ভালোবাসার জন্যই ভালোবাসাকে ছেড়ে দিলাম।
ভালোবাসাকে ভালো রাখতেই দূরে সরে গেলাম।
যে প্রেম অশান্তি আনে সে প্রেম থাকে ভালোবাসাকে মুক্ত করলাম।
আমার সুখের জন্য ভালোবাসার জীবন অতিষ্ঠ করা থেকে বিরত থাকলাম।
ভালোবাসা ভয়ে ভয়ে নয় চুটিয়ে বাঁচুক যুগ যুগ।
ভালো থাকুক ভালোবাসা, সুখে থাকুক, শান্তিতে থাকুক।

 

ভালোবাসারকে ভালো রাখতেই কি ভালোবাসা থেকে দূরে থাকা যায়?

হ্যাঁ যায় ভালোবাসাকে ভালো রাখতেই ভালোবাসার থেকে দূরে থাকা যায়।
এক পৃথিবী যন্ত্রণা বুকে নিয়ে অশ্রু সিক্ত নয়নে কথা গুলো লিখলো পুষ্প। পুষ্পর মেঘাচ্ছন্ন আকাশে একফালি রোদ ছড়িয়ে দিয়েছিলো যে ভালোবাসা, সেই ভালোবাসার জীবনজুড়ে কালো মেঘের ছটা লাগুক তা পুষ্প কেন কোনো নারীর কাম্য নয়। পুষ্প তার ভালোবাসাকে পাগলের মতো ভালোবাসে। পুষ্প কিছুতেই মানতে পারে না তার জন্যই তার ভালোবাসাকে কোনো রকম বিপদে পড়তে হবে। পুষ্প ভেবেছিল সে কখনোই তার ভালোবাসাকে ছেড়ে যাবে না। আমৃত্যু তার ভালোবাসাকে আগলে রাখবে। প্রয়োজনে পৃথিবী ছাড়তে রাজি পুষ্প তবুও তার ভালোবাসাকে নয়। কিন্তু সেই ভালোবাসায় যদি অশান্তিতে থাকে, ভয়ে ভয়ে বাঁচতে তবে কেবল নিজে ভালো থাকবে বলে তার ভালোবাসাকে জড়িয়ে রাখতে পারে না পুষ্প। পুষ্প এতোটাও স্বার্থন্বেষী হতে পারে না। নিজের সুখের জন্য সে তার ভালোবাসাকে অসুখী দেখতে পারে না। পুষ্প একবার যখন জানতে পেরেছে তার ভালোবাসা তার জন্যই অশান্তিতে আছে, ভয়ে ভয়ে আছে তখন তো দূরে সরেই যেতে হবে। পুষ্প নিজে ভেঙ্গেচুরে চুরমার হলেও তার ভালোবাসাকে ভালো রাখবে। পুষ্প নিজে চোরাবালিতে তলিয়ে গেলেও ভালোবাসাকে শান্তিতে রাখবে। পুষ্প তার ভালোবাসাকে কথা দিয়েছে আমৃত্যু সে কেবল তাকেই ভালোবাসবে,তারই থাকবে। পুষ্প নিজের জীবন দিয়ে সে কথা রাখবে। দূরে থাকলেও পুষ্প কেবল তাকেই ভালোবাসবে। আমৃত্যু তারই পথ চেয়ে থাকবে। যদি কখনো তার ভালোবাসার মনে হয় এই পৃথিবীতে শুধু একজন ই আছে যে তাকে সুখে রাখতে পারে, শান্তিতে রাখতে পারে তবে সে ঠিক ফিরে আসবে। আর সেদিনের অপেক্ষায় পুষ্প আমৃত্যু বেঁচে থাকবে, পথ চেয়ে থাকবে। পুষ্প আর ফিরবে না তার ভালোবাসার কাছে। পুষ্প যেমন তার ভালোবাসাকে পাগলের মতো ভালোবাসতে পারে ঠিক তেমন ভালোবাসাকে ভালো রাখতে ভালোবাসার থেকে দূরে গিয়ে ধুঁকে ধুঁকে মরতেও পারে। ভালোবাসাকে ভালো রাখতেই ভালোবাসার থেকে দূরে থাকবে পুষ্প।
ভালো থাকুক ভালোবাসা, খুব ভালো থাকুক।

১৫১৩জন ১৩৩৭জন
0 Shares

২৯টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ