বৈধ ও ঘোষিত প্রিয়সী।

সুরাইয়া পারভীন ১২ জানুয়ারি ২০২০, রবিবার, ০১:৩২:৩৭পূর্বাহ্ন একান্ত অনুভূতি ২৮ মন্তব্য

দুঃস্বপ্নে ঘুম ভেঙ্গে গেলো;
দেখলাম তুমি ভালো নেই,
নেই, তুমি ভালো নেই,
তাই তো মধ্যরাতে হন্যে হয়ে খুঁজছি তোমাকে।
উদ্ভ্রান্ত পাগলের মতো খুঁজছি,
উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম চারদিক খুঁজছি,
খুঁজছি কারণ আমি তোমাকে ভালোবাসি।

তুমি ভালো নেই ভেবে;
দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে পড়েছি!
পুরো পৃথিবী তোলপাড় করে খুঁজছি।
আর তুমি প্রিয়সীকে নিয়ে,
স্বপ্নীল সুখের রাতের সূচনায় রয়েছো মত্ত।
প্রিয়তমার অধরে অধর রেখে উত্তপ্ত করছো নিজেকে,
চুম্বনে চুম্বনে ভরিয়ে দিচ্ছো উঁচু নিচু প্রতিটি বাঁক,
শরীরে শরীর ঘেঁষে তৃষ্ণা মেটাছো তৃষিত দেহের,
ক্লান্ত শ্রান্ত অবসন্ন তুমি অবশেষে,
প্রিয়তমার বুকে মাথা গুঁজে ঘুমাচ্ছো পরম তৃপ্তিতে!

আজ আর তোমার তাড়া নেই পালিয়ে যাবার,
নেই কোনো ভয় লোকলজ্জার,
পুরো পৃথিবী জানলেও ক্ষতি নেই,
কারণ সে তোমার বৈধ ও ঘোষিত প্রিয়সী।

৭৯৭জন ৫৯৩জন
0 Shares

২৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ