ভালোবাসার জন্যই ভালোবাসাকে ছেড়ে দিলাম।
ভালোবাসাকে ভালো রাখতেই দূরে সরে গেলাম।
যে প্রেম অশান্তি আনে সে প্রেম থাকে ভালোবাসাকে মুক্ত করলাম।
আমার সুখের জন্য ভালোবাসার জীবন অতিষ্ঠ করা থেকে বিরত থাকলাম।
ভালোবাসা ভয়ে ভয়ে নয় চুটিয়ে বাঁচুক যুগ যুগ।
ভালো থাকুক ভালোবাসা, সুখে থাকুক, শান্তিতে থাকুক।
ভালোবাসারকে ভালো রাখতেই কি ভালোবাসা থেকে দূরে থাকা যায়?
হ্যাঁ যায় ভালোবাসাকে ভালো রাখতেই ভালোবাসার থেকে দূরে থাকা যায়।
এক পৃথিবী যন্ত্রণা বুকে নিয়ে অশ্রু সিক্ত নয়নে কথা গুলো লিখলো পুষ্প। পুষ্পর মেঘাচ্ছন্ন আকাশে একফালি রোদ ছড়িয়ে দিয়েছিলো যে ভালোবাসা, সেই ভালোবাসার জীবনজুড়ে কালো মেঘের ছটা লাগুক তা পুষ্প কেন কোনো নারীর কাম্য নয়। পুষ্প তার ভালোবাসাকে পাগলের মতো ভালোবাসে। পুষ্প কিছুতেই মানতে পারে না তার জন্যই তার ভালোবাসাকে কোনো রকম বিপদে পড়তে হবে। পুষ্প ভেবেছিল সে কখনোই তার ভালোবাসাকে ছেড়ে যাবে না। আমৃত্যু তার ভালোবাসাকে আগলে রাখবে। প্রয়োজনে পৃথিবী ছাড়তে রাজি পুষ্প তবুও তার ভালোবাসাকে নয়। কিন্তু সেই ভালোবাসায় যদি অশান্তিতে থাকে, ভয়ে ভয়ে বাঁচতে তবে কেবল নিজে ভালো থাকবে বলে তার ভালোবাসাকে জড়িয়ে রাখতে পারে না পুষ্প। পুষ্প এতোটাও স্বার্থন্বেষী হতে পারে না। নিজের সুখের জন্য সে তার ভালোবাসাকে অসুখী দেখতে পারে না। পুষ্প একবার যখন জানতে পেরেছে তার ভালোবাসা তার জন্যই অশান্তিতে আছে, ভয়ে ভয়ে আছে তখন তো দূরে সরেই যেতে হবে। পুষ্প নিজে ভেঙ্গেচুরে চুরমার হলেও তার ভালোবাসাকে ভালো রাখবে। পুষ্প নিজে চোরাবালিতে তলিয়ে গেলেও ভালোবাসাকে শান্তিতে রাখবে। পুষ্প তার ভালোবাসাকে কথা দিয়েছে আমৃত্যু সে কেবল তাকেই ভালোবাসবে,তারই থাকবে। পুষ্প নিজের জীবন দিয়ে সে কথা রাখবে। দূরে থাকলেও পুষ্প কেবল তাকেই ভালোবাসবে। আমৃত্যু তারই পথ চেয়ে থাকবে। যদি কখনো তার ভালোবাসার মনে হয় এই পৃথিবীতে শুধু একজন ই আছে যে তাকে সুখে রাখতে পারে, শান্তিতে রাখতে পারে তবে সে ঠিক ফিরে আসবে। আর সেদিনের অপেক্ষায় পুষ্প আমৃত্যু বেঁচে থাকবে, পথ চেয়ে থাকবে। পুষ্প আর ফিরবে না তার ভালোবাসার কাছে। পুষ্প যেমন তার ভালোবাসাকে পাগলের মতো ভালোবাসতে পারে ঠিক তেমন ভালোবাসাকে ভালো রাখতে ভালোবাসার থেকে দূরে গিয়ে ধুঁকে ধুঁকে মরতেও পারে। ভালোবাসাকে ভালো রাখতেই ভালোবাসার থেকে দূরে থাকবে পুষ্প।
ভালো থাকুক ভালোবাসা, খুব ভালো থাকুক।
২৯টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
ভালোবাসাকে ভালো রাখতে ভালোবাসা থেকে দূরে যেতে , ত্যাগ স্বীকার করতে ক’জনে পারে? সুন্দর একটি উপস্থাপন দেখলাম ভালোবাসা নিয়ে। শুভ কামনা রইলো
অন্বেষা চৌধুরী
অনেক ধন্যবাদ
ভালো থাকবেন সবসময়
ফয়জুল মহী
অপূর্ব, পাঠে মুগ্ধতা রেখে গেলাম।
অন্বেষা চৌধুরী
ধন্যবাদ অশেষ
ভালো থাকবেন সবসময়
জিসান শা ইকরাম
সোনেলার উঠোনে স্বাগতম আপনাকে।
চমৎকার একটি লেখা নিয়ে এলেন প্রথমেই।
এই ত্যাগ খুবই কঠিন আপু।
নিয়মিত লেখুন,
অন্যদের লেখাও পড়ুন।
শুভ ব্লগিং ,
অন্বেষা চৌধুরী
চেষ্টা করবো ইনশাআল্লাহ
জানি না কতোক্ষণ এই দৃঢ় প্রত্যয় ধরে রাখতে পারবো? ভালোবাসা সামনে এলে, ভালোবাসার সংস্পর্শে বরফের মতো যে গলে যাই।
ধন্যবাদ অশেষ
অন্বেষা চৌধুরী
আমি অন্যদের পোস্টে মন্তব্য করলে তা সো করছে না ?
মনির হোসেন মমি
ভালবাসার জন্যই ভালবাসাকে ছেড়ে গেলাম-অপূর্ব কাব্যিক ভালবাসার লেখা। ভালবাসায় সেক্রিফাইস থাকলে ভালবাসা আরো মজবুত হয়।বিশ্বাসের জোরও ভালবাসাকে একসময় কাছে টানে।চমৎকার লেখা নিয়ে সোনেলায় আগমন।
অভিনন্দন এবং শুভ ব্লগিং।
অন্বেষা চৌধুরী
অসংখ্য ধন্যবাদ
ভালো থাকবেন সবসময়
কামাল উদ্দিন
ভালোবাসাকে ভালো রাখতে নিজের জীবনটাকে বিসর্জন দেওয়ার কোন মানে হয় না। সে যদি দূরে ভালো থাকতে পারে আমিও কেন নই ?……..সোনেলা ব্লগে সু-স্বাগতম।
অন্বেষা চৌধুরী
ধন্যবাদ অশেষ
সেও যে ভালো নেই
ভালো থাকতে পারে না
ইনফেক্ট কেউই পারে না ভালোবাসা কে ছেড়ে ভালো থাকতে।
কামাল উদ্দিন
ধন্যবাদ ভাই, শুভ সকাল।
তৌহিদ
সোনেলায় স্বাগতম। প্রথমেই সুন্দর একটি লেখা নিয়ে এলেন। আসলে নিজেকে ভালোবাসতে হবে সবার আগে। তা না হলে অন্যকে ভালো রাখবেন কি করে?
তবুও প্রকৃতরুপে ভালোবাসলে এজীবনতো তুচ্ছ!!
অন্যদের লেখা পড়ুন এবং আপনার মন্তব্য দিন। ভালো থাকবেন আপু।
অন্বেষা চৌধুরী
ইনশাআল্লাহ চেষ্টা করবো সবার পোস্ট পড়তে ও মন্তব্য জানাতে। ভালো থাকবেন
রেহানা বীথি
ভালোবাসা যদি হয় ভালোবাসার মতো, তবে তার জন্য ত্যাগ স্বীকার করাই যায়। ভালো লিখলেন। সোনেলায় স্বাগতম।
অন্বেষা চৌধুরী
একদম সঠিক বলেছেন
ভালোবাসার জন্যই ত্যাগ স্বীকার করা যায় নির্দ্বিধায়
অনেক অনেক ধন্যবাদ
ভালো থাকবেন সবসময়
নৃ মাসুদ রানা
যে প্রেম অশান্তি আনে সে প্রেম থাকে ভালোবাসাকে মুক্ত করলাম।
দারুণ লিখেছেন।
সোনেলায় স্বাগতম।
অন্বেষা চৌধুরী
তা না করে উপায় কী
ধন্যবাদ অশেষ
সুরাইয়া পারভীন
যতোই জিদ করে বলুন না কেনো ভালোবাসাকে মুক্ত করেছেন।
কিন্তু মনকে জিজ্ঞেস করুন তো সত্যিই কী পেরেছেন?
আমাদের পরিবারে স্বাগতম আপনাকে।
অন্বেষা চৌধুরী
তা বেশ বলেছেন
ধন্যবাদ অশেষ
শুভ কামনা রইল
সঞ্জয় মালাকার
ভালোবাসাকে ভালো রাখতে ভালোবাসা থেকে দূরে যেতে , ত্যাগ স্বীকার করতে ক’জনে পারে?
চমৎকার উপস্থাপন পড়ে মুগ্ধ হলাম।
স্বাগতম সোনেলা উঠোনে, আপনার জন্য অনেক অনেক শুভ কামনা।
নাজমুল হুদা
সোনেলায় আপনাকে স্বাগতম।
ভালোবাসার ভালোর জন্য পুষ্পের আত্মত্যাগ একটা ভালোবাসা। ভালোবাসা বেঁচে থাকুক ভালোবাসার জন্য।
শুভ কামনা 💕
অন্বেষা চৌধুরী
অনেক ধন্যবাদ আপনাকে
ভালো থাকুন
শুভ কামনা রইল
এস.জেড বাবু
ত্যাগেই প্রকৃত সুখ-
যদিও কথাটির সাথে আমি পরিপূর্ণ ভাবে একমত নই- তবুও ব্যার্থতার বিপরিতে লাগাতার দুঃখ খোঁজে নেয়ার পক্ষপাতিও নই।
অতএব
/////ভালো থাকুক ভালোবাসা, খুব ভালো থাকুক।
চমৎকার লিখা – অভিনন্দন সোনেলার উঠানে।
অন্বেষা চৌধুরী
সত্যিই দারুণ বলেছেন
অসংখ্য ধন্যবাদ আপনাকে
দালান জাহান
অনুভূতির উর্বর অনুরণন। ভালো লাগলো কবি
অন্বেষা চৌধুরী
অসংখ্য ধন্যবাদ
ভালো থাকবেন ভাই
শবনম মোস্তারী
সোনেলার উঠোনে স্বাগতম।
আমিও অনেক টা এই দর্শনে বিশ্বাসী।
ভালোবাসলে সেইরকমই বাসা উচিত।
ভালো লাগলো….
অন্বেষা চৌধুরী
সেটাই তো
অসংখ্য ধন্যবাদ জানবেন
ভালো থাকবেন সবসময়