ব্যথা

প্রিন্স মাহমুদ ২৬ অক্টোবর ২০১৩, শনিবার, ০৬:২৩:২৬পূর্বাহ্ন একান্ত অনুভূতি, কবিতা ১১ মন্তব্য

ঘুমিয়ে গেছে এই পৃথিবী

ঘুমিয়ে গেছো হয়তো তুমি

সেনোরিতা ভালোবাসা নিও

হতাশার স্রোতে তবুও

তোমারই আছি জানিও

 

অষ্টপ্রহর কষ্ট জেনেও

বরষায় শরীর ভিজিয়েছি

স্বপ্নকে অধরা মেনেও

ব্যথার আল্পনায় সাজিয়েছি  ।

 

নেই স্বপ্নলোকের সুখের চাবি

নেই হৃদয়ের কোন দাবি

আজ তোমারই তরে

হয়তো আমায় ভুলেই গেছো

নীরবতায় ভাবি তুমি আছো

একাকী বেদনার চরে ।

৫৫৪জন ৫৫৪জন
0 Shares

১১টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ