটার ভিতর কালো চোখের কাজলরেখা । বেলকনিতে আধফালি চাঁদের বিচ্ছুরিত আলো ঢেউ খেলতো। শ্রমজীবী, কর্মজীবী, পেশাজীবী, বুদ্ধিজীবী সবার জন্য এটা মনের মতো হওয়াটা যে খুবই জরুরী।
এখন সে বুঝতে পারছে তাকে ছেড়ে দেয়া ঠিক হয়নি। তারমত জিনিস একটি ছেড়ে আরেকটি বদল করা যে কত কষ্টের তা ভূক্তভোগী ছাড়া কেউ বুঝতে পারবেনা ।
পচা নালার ভিতর হারিয়ে যাওয়া সুঁই খুজে পাওয়া হয়তো সহজ কিন্তু ভাল বাসা খুঁজে পাওয়া অনেক কঠিন ।
এমন কোন বন্ধু, সুহৃদ কি রইসুল আবিদের নেই যে তাকে একটি ভাল সুন্দর মনোরম পরিবেশে বাসা ঠিক করে দিতে পারবে !
তার যে বড়ই দরকার একটি ভাল ফ্যামেলী বাসা।
এখন তো রইসুল আবিদের গলা ছেড়ে গাইতে ইচ্ছে করছে, ‘আমায় একটি ভাল বাসা দাও……’
২৪টি মন্তব্য
হালিম নজরুল
হারানো ধনই প্রমাণ দেয় যে সে কতটা দামী সম্পদ।
চাটিগাঁ থেকে বাহার
হারানো জিনিসটা যদি বাসা হয় তাহলে আফসোসটা থেকেই যায়….
মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ। শুভ কামনা।
ছাইরাছ হেলাল
পেয়ে যাবে সে এমন একটি বাসা, মনোরম পরিবেশে,
তবে একটু খুঁজতে হবে, একটু টাইম ও লাগতে পারে।
ভাংতি আর রইলো কৈ!
গল্প গল্প ই তো লাগলো।
চাটিগাঁ থেকে বাহার
ভাংতিটা আপনি পূর্ণ করে দিলেন। ছাইরাছ হেলাল ভাই….
পড়ে মন্তব্য করার জন্য আন্তরিক ধনবাদ। শুভ কামান।
অনন্য অর্ণব
“পচা নালার ভেতরে হারিয়ে যাওয়া সুঁই খুঁজে পাওয়া হয়তো সহজ, কিন্তু ভালো বাসা খুঁজে পাওয়া অনেক কঠিন”- যে ভুক্তভোগী সেই কেবল বুঝতে পারবে এই নির্মম সত্য। শুভ কামনা আবিদের জন্য।
চাটিগাঁ থেকে বাহার
এখন তো রইসুল আবিদের গলা ছেড়ে গাইতে ইচ্ছে করছে, ‘আমায় একটি ভাল বাসা দাও……’
আপনার মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ। শুভ কামনা।
এস.জেড বাবু
মানুষ হারিয়ে বুঝে
ভাল বাসার বিরহ
বেশ লাগলো ভাই
চাটিগাঁ থেকে বাহার
পড়ে মন্তব্য করার জন্য আন্তরিক ধন্যবাদ। শুভ কামনা।
আরজু মুক্তা
ভালো বাসা, সুন্দর পরিবেশ সবার দরকার। ভালোবাসার থেকে ভালো বাসা কঠিন।
চাটিগাঁ থেকে বাহার
সাধ্যের মধ্যে থাকার মত একটি ভাল বাসা পাওয়া অত্যন্ত ভাগ্যের ব্যাপার।
মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ। শুভ কামনা।
তৌহিদ
ভালোবাসা তবু পাওয়া যায় ভালো বাসা খুঁজে পাওয়া মুশকিল। সাধ ও সাধ্যের সমন্বয় অন্যদিকে ভাড়াটিয়া ও বাড়িওয়ালার মনস্তাত্ত্বিক টানাপোড়ন একটি ভালো বাসা নিজের আয়ত্বে রাখার অন্যতম এবং প্রধান অন্তরায়।
ভাংতি গল্প ভালো লেগেছে ভাই।
চাটিগাঁ থেকে বাহার
সুন্দর মন্তব্য করেছেন।
ভাংতি গল্প পড়ার জন্য আন্তরিক ধন্যবাদ তৌহিদ ভাই। ভালো থাকবেন।
মনির হোসেন মমি
হারিয়ে আফসোস করতে নেই তাতে কষ্টই বাড়ে।চমৎকার গল্প।
চাটিগাঁ থেকে বাহার
আফসোস করতে না চাইলে মনের মাঝে উঁকি মারে।
পড়ার জন্য আন্তরিক ধন্যবাদ। ভালো থাকবেন।
জিসান শা ইকরাম
ভাল একটি বাসা খুঁজে পাওয়া খুবই কঠিন,
শুভ কামনা।
চাটিগাঁ থেকে বাহার
ঠিক বলেছেন ভাইজান।
আপনার জন্যও শুভ কামনা।
আকবর হোসেন রবিন
‘আমায় একটি ভাল বাসা দাও……’ হা হা…..
আজকাল অনেকের জন্য ভালোবাসার চেয়ে ভালো বাসা খুঁজে পাওয়া কঠিন।
চাটিগাঁ থেকে বাহার
সত্যি বলেছেন। ভাল একটি বাসা হচ্ছে প্রশান্তির ঠিকানা। শুভ কামনা।
শামীম চৌধুরী
ভালোবাসা হারায় না। হারায় ছলনাময়ী প্রতারিত ভালোবাসা। সত্যিকারের ভালোবাসা খুঁজার দরকার পড়ে না। দরকার পড়ে সততার। ভালো লাগলো পড়ে।
চাটিগাঁ থেকে বাহার
ভালো ফ্যামেলী বাসা কিন্তু খোঁজতে হয়ে দাদা!
রাফি আরাফাত
সময় থাকতে আসলে আমরা সব বুঝি না। ভালো হয়েছে ভাই
চাটিগাঁ থেকে বাহার
অনেক ধন্যবাদ।
শাহরিন
খুবই কঠিন একটি কাজ ভাল বাসা খোজা। আর পাওয়ার পরে হারানো সেটার বেদনা তো কোন কিছুতেই ঘুঁচবে না।
চাটিগাঁ থেকে বাহার
রাইট!
সুন্দর মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ।
শুভ কামনা।