ভাড়াটিয়া রাজনীতি

নাজমুল হুদা ২০ সেপ্টেম্বর ২০১৯, শুক্রবার, ১০:৩২:৫২পূর্বাহ্ন কবিতা ৬ মন্তব্য

উপচে পড়া ভীড়ে মানুষের আচরণ ভুলে গেছি
নিথর দেহে অপেক্ষার টুঁটি চেপে ধরে থাকি

পোয়াতি শালিক বংশ চক্রের নকশা আঁটে
গৃহপালিত শিকারি দল নিরবে তুলে স্বার্থের সঙ্গম
তেলবাজ পোঁড়া ঠোঁটে চুমু খায় স্বয়ং রাষ্ট্রপতিকে

তখন আমি বাকরুদ্ধ কোকিলের প্রজন্ম দেখি
বিজ্ঞাপনে এক রাষ্ট্রনায়ক কাকের মতো তা দেয়
প্রশ্ন করে-
কাকের ঘরে কি কোকিল নয় ?
নয় কি কোকিলের সুরে কাক ?

অতঃপর কবি ঘোষণা দেয়
রক্তে রক্তে টাঙ্গিয়ে দাও আগামীর রাষ্ট্র ভাড়া হবে।

নেত্রকোনা, ময়মনসিংহ।

১জন ১জন
0 Shares

৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ