কিছু মানুষ নিজেই একটি প্রতিষ্ঠান হয়ে যান । ব্যাক্তি হয়ে যান দেশ কাল পাত্রের চেয়ে বড়। বাংলাদেশ নামক ছোট আমাদের প্রিয় দেশটির পরিচয় দিতে গিয়ে এখনো দু এক দেশের মানুষকে বলি ” শেখ মুজিবের বাংলাদেশ ” ।
দীর্ঘ দিন যে ব্লগে একসাথে ছিলাম সেই ব্লগে ছিলেন ব্লগার ইমন জুবায়ের । কোয়ালিটি ব্লগার/লেখক বলতে যে কজন ব্লগারের নাম আমার সামনে ভেসে উঠে , তাঁর নাম তাতে প্রথম দিকেই। ক্লান্তিহীন ভাবে লিখে গিয়েছেন তিনি । অবাক বিস্ময়ে ভাবতাম ‘ কিভাবে এত লেখা উনি লিখেন ? এত সময় পান কোথায় ? ‘
কতটা ভালো লিখতেন উনি , তা ব্লগের সাথে সম্পর্কযুক্ত সবাই জানেন ।
তাঁর প্রতিটি লেখাই পড়তাম আমি । ডয়েচে ভেলে ব্লগ প্রতিযোগিতায় ইচ্ছে থাকা সত্বেও একজনকে আগে দেয়া প্রতিশ্রুতির কারনে শধু মাত্র তাঁর একার জন্য পোস্ট দিতে পারিনি। দুজনকে নিয়ে পোস্ট দিয়েছিলাম। তবে স্টিকি পোস্ট টি লিখে দিয়ে আমার আমার শ্রদ্ধা এবং নিজস্ব দায়বদ্ধতা প্রকাশ করেছিলাম।
ভাবতেই পারছিনা , ইমন ভাইয়ের লেখা আর পড়তে পারবো না । হঠাৎ চলে গেলেন তিনি , না ফেরার দেশে ।
যেখানেই যান আপনি , ভালো থাকুন , শান্তিতে থাকুন ইমন ভাই।
লেখাটি আমার ফেইসবুক Status থেকে নেয়া
১২টি মন্তব্য
শিশির কনা
আল্লাহ ইমন জুবায়েরের আত্মার শান্তি দান করুন। আমীন!
জিসান শা ইকরাম
আল্লাহ ইমন জুবায়েরের আত্মার শান্তি দান করুন। আমীন!
নীহারিকা
🙁
জিসান শা ইকরাম
আল্লাহ ইমন জুবায়েরের আত্মার শান্তি দান করুন।
আমীন ।
প্রজন্ম ৭১
বাংলা ব্লগের সেরা ব্লগারদের একজন তিনি । ওনার আত্মার শান্তি কামনা করছি।
জিসান শা ইকরাম
ওনার আত্মার শান্তি কামনা করছি।
এজহারুল এইচ শেখ
Allah zeno onara attake chiro shanti dano kore!amin Allah!amin!
জিসান শা ইকরাম
আমীন …………
যাযাবর
শ্রদ্ধা জানাই ব্লগার ইমন জুবায়ের ভাইকে ।
জিসান শা ইকরাম
শ্রদ্ধা তার প্রতি,
ইসিয়াক
আজ ব্লগার ইমন জুবায়েরের ৭ম মৃত্যু বার্ষিকী।
২০১৩ এর এই দিনে আমাদের ছেড়ে চলে যান এই প্রথিতযশা ব্লগার।
আল্লাহ ইমন জুবায়েরের আত্মার শান্তি দান করুন। আমীন!
জিসান শা ইকরাম
আমীন…..