
আমরা অতীব দুঃখের সাথে জানাচ্ছি যে (শেষ রাতে আমরা জানতে পারি), আমাদের ব্লগার নাসির সারওয়ার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন আছেন, ডাক্তাররা তাকে আশঙ্কা মুক্ত ঘোষণা করেছেন।
গতকাল সন্ধ্যার ঝড়ের সময় অফিস থেকে বাসায় ফেরার পথে বাড্ডায় বাসার কাছেই একটি দেয়ালের পাশে আশ্রয় নিয়েছিলেন আরও কয়েক জনের সাথে। হঠাৎ সবাই দেয়ালের নীচে চাপা পড়ে যান, দেয়াল চাপা পড়ে তিন জন মারা যান (ইন্না লিল্লাহে অ-ইন্না ইলাইহে রাজেউন), আহত নাসির সরওয়ারকে দ্রুত ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জিসান সাহেব সকালেই সেখানে পৌঁছে গেছেন।
দেয়াল চাপায় তাঁর শরীর এবং মাথার অধিকাংশ স্থানে আঘাত লাগলেও আল্লাহ্র অসীম রহমতে তেমন কোন গুরুতর আঘাত প্রাপ্ত হননি। বাম হাত, বাম পা এবং পাঁজরে বেশী আঘাত প্রাপ্ত হন। সিটি স্ক্যান সহ যাবতীয় পরীক্ষা নিরীক্ষায় আশংকাজনক তেমন কিছু পাওয়া যায়নি।
তিনি সকলের কাছে দোয়া প্রার্থী।
সমব্যথী আমরা তার দ্রুত সুস্থতা কামনা করি।
২২টি মন্তব্য
ছাইরাছ হেলাল
আমরা এক মাত্র আল্লাহর-ই সাহায্য চাই।
জিসান শা ইকরাম
আমি দেখে এসেছি, বড় ধরনের কোন ক্ষতি হয়নি।
দেয়াল চাপা পড়ার প্রায় সমস্ত শরীর মাথায় ছোট ছোট ব্যান্ডেজ। বিভিন্ন টেস্ট চলছে।
সবার কাছে দোয়া চেয়েছেন উনি।
ছাইরাছ হেলাল
অবশ্যই তার মঙ্গল কামনা করি।
ভাল হয়ে আমাদের মাঝে ফিরবেন।
মনির হোসেন মমি
দুঃখজনক।আমরা তার সুস্থতা কামনা করছি।
জিসান শা ইকরাম
মনির ভাই, একই দেয়ালচাপায় গতকাল বাড্ডায় তিনজন নিহত হয়েছে। আল্লাহার অসীম রহমতে নাসির দেয়ালের নীচে চাপা পরলেও বড় ধরনের ক্ষতি ছারাই বেঁচে গিয়েছে।
সবাইকে দোয়া করতে বলেছেন সে।
শাহরিন
আল্লাহ সহায় হউন।
জিসান শা ইকরাম
আল্লাহ্ অবশ্যই সহায় হবেন।
জিসান শা ইকরাম
আল্লাহ তাকে দ্রুত সুস্থ্য করুন, আমীন
রাফি আরাফাত
সুস্থতা কামনা করছি।
জিসান শা ইকরাম
তিনি আমাদের সোনেলা পরিবারের একজন,
তাঁর সুস্থতা কামনা করি আমরা সবাই।
মোঃ মজিবর রহমান
আল্লাহ তাকে দ্রত সুস্থ করুক আমিন।
জিসান শা ইকরাম
আমাদের সোনেলা পরিবারের স্বজনকে আল্লাহ দ্রত সুস্থ করুক আমিন।
মোঃ মজিবর রহমান
আল্লাহ মেহেরবান
সাবিনা ইয়াসমিন
নাসির ভাইয়ের সুস্থতা কামনা করি। সবাই তার জন্যে দোয়া করবেন।
জিসান শা ইকরাম
ইনশআল্লাহ্ তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন।
শাহানা আক্তার
সুস্থতা কামনা করছি
জিসান শা ইকরাম
এখনো হাসপাতালে আছেন উনি,
আশংকামুক্ত।
সঞ্জয় মালাকার
আমি ঈশ্বরের কাছে সুস্থতা প্রর্থনা করি… যেনো তারাতাড়ি সুস্হ হয়েউঠেন।
জিসান শা ইকরাম
ইশ্বর আপনার প্রার্থনা মঞ্জুর করুন।
তৌহিদ
হাজার শুকরিয়া, তিনি ভালো আছেন।
ব্লগ সঞ্চালক
ব্লগার নাসির সারওয়ারের জন্য যে সমস্ত ব্লগার সহমর্মিতা দেখিয়েছেন, তাঁদের সকলকে সোনেলা ব্লগের পক্ষ হতে অজস্র ধন্যবাদ।
রোকসানা খন্দকার রুকু
সুস্থ্যতা কামনা করি।।।।।
আল্লাহ তাঁকে খুব তারাতারি সুস্থ করে দিন।।। আমিন।॥।