
বললে তুমি, বলেই ফেললে-
আমাতে নাকি বৈরাগ্য করেছে ভর,
সেবাদাসী ঠিকঠাক সেবা দিচ্ছিনা।
বলবে কি? কমতি কিসে?
সকালে, দুপুরে, রাতে, আইটেমে, আহ্লাদে, শয্যায়?
নাকি আমার ভালোথাকা? সে তোমার বড্ড অসহ্য।
সবকিছুর পর আমি আর আমার বৈরাগ্য থাকি যদি পাশাপাশি।
করি হাসাহাসি, মাখামাখি, খুনসুটি তাতে তো তোমার জ্বালা হবার কথা নয়?
মনুষ্য চোখে তাকাও আমার পানে!
আমি ক্ষয়ে গেছি, নিঃশেষ হয়েছি, তোমাদের দিতে দিতে !
আঁকড়ে আছি শেষটুকুতে, এটুকু নিয়ে বাঁচতে চাই তবে কটাক্ষ কেন?
একবার মধ্যরাতে পিপাসার্ত আমাকে।
পানি দাও আজলা ভরে, বলো ভয় কি আমি তো আছি! ঘানিটানা গায়ের ঘাম শুকে বল তোমার আজ ছুটি!
আমার দুঃসময়ে সঙ্গী হও, দখীনা বাতাস হও, দোলনা হয়ে দোল দাও; হবে কি?
হবেনা জানি! কারন তুমি দিতে জানোনা।
জানো শুধু দুহাতে লুটেপুটে নিতে,এ পাওয়া নাকি তোমার অধিকারের, পরম্পরার,পৌরুষত্বের।
আমি ঘেন্না করি এসব তোমাদের; তাই থাকতে চাই আমার বৈরাগ্যে, আমার আমিতে।
২২টি মন্তব্য
ফয়জুল মহী
চমৎকার শৈল্পিকতায় উপভোগ্য লেখনী । আপনার জন্য সবসময় শুভ কামনা।
রোকসানা খন্দকার রুকু
মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া।
আপনার জন্যও শুভ কামনা।
শুভ সকাল।
রেহানা বীথি
দিতে দিতেই নিঃশেষ হয়ে যায় নারীর জীবন। সামান্য সহানুভূতি পাওয়ার আশাও যেন করতে নেই তাদের।
খুব ভালো লিখেছেন আপু।
রোকসানা খন্দকার রুকু
নারীরা যেন দেবার জন্যই তৈরি।
শুভ কামনা রইলো আপুনি।
শুভ সকাল।
রেজওয়ানা কবির
আঁকড়ে আছি শেষটুকুতে, এটুকু নিয়ে বাঁচতে চাই তবে কটাক্ষ কেন?
অসাধারণ লেখা। এভাবেই দিতে দিতে শেষ হয়ে যাই আমরা,,,,।শুভকামনা। ভালো থাক সবসময়।
রোকসানা খন্দকার রুকু
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।
শুভ কামনা রইলো।
শুভ সকাল।
সুপায়ন বড়ুয়া
হতাশ কি হলে চলে
বৈরাগ্যতে শান্তি খুঁজে ?
ভালই লিখলেন। শুভ কামনা।
রোকসানা খন্দকার রুকু
ঠিক দাদা।
ধন্যবাদ মন্তব্যের জন্য।
শুভ কামনা রইলো।
উর্বশী
অসাধারণ ভাবনার বহিঃপ্রকাশ। সব কিছুই তো একদিন শেষ হয়ে যায়,যাবে।হিসেব– নিকেশের ন্যায্য প্রণোদনার সুনির্দিষ্ট কিছু নেই। সহানুভূতির কথাও মাঝে মাঝে ডাইরির পাতা থেকে উধাও হয়ে যায় । বৈরাগ্য তে শান্তির নিঃশ্বাস নিতে পারে বলে আশা করছি। আরও চমৎকার লেখার অপেক্ষায়। ভালোবাসা রইলো।
রোকসানা খন্দকার রুকু
বাহ্ দারুন করে বললেন। আমি বোধহয় এতভালো লিখতেও পারিনি॥
অনেক অনেক শুভকামনা এ ধন্যবাদ॥
ছাইরাছ হেলাল
বৈরাগ্য খুব ভাল বিষয় !! টিকতে পারলে।
“সবকিছুর পর আমি আর আমার বৈরাগ্য থাকি যদি পাশাপাশি”
সুন্দর ছিল।
রোকসানা খন্দকার রুকু
ধন্যবাদ ভাইয়া।
শুভ কামনা রইলো॥
সুপর্ণা ফাল্গুনী
সংসার জীবন, নারীর জীবন একে অপরের সম্পূরক! নারীর আলাদা কোন জগৎ , ভাবনা, ভালোলাগা যেন থাকতেই পারবে না তাহলেই বিবাদ বেঁধে যাবে। বৈরাগ্য কখনো কখনো খুব ভালো লাগে কিন্তু এই সমাজ, সংসার, পরিবার নারীকে সেটা দিতে নারাজ। খুব ভালো লাগলো আপনার ভাবনা। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা অবিরাম
রোকসানা খন্দকার রুকু
সব বাধা পেরিয়ে একটু আধটু হয়ে যদু শান্তি মেলে তো তাই করতে হবে॥
আপনার মন্তব্যে অনুপ্রাণিত হই সবসময়।
শুভ কামনা রইলো॥
আরজু মুক্তা
জীবনটা নাকি বৃত্তের মতো। হয়তো এমন একদিন আসবে, আজকের উল্টাটাই ঘটবে।
ক্ষমা হবে না।
রোকসানা খন্দকার রুকু
সেই আশাতে থাকি।
অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা।
ভালো থাকবেন।
তৌহিদ
বৈরাগ্য নিয়ে টিকে থাকাই মুশকিল। তবে যারা পারে তারা সাধুসন্ন্যাসী হবেন নিশ্চিত।
ভালো থাকুন আপু।
রোকসানা খন্দকার রুকু
হা হা হা। এটা সাধু সন্ন্যাসী হওয়া বৈরাগ্য নয়।
নিজেকে নিয়ে থাকার বৈরাগ্য॥ আমাদের উচিত কিছু সময় নিজেকে দেয়া।
শুভ কামনা রইলো ভাইয়া।
জিসান শা ইকরাম
আমাদের সমাজে নারীকে শুধু দিতে হয়, নারী কিছু পায়না। বৈরাগ্য ধারন করার যে শক্তি, তাও মরে যায় সময়ের সাথে সাথে।
কবিতা ভালো হয়েছে,
শুভ কামনা।
রোকসানা খন্দকার রুকু
মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইল ভাইয়া॥
শুভ কামনা রইলো॥
আলমগীর সরকার লিটন
বেশ অনুভূতির প্রকাশ কবি আপু
রোকসানা খন্দকার রুকু
ধন্যবাদ ভাইয়া।
শুভ কামনা রইলো।