বৈপরীত্য

হালিম নজরুল ৯ এপ্রিল ২০২০, বৃহস্পতিবার, ০৮:০৯:২৭পূর্বাহ্ন কবিতা ১৯ মন্তব্য

আমার কাছে যা কবিতা
তোমার কাছে বিষের বাণী,
আমার যাতে মহানন্দ
তোমার পোড়ে হৃদয়খানি।

আমার কাছে স্বপ্ন যা যা
তোমার কাছে বর্জনীয় ,
আমার যেটা পথ পাথেয়
তোমার কি তা স্বপ্ন স্বীয়?

তোমার যাতে জীবন আলো
আমার তাতে পথ হারানো ,
তোমার যা যা সঞ্জীবনী
আমার তো তা প্রাণ কাড়ানো।

তোমার প্রিয় আপনজনা
আমার সে তো দূর বহুদূর ,
আমার কানে যন্ত্রনাময়
যে গান তোমার মিষ্টিমধুর।

তোমার ঘৃণায় অবাঞ্চিত
আমার কাছে মানুষ নামী,
তোমার কাছে ফেলনা কিছু
হয়তো আমার অনেক দামী।

—————0 0————–

৫৯৮জন ৪৯৯জন
0 Shares

১৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ