ব্লগার ইমন জুবায়ের আর নেই

জিসান শা ইকরাম ৪ জানুয়ারি ২০১৩, শুক্রবার, ১১:২০:২১পূর্বাহ্ন একান্ত অনুভূতি ১২ মন্তব্য
আল্লাহ ইমন জুবায়েরের আত্মার শান্তি দান করুন। আমীন!

কিছু মানুষ নিজেই একটি প্রতিষ্ঠান হয়ে যান । ব্যাক্তি হয়ে যান দেশ কাল পাত্রের চেয়ে বড়। বাংলাদেশ নামক ছোট আমাদের প্রিয় দেশটির পরিচয় দিতে গিয়ে এখনো দু এক দেশের মানুষকে বলি ” শেখ মুজিবের বাংলাদেশ ” ।

দীর্ঘ দিন যে ব্লগে একসাথে ছিলাম সেই ব্লগে ছিলেন ব্লগার ইমন জুবায়ের । কোয়ালিটি ব্লগার/লেখক বলতে যে কজন ব্লগারের নাম আমার সামনে ভেসে উঠে , তাঁর নাম তাতে প্রথম দিকেই। ক্লান্তিহীন ভাবে লিখে গিয়েছেন তিনি । অবাক বিস্ময়ে ভাবতাম ‘ কিভাবে এত লেখা উনি লিখেন ? এত সময় পান কোথায় ? ‘

কতটা ভালো লিখতেন উনি , তা ব্লগের সাথে সম্পর্কযুক্ত সবাই জানেন ।
তাঁর প্রতিটি লেখাই পড়তাম আমি । ডয়েচে ভেলে ব্লগ প্রতিযোগিতায় ইচ্ছে থাকা সত্বেও একজনকে আগে দেয়া প্রতিশ্রুতির কারনে শধু মাত্র তাঁর একার জন্য পোস্ট দিতে পারিনি। দুজনকে নিয়ে পোস্ট দিয়েছিলাম। তবে স্টিকি পোস্ট টি লিখে দিয়ে আমার আমার শ্রদ্ধা এবং নিজস্ব দায়বদ্ধতা প্রকাশ করেছিলাম।

ভাবতেই পারছিনা , ইমন ভাইয়ের লেখা আর পড়তে পারবো না । হঠাৎ চলে গেলেন তিনি , না ফেরার দেশে ।
যেখানেই যান আপনি , ভালো থাকুন , শান্তিতে থাকুন ইমন ভাই।

ইমন জুবায়ের এর ব্লগ

লেখাটি আমার ফেইসবুক Status থেকে নেয়া

 

১জন ১জন
0 Shares

১২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ