উপচে পড়া ভীড়ে মানুষের আচরণ ভুলে গেছি
নিথর দেহে অপেক্ষার টুঁটি চেপে ধরে থাকি
পোয়াতি শালিক বংশ চক্রের নকশা আঁটে
গৃহপালিত শিকারি দল নিরবে তুলে স্বার্থের সঙ্গম
তেলবাজ পোঁড়া ঠোঁটে চুমু খায় স্বয়ং রাষ্ট্রপতিকে
তখন আমি বাকরুদ্ধ কোকিলের প্রজন্ম দেখি
বিজ্ঞাপনে এক রাষ্ট্রনায়ক কাকের মতো তা দেয়
প্রশ্ন করে-
কাকের ঘরে কি কোকিল নয় ?
নয় কি কোকিলের সুরে কাক ?
অতঃপর কবি ঘোষণা দেয়
রক্তে রক্তে টাঙ্গিয়ে দাও আগামীর রাষ্ট্র ভাড়া হবে।
নেত্রকোনা, ময়মনসিংহ।
৬টি মন্তব্য
মোঃ মজিবর রহমান
খুব বাস্তবতা আছে আপনার পোস্টে।
আয়াজ কাক আর কোকিলের ওকই সংগে বসবাস। রাজনিতে।
আরজু মুক্তা
কাকের বাসা ভাড়া হবে সুমধুর কণ্ঠের কোকিলের জন্য।
রক্তাক্ত মানচিত্র চাটুকার এ ভর্তি।
সঞ্জয় মালাকার
চমৎকার দাদা ভালো লগলো পড়ে
কাকের বাসা ভাড়া হবে সুমধুর কণ্ঠের কোকিলের জন্য।
মনির হোসেন মমি
কবিতা
রাষ্ট্র ও সামাজিক সকল অন্যায়ের হাতিয়ার। কাক কোকিলের চমৎকার উপমা।
তৌহিদ
কবিতাই হোক লেখকের প্রতিবাদী হাতিয়ার। দারুণ লেখা নাজমুল।
সাবিনা ইয়াসমিন
কবি আর নীরবতা ধরে রাখতে পারেননি। সরব কবিতায় গর্জে উঠেছেন যাবতীয় অরাজকতার বিরুদ্ধে!
খুব সাহসী লেখা নাজমুল। অক্ষর গুলো শানিত হয়েছে অস্ত্রের মতোই। 🌹🌹