
১। আসক্তি ( Passion)।
২। ঘনিষ্ঠতা (Intimacy)।
3।প্রতিশ্রুতি ( Commitment)।
মানুষভেদে আবার এই ভালোবাসা ৮ প্রকারের হয়ে থাকে।
যথাক্রমে –
১। None Love.
এখানে পরস্পর পরস্পরকে দেখেই এক ধরনের ভালোলাগা কাজ করে কিন্তু উপরোক্ত তিনটি উপাদানের মধ্যে Passion, Intimacy and Commitment কোনটিই উপস্থিত থাকেনা।
২। Liking Love.
এ ধরনের ভালোবাসায় শুধুমাত্র Inimacy থাকে।
Passion and Commitment অনুপস্থিত থাকে।
৩। Infatuation Love.
এ ধরনের ভালোবাসায় শুধুমাত্র Passion থাকে।
Intimacy and Commitment অনুপস্থিত থাকে।
৪। Empty love.
এ ধরনের ভালোবাসায় শুধুমাত্র Commitment থাকে।
Passion and Intimacy অনুপস্থিত থাকে, যেমন – বিয়ে।
৫। Romantic love.
এ ধরনের ভালোবাসায় Intimacy and Passion থাকে কিন্তু Commitment থাকেনা ।
৬। Companion Love.
এ ধরনের ভালোবাসায় Intimacy and Commitment থাকে ।
কিন্তু Passion অনুপস্থিত থাকে।
৭। Virtual love.
এ ধরনের ভালোবাসায় Passion থাকে ।
Intimacy and commitment থাকেনা ।
৮। Consummate love.
এ ধরনের ভালোবাসায় Passion, intimacy and Commitment তিনটি উপাদানই একসঙ্গে বিদ্যমান থাকে ।
উপরোক্ত ভালোবাসার শ্রেণী বিন্যাসের আলোকে আপনিও ভেবে দেখতে পারেন, আপনি কোন ধরনের ভালোবাসায় জীবন যাপন করছেন । কোন ধরনের ভালোবাসা আপনার পছন্দ ?
কোন ধরনের ভালোবাসায় আপনি অভ্যস্ত ?
ভালোবাসার প্রকারভেদ। বিভিন্ন পত্র,পত্রিকায় পড়া,বিভিন্ন জনের লেখা ও জানা বা সংগ্রহ করে লেখা।ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বলে আশা করি।
সবার জন্য সোনেলার ভালোবাসা অবিরাম।
২৭টি মন্তব্য
আলমগীর সরকার লিটন
না আপনার সাথে একমত হতে পারলাম না কারণ ভালবাসা এমন এক জিসিন প্রকার ভেদ করা যায় না ভালবাসা আমার কাছে মনে একটা ইবাদাতের মতো————
উর্বশী
আলমগীর সরকার লিটন ভাইয়া,
সহমত পোষণ করছি। প্রশ্ন তিনটি করেছিলাম,কতটা সঠিক ভাবে বিশ্লেষণ করেছেন,যারা লিখেছিলেন সেজন্য।শেষের দিকে কিন্তু লিখেছিলাম,বিভিন্ন পত্র,পত্রিকায় পড়া,বিভিন্ন জনের লেখা ও জানা বা সংগ্রহ করে লেখা।মূলত এখানে বিশাল গুনীজনের সমাহার। বিশ্লেষণে না গিয়ে সরাসরি প্রশ্ন রেখে ছি মাত্র।আপনাদের মন্তব্য এটাই আমার দরকার।
এই টপিক্স নিয়েও আমার সংগঠনের ছেলে মেয়েদের অন্য ট্রেনিং এর পাশাপাশি এটাও করিয়ে নিব মূল উদ্দেশ্য এটাই। সোনেলার গুনীজনেরা যারা আপনারা সবাই আছেন, বলতে পারেন এক্অঅটই সুযোগ করে নিলাম।
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। অফুরান শুভ কামনা।
সাবিনা ইয়াসমিন
ভালোবাসার এত ধরন!
এতো কারণ!!
ভাবছি এভাবে সব নিয়ম মেনে কাউকে ভালোবাসবো, তারপর একটা ভালোবাসার গল্প লিখে ফেলবো 🤔
ছোট, কিন্তু দারুণ পোস্ট দিয়েছেন রুবি আপু।
ভালো থাকুন, শুভ কামনা নিরন্তর 🌹🌹
উর্বশী
সাবিনা ইয়াসমিন আপু,
জানা ও শেখার তো শেষ নেই। যে টপিক্স নিয়ে লেখা আসলে এর কোনো প্রকার ভেদ করা বা পরিমাপ করা নিক্তি, ওজন এসব হয়না। দিন যত যাচ্ছে আমাদের জানার, শোনার পরিধি বেড়েছে।কিছু প্রচলন,নামকরণ করে দিল কেউ, ব্যস দিনের পর দিন চলতেই থাকল।
আমি শেষের দিকে লিখে দিয়েছি কিন্তু কোথা থেকে জেনেছি। প্রশ গুলি করা হয়েছে, সঠিক উত্তর যার যার অবস্থান থেকে আসার জন্য। এই টপিক্স নিয়ে আগামীতে কাজ করবো আমার সংগঠনের ছেলে মেয়েদের নিয়ে আপু।
সোনেলায় গুনীজনের বিশাল সমাহার, তাই লেখাটি দিয়েছি।অবশ্য বিশ্লেষণ করলে হয়তো অন্যঅরকম মন্তব্য হতো।আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা । অফুরান শুভ কামনা সব সময়।
শামীম চৌধুরী
বাহ
ইদানিং দেখলাম ভালোবাসায়ও প্রকার ভেদ আছে। ভালোবাসা কি এখন পন্য হয়ে গেল? ভাল লাগলো আপনার লেখাটি পড়ে।
উর্বশী
শামীম চৌধুরী ভাইয়া,
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। না, মোটেও পন্য হয়ে যায়নি। উন্নত বিশ্বের যুগের হাওয়া,আমাদের উপর ভর না করলেও আমরা বহন করার চেষ্টা ।এবং নিজেদের কিছু গুনাবলী উপস্থাপন করার চেষ্টা করি। আর বাকি জনগনের কেউ নামকরণ করেন,এবং সেটা চলতে থাকে। শেষের দিকে লেখা ই আছে কোথা থেকে জানা,পড়া এবং পরিশেষে লেখা। সোনেলার বিশাল গূনীজনের সমাহার, এই টপিক্স একটি লক্ষে পৌছাবে। আমার উদ্দেশ্য আছে এই টপিক্স এর উপর আপনাদের মন্তব্য। অফুরান শুভ কামনা।
ফয়জুল মহী
অসাধারণ , দারুণ প্রকাশ ।
ভীষণ ভালো লাগলো।
উর্বশী
ফয়জুল মহী,
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। জরুরী ছিল এই টপিক্স নিয়ে আলোচনা করার,। বিশাল গুনীজনের সমাহার যেখানে, তোমাদের সবার মন্তব্যই আমার মুখ্য বিষয় পেয়ে যাব। উদ্দেশ্য টি সফল হবে আশা করি।অফুরান শুভ কামনা।
বন্যা লিপি
ইহা কি ভালবাসার ময়নাতদন্তের প্রকাশিত রিপোর্ট? ভালাসার গবেষণায় আমি টাস্কিত! এখন প্রশ্ন হইলো স্কেলে মেপে কয়জনে প্রেমে বা ভালবাসায় মজেছে?
এক ইঞ্চি এধার কি উধার হইলেই তো বিরহ! ধুর ছাই…….ঝামেলা মুক্ত।
তবে প্রেস্ক্রিপসন ঝাক্কাস হয়েছে।
যাদের কাজে লাগাবার তারা ট্রাই করতে পারেন। তাতে ভালবাসা জুটলো কি জুটলো না জুটলো দেখার বিষয় বটে।
উর্বশী
বন্যা লিপি আপু,
টপিক্স ঝাক্কাস কতটুকু জানিনা, তবে মন্তব্য ঝাক্কাসের জাহাজ মা শা আল্লাহ। পুরো মন্তব্যই ১০০/১০০
একটি উদ্দেশ্য আছে,সোনেলার গুনীজনের বিশাল সমাহার। কোন আলোচনার ধার ধারলাম না। আপনারা সবাই গুনীজন। আপনাদের মন্তব্যই আমার আমার বিষয় বস্তু খুঁজে নিব। প্রতিটি কাজে,ধাপে ধাপে সোনেলার ছোঁয়া থাকুক।
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। অফুরান শুভ কামনা রইলো।
রোকসানা খন্দকার রুকু
বিয়েটা Empty Love.তারপেছনেই ছুটছি।
ভালো লাগলো আপু॥
ভালো থাকবেন।
উর্বশী
রোকসানা খন্দকার রুকু আপু,
আন্তরিক ভালোবাসা রইলো। ভাল লেগেছে জেনে খুশি হলাম।অফুরান শুভ কামনা সব সময়।
সুপর্ণা ফাল্গুনী
ভালোবাসার যে রিপোর্ট দিলেন তাতে তো পুরাই টাস্কি। তবে এতকিছু হিসাব করে ভালোবাসা যায় না। ভালোবাসা ভালোবাসাই। যার কোন প্রকারভেদ হতে পারে না। যেকোন কারনে , যে কাউকে , যেকোন সময় ভালোবাসা জন্ম নিতে পারে। ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ কামনা
উর্বশী
সুপর্না ফাল্গুনী আপু,
আপনার সাথে সহমত। সোনেলার গুনীজনের বিশাল সমাহার। আপনারা যারা গুনীজন আছেন,তাদের মন্তব্যই হচ্ছে আমার আসল পাওয়া। অনেক শুভ কামনা। এই টপিক্স নিয়ে লেখার আসল উদ্দেশ্য, আপনাদের মন্তব্য থেকেই সংগ্রহ করে নিব। অনেক ভাল থাকুন,আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
সুপায়ন বড়ুয়া
ভালবাসার উপর বিশাল গবেষনা করলেন আপু।
উপরোক্ত ভালোবাসার শ্রেণী বিন্যাসের আলোকে
আপনি কোন ধরনের ভালোবাসায় জীবন যাপন করছেন। কোন ধরনের ভালোবাসা আপনার পছন্দ ?
শুভ কামনা।
উর্বশী
সুপায়ন বড়ুয়া দাদা,
ঠিক গবেষণা নয়। কিছু অবস্থার পরিপ্রেক্ষিতে কিছুটা জানার পরিধি বাড়ানো বলা চলে। আপনাদের মত এত গুনীজনের সমাহার যেখানে,সেখানে যে কোনো টপিক্স এর মন্তব্যই যথেষ্ট। আর আমি এর থেকেই সঠিক জিনিস নিয়ে নিব। প্রশ্ন করেছিলাম,উত্তর পাওয়ার জন্য। আমার উত্তর সাংগঠনিক উদ্দেশ্য সফল করা। আর সেটা সম্ভব আপনাদের সবার মূল্যবান মন্তব্য।
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। ভাল থাকুন, শুভ কামনা সব সময়।
খাদিজাতুল কুবরা
উর্বশী আপু, দারুণ একটি বিষয় নিয়ে লিখেছেন। ভালোবাসার প্রকারভেদ নিয়ে এক মনোবিজ্ঞানীর আলোচনা শুনেছিলাম। এরকমই বৈজ্ঞানিক ব্যাখ্যা তিনি ও জানিয়েছেন।
তবে আমার মনে হয় ভালোবাসা মানে ভালোবাসা ব্যাখ্যাতীত ভাবে। যা সকল অনুভূতির থেকে ভিন্ন কিছু। সকল স্বার্থের উর্ধ্বে।
সাবিনা আপু আপনাকে রুবি নামে সম্বোধন করেছেন। এতে বুঝলাম আপনার ডাক নাম রুবি।
আমার ডাক নাম ও রুবি।
সে হিসেবে আমরা তো মিতা।
উর্বশী
খাদিজাতুল কুবরা মিতা আপু,
মিতা হওয়ার জন্য ফুলেল শুভেচ্ছা ও এক আকাশ ভালোবাসা। সহমত পোষণ করছি। ভালই বলেছেন।নামটি বেশ কমন হয়েছে। এই নিয়ে মিতার সংখ্যা ৫
মজার ব্যাপার সব সাহিত্য জগতেই অবস্থান করছেন।একেক জনের একেক নামের শেষে রুবি।
ভাবছি ভবিষ্যতে ” রুবি’ স ” অনুষ্ঠান করবো। সবাইকে নিয়ে। অনেক শুভ কামনা রইল। ভাল থাকুন।
খাদিজাতুল কুবরা
নিশ্চয়ই রুবি’স অনুষ্ঠান আনন্দদায়ক হবে।
মিতা হতে পেরে আমি আনন্দিত।
আপনাকে ও ফুলেল শুভেচছা।
আরজু মুক্তা
পুরো ব্যাপারটাই হরমোন ঘটিত। হিসাব নিকাশ করে এইসব হয়না। আর আবেগের বাড়াবাড়ি থাকলে, কীভাবে নিয়ন্ত্রণ করবে, কাকে কে করবে? এটাও সমস্যা। ভালোবাসার মাপকাঠিতে না যেয়ে ধর্মীয় অনুশাসন মেনে চলি। কাউন্সিলিং করি। সামাজিক কাজকর্ম গুলোতে নিজেকে নিয়োজিত করি। গান শুনি। আত্মত্যাগ করার মানসিকতা বাড়াই।
উর্বশী
আরজু মুক্তা আপু,
আপনার সাথে একমত পোষণ করছি। প্রশ্ন হতে পারে তাহলে এই টপিক্স কেন? ডিজিটাল যুগে কিছু ছেলে মেয়েরা পবিত্র জিনিস কে অন্যভাবে চিন্তা করে, ধাবিত করে। সেটা কেউ বুঝে,আবার কেউ না বুঝেও। তাদের জন্যই প্রকারভেদ কাজে লাগানো যাবে বেশী। সুন্দর মন্তব্য করেছেন। কিছু বলার অপেক্ষা রাখেনা।
আন্তরিক ধন্যবাদ সহ অফুরান শুভ কামনা ও কৃতজ্ঞতা।
তৌহিদ
ভালোবাসার এত এত প্রকারভেদ তা জানতামইনা। আজই আপনার লেখা থেকে জানলাম।
অনেক ধন্যবাদ আপু। শুভকামনা রইলো।
উর্বশী
তৌহিদ ভাইয়া,
একটি পবিত্র জিনিসকে যখন অপবিত্র করে ফেলে বুঝে,আবার না বুঝেও। ঠিক তার থেকেই ভাবনাগুলো মাথাচাড়া দিয়ে ওঠে,যেন কি কোথায় কেন??? তার প্রশ্ন খুঁজতে। মূলত সাংগঠনিক কিছু ছেলে মেয়ে দের কিছু টপিক্স এর উপর ট্রেনিং এর মত করা হয়,এবারে এই টপিক্স ওদের জন্য এড করবো। সোনেলায় আপনারা এত গুনীজন আছেন,বিশাল সমাহার গুনীজন দের। আপনাদের মন্তব্য আমার উদ্দেশ্য সফল হবে। আমি খুঁজে নিব । এই প্রকার ভেদ গুলো ছেলে মেয়েদের বুঝালে কম বেশী বিপদ থেকে মুক্ত থাকতে পারবে বলে মনে করি। ভুল বুঝা, আর না বুঝা দুটো দুই জিনিস, কিন্তু ছেলে মেয়ে গুলো চরম ভুল করে ফেলে। বিবেক,বোধ আজকাল কতটুকু সবার কাজ করে বলুন? “আগে প্রিয়জন থেকে প্রয়োজন হতো, আর এখন প্রয়োজন থেকে প্রিয়জন হয় ” ডিজিটাল যুগের হাওয়ায় ছেলে মেয়েরা ভুলের সাথে বসবাস করতেই স্বাচ্ছন্দ্য বোধ করে,এখানেই যত ঝামেলা পাকায়।এক কথায় দারুন টপিক্স কাউন্সিলিং করা।
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। ভাল থাকুন, শুভ কামনা।
তৌহিদ
আপনার ভাবনাকে সম্মান করি আপু। আমি আপনার মত গুনি নই কিন্তু!
উর্বশী
তৌহিদ ভাইয়া,
আমিও গুনী নই। আমি শুধু শিখতেছি( শিখছি)।
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
ছাইরাছ হেলাল
আপনি তো গবেষণাপত্র দিয়ে রেখেছেন আমাদের সামনে।
ইহা কী বস্তু, খাওয়ার না মাথায় রাখার তা জানা হয়নি , তাই খুব কঠিন কঠিন লাগতেছে।
সবাইকে পড়ে -টড়ে দেখি কোন কিনার করতে পারি কী না!!
উর্বশী
ছাইরাছ হেলাল ভাইয়া,
আপনি গুনীজন, যদি মনে করেন গবেষণা পত্র, তাহলে মেনেই নিলামা। গুনীজনরা ই তো বুঝতে পারবে ইহা বস্তু কিনা। খাওয়ার নাকি মাথায় রাখার সেটাও সঠিক বলতে পারবো না । আর সেজন্যই তো প্রশ্ন রাখা। হুম,আমারও কঠিন লেগেছে তাই তো সহজ উপায় খুঁজতে আপনাদের কাছে প্রশ্ন রাখা। অনেক ভাল থাকবেন।আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।