
ভালবাসা মানে উজান গাঙ্গে রঙ্গিলা নাও,
ভালবাসা মানে দুঃখে কেনা সকল ফাও।
ভালবাসা মানে নীল বনের সোনালী লতা,
ভালবাসা মানে আনন্দের মাঝে দুঃখ কথা।
ভালবাসা মানে মহাসমুদ্রে প্রেমের বৃষ্টি,
ভালবাসা মানে সুখী চোখে কষ্টের দৃষ্টি।
ভালবাসা মানে পদ্ম দীঘির শাপলার মেলা,
ভালবাসা মানে হাসি সাগরে কান্নার ভেলা।
ভালবাসা মানে স্নিগ্ধ ভোরে শিশির কণা,
ভালবাসা মানে ভয়ংকর গোখরার ফণা।।
১৮টি মন্তব্য
সাবিনা ইয়াসমিন
❝ভালবাসা মানে দুঃখে কেনা সকল ফাও❞
এই লাইনটার মানে বুঝলাম না। দুঃখে কেনা ফাও মানে কি?
শামীনুল হক হীরা
ফাও মানে ফ্রি,একটু গ্রামের ভাষা ব্যবহার করেছি।দুঃখ দিয়ে ফ্রি দুঃখ কেনা।
আন্তরিক প্রীতি ও ভালবাসা নিবেন
সাবিনা ইয়াসমিন
বুঝিয়ে দেয়ার জন্য আপনাকে ধন্যবাদ।
একটা অনুরোধ, আপনার এই সিরিজটা খুব ছোট ছোট প্যারায় দিচ্ছেন। ব্লগে আসলে এত ছোট করে লেখা ঠিক নয়। আপনি চেষ্টা করুন সিরিজটা পর্ব দিয়ে না বাড়িয়ে লেখায় বাড়াতে।
ভালো থাকুন, শুভ কামনা 🌹🌹
শামীনুল হক হীরা
আমার প্রিয় সাবিনা ইয়াসমিন,
কবিতা তো ছোটই হয়।আপনি বললে বন্ধ করে দিতে পারি।তবে দুটি কবিতা এক সাথে করে দেয়া যেতে পারে।মতামত দিন প্রিয়?ধন্যবাদ সহ ভালবাসা নিবেন।
শামীনুল হক হীরা
ফাও মানে ফ্রি,একটু গ্রামের ভাষা ব্যবহার করেছি।মন্তব্যের জন্য ধন্যবাদ প্রিয়।
হালিমা আক্তার
সব কিছুতেই ভালোবাসা জড়িয়ে থেকে বলে কথা | চমৎকার ছন্দ চয়ন | শুভ কামনা |
শামীনুল হক হীরা
অনেক অনেক ধন্যবাদ সহ অফুরন্ত ভালবাসা 💜💗রইল আপনার তরে।
বন্যা লিপি
ভালবাসার এত এত দুর্নাম?? ােকেটেকুটো সাফ করে ফেলুন এসব ফাও কেনা দুঃখ টুঃখ। লাগবেনা এত ভালবাসাবাসি। ভালো থাকেন
শামীনুল হক হীরা
শুধু দুর্নামটাই দেখলেন সুনাম দেখেননি প্রিয়।শুধু ভালবাসা কেন সবকিছুরইতো বিপরীত আছে।আর ভালবাসায় বিরহ বেশীই থাকে।আপনার জীবনে সফলতা হয়তো বেশী কিন্তু আমকর জীবনে তার বিপরীত। ধন্যবাদ সহ সফল ভালবাসা আপনার তরে।ভাল থাকুন প্রিয়।
বন্যা লিপি
উঁহু……অমন ভাবলে তো চলবে না!! সফল কবে হয়েছে ভালবাসাবাসি? আমার তো জানা নাই। আপনি জানেন? জানলে আমারে জানাইয়েন।
শামীনুল হক হীরা
কি আর বুঝতাম,নিজেই তো বুঝিনা আপু।
সুপর্ণা ফাল্গুনী
ভালোবাসা মানেই আনন্দের মাঝে হাজারো কষ্ট, ব্যথা। প্রদীপের নিচেই তো অন্ধকার থাকে। ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ কামনা নিরন্তর। শুভ সকাল
শামীনুল হক হীরা
একদম সঠিক মন্তব্য।।কিন্তু এই জিনিসটাই প্রিয় বন্যা লিপি আপু বোঝেন নি।।
মন্তব্যের জন্য অফুরন্ত ভালবাসা আপনার তরে।
বন্যা লিপি
শামীমুল হক হীরা@ হা হা হা হা…… ভাইরে! এই বন্যা লিপি যে কী বোঝে আর কী বোজেনা! সেই ধারনা আপনি করতারবেন না😊😊😊 আমি বরং সেফসাইডে অবস্থান নিয়ে থাকি নিরাপদে।
রোকসানা খন্দকার রুকু
ভালোবাসা টক ঝাল মিষ্টি মিলেই। শুভ কামনা হীরা ভাই।
কলম চলুক,,
শামীনুল হক হীরা
অনেক অনেক খুশী হলাম প্রিয়।সত্যি ভাল লাগল খুব।অসংখ্য ধন্যবাদ সহ ভালবাসা 💚💙রইল আপনার তরে।।
আরজু মুক্তা
কষ্ট কষ্ট ভালোবাসা। চলুক কবিতা
শামীনুল হক হীরা
সাপোর্টের জন্য আন্তরিক ভালোবাসা নিবেন।