
আমার অশ্রু রঙ
তোমার নিঃশব্দ পায়ের মতোন
সমস্ত ধ্বংস নিয়ে ক্ষয়ে ক্ষয়ে যায়।
আমার মৌনতা
তোমার ছন্দ ভাঙা চিৎকারের মতোন
ছিঁড়ে পড়া কুঁড়ির বেদনার মতোন।
আমার স্বপ্ন সুখ
তোমার যত্নে রাখা টিস্যুর মতোন
দিনশেষে ধুয়ে ফেলা মেকাপে ভেসে যায়।
আমি বসে থাকা বিসর্গ বুড়ি
আমার যোগ বিয়োগ উনিশ কুঁড়ি
উলম্ব দুঃখ সয়ে সয়ে সমান্তরাল।
১৪টি মন্তব্য
সুপর্ণা ফাল্গুনী
বাহ্ দারুন লাগলো। অসংখ্য ধন্যবাদ আপনাকে সুন্দর একটি কবিতা দেবার জন্য। শুভ কামনা রইলো আপনার জন্য
দালান জাহান
ধন্যবাদ কবি ভালো থাকুনসবসময়
নাজমুল হুদা
সুন্দর। শুভ কামনা।
দালান জাহান
ধন্যবাদ কবি ভালো থাকুন সবসময়।
সুপায়ন বড়ুয়া
আমার অশ্রু রঙ
তোমার নিঃশব্দ পায়ের মতোন
সমস্ত ধ্বংস নিয়ে ক্ষয়ে ক্ষয়ে যায়।
যেভাবে চলে যায় অবিশ্বাসের পায়।
ভাল লাগলো। শুভ কামনা।
দালান জাহান
বিজ্ঞ মতামত কৃতজ্ঞতা দাদা
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
বিরহের সুন্দর প্রকাশ।
শুভ কামনা ।
দালান জাহান
ধন্যবাদ দাদা ভালো থাকুন সবসময়
তৌহিদ
মৌনতা সম্মতির লক্ষণ। তবে মাঝেমধ্যে মুখ ফুটেও বলতে হয় যে!
ভালো লিখেছেন ভাই।
দালান জাহান
ধন্যবাদ দাদা ভালো থাকুন সবসময়
খাদিজাতুল কুবরা
“আমার অশ্রু রঙ
তোমার নিঃশব্দ পায়ের মতন
সমস্ত ধ্বংস নিয়ে ক্ষয়ে ক্ষয়ে যায়”
খুব ভালো লাগলো।
আরজু মুক্তা
নিস্তব্ধ তো পাখিরাও থাকেনা।
সবাই প্রাণ চাঞ্চল্য চায়
আলমগীর সরকার লিটন
বেশ ভাবনাময় কবি দা
হালিম নজরুল
উপমাগুলো চমৎকার