এই শহর রাস্তা ,পথ, ঘাট, বাড়ি!
বদলে গেছে তোমার বাড়ির রাস্তা ও ঘর।
বদলে গেছে তোমার বন্ধু ,প্রেমিক সব।
শুধু বদলাতে পারিনি আমি নিজেকে।
তুমি আমার নাম দিয়েছিরে বিনে পয়সার কবি,
বলেছিলে আমি নাকি কথার ফুলঝুরি!
কষ্ট পেয়েছিলাম তবু তোমার প্রতি ভালোবাসা বদলায়নি।
কষ্টপেয়েছিলাম তবু নিজেকে বদলায়নি।
তবে এখনো আছে এই পৃথিবীতে একই আকাশ।
এখনো নির্ঘুম কাটে আমার বিরহ রজনী।
আমি নিজেকে বদলাতে পারিনি।
বদলেছে সাইনবোর্ড ,তার পাশে থাকা গাছ।
বদলেছে নিয়নবাতি তার নিচে বসে থাকা ভিখারি।।
বদলেছে চা কফি,কাপ, প্লেট ।
বদলায়নি তোমাকে নিয়ে আমার স্বপ্নগুলো বা ধারণা সমূহ।
তুমি আমার কাছে আছো একই রকম একটুও বদলাওনি।
২২২৯জন
২০৮৪জন
২৩টি মন্তব্য
ছাইরাছ হেলাল
দূরে থেকেও ভালোবাসার আকুল আর্তি লেখায় এসেছে।
ইসিয়াক
কবিতা পাঠে ও মন্তব্যে কৃতজ্ঞতা রইলো ভাইয়া।
শুভকামনা জানবেন।
ফয়জুল মহী
ভালো আছি। ভালো থেকো।
ইসিয়াক
শুভকামনা রইলো ভাইয়া ।
সুপায়ন বড়ুয়া
শুধু,
বদলায়নি তোমাকে নিয়ে আমার স্বপ্নগুলো ,
স্বপ্নে থাকুন , স্বপ্নে বাচুন।
শুভ কামনা ভাল থাকুন।
ইসিয়াক
ভালো থাকুন । সুস্থ থাকুন সব সময়।
শুভকামনা।
সুপর্ণা ফাল্গুনী
পৃথিবীতে সব ই বদলায় শুধু বদলায়না সত্যিকারের ভালোবাসা। সুন্দর হয়েছে কবিতা
ইসিয়াক
অনেক ধন্যবাদ আপু। শুভকামনা রইলো।
সুরাইয়া পারভীন
নিজেকে বদলাতে পারলে হয়তো ভালো থাকা যেতো।
ভুলে থাকা যেতো,হয়তো সুখে থাকা যেতো। কিন্তু বদলাতেই তো পারি না।
সুন্দর প্রকাশ।
ইসিয়াক
শুভকামনা জানবেন আপু্
তৌহিদ
দূরে থেকেও কিন্তু ভালোবাসা যায়। আর ভালবাসলে নিজেকে বদলাতে হবে কেন? আমি আমার মতোই তাকে ভালোবাসব তা সে যত দূরেই থাকুক।
দারুন লিখেছেন ভাই
ইসিয়াক
সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ভাইয়া ।
জিসান শা ইকরাম
সত্যিকারের ভালোবাসায় একবার যাকে ভালোবাসা হয়, তা আর বদলে যায় না।
ভালো লিখেছেন ভাই।
ইসিয়াক
শুভকামনা ও শুভেচ্ছা রইলো ভাইয়া্।
শুভসন্ধ্যা ।
সাদিয়া শারমীন
খুব সুন্দর। আসলেই সবকিছু বদলায়।শুধু অনুভূতি একই রকম থাকে।
ইসিয়াক
শুভকামনা জানবেন।
নৃ মাসুদ রানা
এতো ভালো থাকবে না।
ইসিয়াক
ধন্যবাদ ভাইয়া
কামাল উদ্দিন
এতোটা নসময়ে বদলে গিয়ে নতুন করে ভাবা উচিৎ, কারো অপেক্ষায় জীবনপাত করাটা অবশ্যই সমিচিন নয়।
ইসিয়াক
হা হা হা ।ধন্যবাদ ভাইয়া।
কামাল উদ্দিন
শুভেচ্ছা
পর্তুলিকা
আপনার প্রিয়তমা ভাগ্যবতী।
কবিতা অনেক সুন্দর।
ইসিয়াক
শুভকামনা রইলো ।