বেড়াজাল

ছাইরাছ হেলাল ১১ অক্টোবর ২০১৬, মঙ্গলবার, ০৬:২১:৩৪পূর্বাহ্ন একান্ত অনুভূতি ২৭ মন্তব্য

অদৃশ্যতার বেড়াজালে জড়াইনি
ঘুমালাপের উষ্ণ আতিথ্যে নধরকান্তির দুষ্টতায়,
সঙ্গতার নিঃসঙ্গতায় দিবাবসরের রোদছায়া মাখা ঔদাস্য আতিথ্যে
হৃদয়ের পথরেখায় কম্পমান নিঃশ্বাস,
নাগরিক নিসর্গে স্বপ্ন জেগে থাকে নির্ঘুম চোখে
ধু-ধু নীরবতায় আজঁল ভরা পানীয়ের খোঁজে।

নিঃসন্তান বিপত্নীক রাত্রি অনুতাপহীনতায় অপ্সরীভোরের স্বপ্ন আঁকে;

সব কিছু সামলে-সুমলে নিষেধের বেড়াজালে জড়াই তুচ্ছ-তাচ্ছিল্যের সুরে সুরে
চলৎশক্তিহীন প্রজাপতি অন্তস্তলের অন্তঃপুরে রাশি রাশি স্বপ্নফুল দেখে।

৬১৬জন ৬১৬জন

২৭টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ