ঘুমিয়ে গেছে এই পৃথিবী
ঘুমিয়ে গেছো হয়তো তুমি
সেনোরিতা ভালোবাসা নিও
হতাশার স্রোতে তবুও
তোমারই আছি জানিও
অষ্টপ্রহর কষ্ট জেনেও
বরষায় শরীর ভিজিয়েছি
স্বপ্নকে অধরা মেনেও
ব্যথার আল্পনায় সাজিয়েছি ।
নেই স্বপ্নলোকের সুখের চাবি
নেই হৃদয়ের কোন দাবি
আজ তোমারই তরে
হয়তো আমায় ভুলেই গেছো
নীরবতায় ভাবি তুমি আছো
একাকী বেদনার চরে ।
১১টি মন্তব্য
শিশির কনা
না ভাই কেউ কাউকে সহজে ভুলতে পারেনা । হৃদয়ের গহীনে থেকে যায় সব কিছু। কেউ প্রকাশ করে কেউ করে না । ভালো লেগেছে কবিতা ।
নীহারিকা
অপূর্ব অভিব্যক্তি!! মন ছূঁয়ে গেল।
লীলাবতী
অষ্টপ্রহর কষ্ট জেনেও
বরষায় শরীর ভিজিয়েছি
স্বপ্নকে অধরা মেনেও
ব্যথার আল্পনায় সাজিয়েছি । — ইশ আমাকে যদি এভাবে কেউ ভাবতো :p , ভালো লেগেছে প্রিন্স ভাইয়া ।
বনলতা সেন
সেনেরিটা দেখছি আপনাকে ভালই ভোগা দিয়েছে ,
যাক , ব্যপার না , আবার ভাবুন ।
ব্লগার সজীব
খুব সুন্দর লিখেছেন রাজকুমার ভাই -{@
মা মাটি দেশ
ভালো লাগল -{@
জিসান শা ইকরাম
এত হতাশা বেদনা কেন কবি ?
ভালো হয়েছে কবিতা ।
খসড়া
কবি তুমি পুড়ে পুড়ে খাঁটি হন। আরও দক্ষ কবি হয়ে উঠুন।
শুন্য শুন্যালয়
ব্যাথা না পেলে কবি হবেন ক্যামন করে ? অনেক ভালো লাগা…
স্বপ্ন নীলা
ভাল লাগলো
যাযাবর
অদ্ভুত সুন্দর -{@