
আমার কাছে যা কবিতা
তোমার কাছে বিষের বাণী,
আমার যাতে মহানন্দ
তোমার পোড়ে হৃদয়খানি।
আমার কাছে স্বপ্ন যা যা
তোমার কাছে বর্জনীয় ,
আমার যেটা পথ পাথেয়
তোমার কি তা স্বপ্ন স্বীয়?
তোমার যাতে জীবন আলো
আমার তাতে পথ হারানো ,
তোমার যা যা সঞ্জীবনী
আমার তো তা প্রাণ কাড়ানো।
তোমার প্রিয় আপনজনা
আমার সে তো দূর বহুদূর ,
আমার কানে যন্ত্রনাময়
যে গান তোমার মিষ্টিমধুর।
তোমার ঘৃণায় অবাঞ্চিত
আমার কাছে মানুষ নামী,
তোমার কাছে ফেলনা কিছু
হয়তো আমার অনেক দামী।
—————0 0————–
১৯টি মন্তব্য
ছাইরাছ হেলাল
যাক, শুধু সঞ্জীবনীতে থাকেন-নি,
প্রাণ নিয়ে কাড়াকাড়ির বিষয়- ও আছে !
হালিম নজরুল
অনেক সময় প্রাণও যায় ভাই। হা হা হা
সুপর্ণা ফাল্গুনী
প্রিয়জনের সবকিছু সবসময় ভালো লাগতে না-ও পারে, দুজন দু’পরিবেশে বেড়ে ওঠায় তাদের চাওয়া পাওয়া, রুচি এক হতে পারে /পারেনা। ভালো লিখেছেন বৈপরীত্য। শুভ সকাল
হালিম নজরুল
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ
সুপায়ন বড়ুয়া
“আমার কাছে যা কবিতা
তোমার কাছে বিষের বাণী,
আমার যাতে মহানন্দ
তোমার পোড়ে হৃদয়খানি।”
সার্থপর মানুষদের তাই মনে হয়।
কারন তারা আত্নভোলা।
শুভ কামনা।
হালিম নজরুল
ধন্যবাদ ও ভালবাসা রইল দাদা।
সুরাইয়া পারভীন
কথা গুলো যেনো আমারই
এমনি এক বিভৎস টানাপোড়েনে
তিলে তিলে রোজ পুড়ছি আমি।
চমৎকার লিখেছেন ভাইয়া।👏👏👏
হালিম নজরুল
তবুও মানিয়ে নিতে হয়।
কামাল উদ্দিন
কবিতা আর ছবিতায় দারুণ সামঞ্জস্য। আচ্ছা ওর সাথে আপনার এতোটা দূরত্ব কিভাবে হলো কবি?
হালিম নজরুল
হা হা হা চেষ্টা করলাম ভাই। ধন্যবাদ।
কামাল উদ্দিন
আপনাকেও ধন্যবাদ
জাকিয়া জেসমিন যূথী
ভীষণ ভালো লাগলো। তাই শেয়ার করতেছি।
হালিম নজরুল
আচ্ছা ঠিক আছে। ধন্যবাদ।
জিসান শা ইকরাম
বৈপরীত্য থাকবেই,
দুটো আলাদা সত্তা যে।
শুভ কামনা ভাই।
হালিম নজরুল
ঠিক বলেছেন ভাই। ধন্যবাদ।
তৌহিদ
বৈপরীত্য না থাকলে ভালোবাসা জমেনা কিন্তু!! কিন্তু প্রাণ নিয়ে টানাটানি হলে ভালোবাসাবাসি হবে কিভাবে?
ভালো লিখেছেন ভাই।
হালিম নজরুল
হুম ভাই, ঠিকই বলেছেন। ধন্যবাদ ভাই।
ফয়জুল মহী
ভালোবাসা ও শুভ কামনা আপনার জন্য।
হালিম নজরুল
কৃতজ্ঞতা রইল ভাই।