
ভালোবাসা মানে শুধুই টাকা শুধুই টাকা,
ভালোবাসা মানে ঘোরার ছলে পকেট ফাঁকা।
ভালোবাসা মানে টাকার কাছে হেরে যাওয়া,
ভালোবাসা মানে না পেয়েও সবই পাওয়া।
ভালোবাসা মানে স্বার্থ ফুরালে কেটে পড়া,
ভালোবাসা মানে বেঁচে থাকতে আবার মরা।
ভালোবাসা মানে শুধু শুধুই ভুল বোঝা,
ভালোবাসা মানে অন্ধকারে আলো খোঁজা।
ভালোবাসা মানে দড়িতে একপায়ে দাঁড়ানো,
ভালোবাসা মানে তপ্ত বালিতে হাত বাড়ানো।
১২টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
ভালোবাসার মানে নিয়ে ও পর্ব করা যায় তা শিখলাম। ধন্যবাদ আপনাকে। ভালো থাকুন নিরাপদে থাকুন শুভকামনা রইলো
শামীনুল হক হীরা
অবশ্যই প্রিয়।
অনেক ধন্যবাদ।
বন্যা লিপি
ভালবাসা মানে তপ্ত মরুর বুকে বৃষ্টি ঝরা।
ভালবাসা মানে সব হারিয়ে সব পাওয়া।
ভালবাসা মানে এক পৃথিবী তোমাকে ভাবা।
ভালবাসা মানে রোজ সকালে ভেজাচুলে তোমায় ছোঁয়া।
ভালবাসা মানে মাটির বুকে খড়ের ঘরে চন্দ্র দেখা।
ভালবাসা মানে তোমার নামে মরে যাওয়া।
ভালবাসা মানে টাকার কাছে জিতে যাওয়া।
ভালবাসা মানে পাখির নীড়ে সুখ খোঁজা
ভালবাসা মানে, একটি কথায় হাজার শব্দ শোনা।
তারপরও……..ভালবাসা মানে নিরর্থক সব খুইয়ে একলা থাকা।
ভালবাসা মানে সাদা ভাতের হাড়ির টগবগে ফুটন্ত ক্ষুধার্থ মুখে অন্ন তুলে দেয়া।
ভালবাসা মানে ঘড়ি ধরে নিত্য কাজে আটকে থাকা।
ভালবাসা মানে রোজ দুবেলা পেটের শুন্যতা রোধ করা।
ভালবাসা মানেই জঞ্জাল।
যা যা বলার সব তো হলো বলা!
আর জানতে চাইনা….. ভালবাসার আসল মানে কারে কয়?
শামীনুল হক হীরা
এইতো কত মানে পেয়ে গেলেন, এর মানে’র কোন শেষ নেই।তবে আসল মানে অবশ্যই আছে।।অধৈর্য্য হওয়ার কিছু নেই জানতে পারবেন।চোখ রাখুন।ধন্যবাদ প্রিয়।
আরজু মুক্তা
ভালোবাসা মানে কফির চুমুক শেষ না হওয়া।
শামীনুল হক হীরা
বাহঃ খুব সুন্দর তো,,,ধন্যবাদ অনন্ত।
সৌবর্ণ বাঁধন
ভালোবাসার মানের তো শেষ হয়না কোন। শুভেচ্ছা।
শামীনুল হক হীরা
এতদম ঠিক,,ধন্যবাদ সতত।
হালিমা আক্তার
ভালোবাসা মানে শুধুই ভালোবাসা।
শামীনুল হক হীরা
একদম সত্যি।।ধন্যবাদ সতত।
পপি তালুকদার
ভালোবাসা মানে সবকিছু। আবার ভালোবাসা মানে নিজেকে উজার করে দেয়া প্রাপ্তি না করা।
শামীনুল হক হীরা
ঠিক তাই।ধন্যবাদ অনন্ত।